ETV Bharat / city

Jharkhand MLA রাজনৈতিক ফায়দা তুলতেই চক্রান্ত, দাবি ঝাড়খণ্ডের বিধায়ক আনসারির - বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

গত মাসে হাওড়া রানিহাটি থেকে লক্ষ লক্ষ টাকা-সহ ধরা পড়েছিলেন ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক (Jharkhand MLA) ৷ এই ঘটনায় অবশেষে তাঁরা জামিন পেয়েছেন ৷ শনিবার হাওড়া আদালতে বন্ড জমা দিতে এসে তাঁদেরই একজন ইরফান আনসারি দাবি করেন যে রাজনৈতিক ফায়দা তুলতেই তাঁদের বিরুদ্ধে চক্রান্ত (Political Conspiracy) করা হয়েছে ৷

jharkhand-mla-accused-in-money-recovered-case-claim-he-is-victim-of-political-conspiracy
জনৈতিক ফায়দা তুলতেই চক্রান্ত, দাবি ঝাড়খণ্ডের বিধায়ক আনসারির
author img

By

Published : Aug 20, 2022, 8:43 PM IST

Updated : Aug 20, 2022, 10:54 PM IST

হাওড়া, 20 অগস্ট : রাজনৈতিক ফায়দা তোলার জন্যই তাঁদের বিরুদ্ধে চক্রান্ত (Political Conspiracy) করে ফাঁসানো হয়েছে ৷ এই অভিযোগ তুললেন ঝাড়খণ্ড কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক ইরফান আনসারি । তিনি ও আরও দু’জন কংগ্রেস বিধায়ককে সম্প্রতি হাওড়ার রানিহাটি থেকে গ্রেফতার করা হয়েছিল ৷ তাঁদের গাড়ি থেকে টাকাও উদ্ধার হয় ৷ সেই নিয়েই এই মন্তব্য করেছেন ইরফান আনসারি (Jharkhand MLA) ৷

আনসারি ও অন্য দুই কংগ্রেস (Congress) বিধায়ক সিআইডি (CID) হেফাজতে ছিলেন ৷ পরে তাঁরা জামিন পান ৷ কলকাতা হাইকোর্ট তাঁদের বন্ড জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ৷ শনিবার হাওড়া আদালতে বন্ড জমা দিতে আসেন ওই তিন বিধায়ক ৷ আদালত থেকে বেরিয়ে এই দাবি করেন ইরফান আনসারি ৷

একই সঙ্গে তাঁর দাবি, তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সম্মান করেন । তাঁদেরকে ফাঁসানো হয়েছে রাজনৈতিক চক্রান্ত করে । বাংলার পুলিশ তাঁদের ফাঁসিয়েছে । গাড়িতে তিন বিধায়কের নগদ অর্থ ছিল । তাঁরা আদিবাসী সমাজের অনুষ্ঠানের জন্যই অর্থ নিয়ে যাচ্ছিলেন ।

রাজনৈতিক ফায়দা তুলতেই চক্রান্ত, দাবি ঝাড়খণ্ডের বিধায়ক আনসারির

তাঁর আরও দাবি, তাঁর বাবা কংগ্রেসের সাংসদ ছিলেন । তিনিও দু’বারের বিধায়ক । তাঁর সঙ্গে আরও দুই সম্মানীয় বিধায়ক ছিলেন । তাঁদের সঙ্গে বিজেপির কোনও যোগাযোগ নেই বলেই তিনি দাবি করেন ।

উল্লেখ্য, গত মাসে এই তিন বিধায়ক-সহ পাঁচ জনকে বিপুল পরিমাণ নগদ অর্থ-সহ গ্রেফতার করে হাওড়া গ্রামীণ পুলিশ । রানিহাটি মোড়ে নাকা চেকিং চলাকালীন এই তিন বিধায়ক-সহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ । ধৃতদের পরবর্তীকালে কলকাতায় রাজ্য সিআইডির হাতে তুলে দেয় হাওড়া আদালতের নির্দেশে । পরবর্তীকালে কলকাতা হাইকোর্ট এই মামলার তদারকি চালাচ্ছে ।

আরও পড়ুন : শর্তসাপেক্ষে জামিন পেলেও ঝাড়খণ্ডের 3 বিধায়ককে থাকতে হবে কলকাতায়

হাওড়া, 20 অগস্ট : রাজনৈতিক ফায়দা তোলার জন্যই তাঁদের বিরুদ্ধে চক্রান্ত (Political Conspiracy) করে ফাঁসানো হয়েছে ৷ এই অভিযোগ তুললেন ঝাড়খণ্ড কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক ইরফান আনসারি । তিনি ও আরও দু’জন কংগ্রেস বিধায়ককে সম্প্রতি হাওড়ার রানিহাটি থেকে গ্রেফতার করা হয়েছিল ৷ তাঁদের গাড়ি থেকে টাকাও উদ্ধার হয় ৷ সেই নিয়েই এই মন্তব্য করেছেন ইরফান আনসারি (Jharkhand MLA) ৷

আনসারি ও অন্য দুই কংগ্রেস (Congress) বিধায়ক সিআইডি (CID) হেফাজতে ছিলেন ৷ পরে তাঁরা জামিন পান ৷ কলকাতা হাইকোর্ট তাঁদের বন্ড জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ৷ শনিবার হাওড়া আদালতে বন্ড জমা দিতে আসেন ওই তিন বিধায়ক ৷ আদালত থেকে বেরিয়ে এই দাবি করেন ইরফান আনসারি ৷

একই সঙ্গে তাঁর দাবি, তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সম্মান করেন । তাঁদেরকে ফাঁসানো হয়েছে রাজনৈতিক চক্রান্ত করে । বাংলার পুলিশ তাঁদের ফাঁসিয়েছে । গাড়িতে তিন বিধায়কের নগদ অর্থ ছিল । তাঁরা আদিবাসী সমাজের অনুষ্ঠানের জন্যই অর্থ নিয়ে যাচ্ছিলেন ।

রাজনৈতিক ফায়দা তুলতেই চক্রান্ত, দাবি ঝাড়খণ্ডের বিধায়ক আনসারির

তাঁর আরও দাবি, তাঁর বাবা কংগ্রেসের সাংসদ ছিলেন । তিনিও দু’বারের বিধায়ক । তাঁর সঙ্গে আরও দুই সম্মানীয় বিধায়ক ছিলেন । তাঁদের সঙ্গে বিজেপির কোনও যোগাযোগ নেই বলেই তিনি দাবি করেন ।

উল্লেখ্য, গত মাসে এই তিন বিধায়ক-সহ পাঁচ জনকে বিপুল পরিমাণ নগদ অর্থ-সহ গ্রেফতার করে হাওড়া গ্রামীণ পুলিশ । রানিহাটি মোড়ে নাকা চেকিং চলাকালীন এই তিন বিধায়ক-সহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ । ধৃতদের পরবর্তীকালে কলকাতায় রাজ্য সিআইডির হাতে তুলে দেয় হাওড়া আদালতের নির্দেশে । পরবর্তীকালে কলকাতা হাইকোর্ট এই মামলার তদারকি চালাচ্ছে ।

আরও পড়ুন : শর্তসাপেক্ষে জামিন পেলেও ঝাড়খণ্ডের 3 বিধায়ককে থাকতে হবে কলকাতায়

Last Updated : Aug 20, 2022, 10:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.