ETV Bharat / city

নবান্নের সামনে রাজীব, মেদিনীপুরে মমতার পোস্টারের সামনে শুভেন্দুর, শুরু নতুন জল্পনা - আমরা দাদার অনুগামী

মুখ্য়মন্ত্রীর সভার প্রচারে লাগানো পোস্টারের সামনেই এবার দেখা গেল শুভেন্দু অধিকারীর পোস্টার ৷ সেখানে লেখা ‘আমরা দাদার অনুগামী’ ৷ অন্য়দিকে, নবান্নের সামনে পোস্টার পড়ল রাজীব বন্দ্য়োপাধ্য়ায়ের সমর্থনে ৷ খোদ নবান্নের সামনে রাজীব অনুগামীদের লাগানো এই পোস্টারে আবারও প্রকাশ্য়ে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব ৷

নবান্নের সামনে রাজীব, মেদিনীপুরে মমতার পোস্টারের সামনে শুভেন্দুর পোস্টারে বিতর্ক
author img

By

Published : Dec 7, 2020, 2:01 PM IST

Updated : Dec 7, 2020, 2:18 PM IST

কলকাতা, 7 ডিসেম্বর : আজ মেদিনীপুরের কলেজ মাঠে জনসভা করবেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ আর তার আগে, প্রকাশ্য়ে মেদিনীপুরে মমতা বনাম শুভেন্দু ‘পোস্টার দ্বৈরথ’ ৷ মুখ্য়মন্ত্রীর সভার প্রচারে লাগানো পোস্টারের সামনেই এবার দেখা গেল শুভেন্দু অধিকারীর পোস্টার ৷ সেখানে লেখা ‘আমরা দাদার অনুগামী’ ৷ আর এই পোস্টারকে ঘিরেই প্রকাশ্য়ে শুরু হল তৃণমূল-শুভেন্দু দ্বন্দ্ব ৷ অন্য়দিকে, নবান্নের সামনে পোস্টার পড়ল রাজীব বন্দ্য়োপাধ্য়ায়ের সমর্থনে ৷ খোদ নবান্নের সামনে রাজীব অনুগামীদের লাগানো এই পোস্টারে আবারও প্রকাশ্য়ে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব ৷ যে পোস্টারের কোথাও লেখা, ‘আমরা দাদার সেবক’, ‘আমরা রাজীবপন্থী’, ‘আমাদের অণুপ্রেরণা দাদা’ এমন একাধিক পোস্টার হাওড়াজুড়ে ছেয়ে গেছে ৷

গত সপ্তাহেই অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, সৌগত রায় এবং প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠেক তৃণমূলের সঙ্গে শুভেন্দুর ভুল বোঝাবুঝি দূর করার চেষ্টা হয়েছিল ৷ কিন্তু, সেই চেষ্টা সফল হয়নি ৷ যারপর এবার মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পোস্টারের সামনে শুভেন্দুর পোস্টারকে ঘিরে শুরু হল চাপানউতোর ৷ মেদিনীপুরে কলেজ মাঠে আজ সভা করবেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্য়ের মুখ্য়মন্ত্রী ৷ সেই সভার প্রচারে মোদিনীপুর জুড়ে পোস্টার লাগিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ আজ সকাল হতেই দেখা গেল, মমতার সেই পোস্টারের সামনেই ‘আমরা দাদার অনুগামী’ লেখা শুভেন্দুর সমর্থনে পোস্টার লাগানো রয়েছে ৷ ফলে এতদিন যে লড়াইটা আড়ালে আবডালে চলছিল, এবার তা সরাসরি শুরু হয়ে গেল দু’পক্ষের মধ্য়ে ৷

আরও পড়ুন : বাংলার মানুষ উন্নয়ন দেখে ভোট দেবেন : ফিরহাদ

অন্য়দিকে, গত শনিবার থেকে রাজ্য়ের আরেক মন্ত্রী রাজীব বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে তৃণমূলের মনোমালিন্য় প্রকাশ্য়ে আসতে শুরু করেছিল ৷ যা এবার প্রকাশ্য় দ্বন্দ্বের চেহারা নিল ৷ কোদ রাজ্য়ের প্রশাসনিক ভবন নবান্নের সামনে তৃণমূলের প্রতীক ছাড়াই রাজীবের সমর্থনে পোস্টার লাগালো তাঁর অনুগামীরা ৷ যে পোস্টারের কোথাও লেখা, ‘আমরা দাদার সেবক’, ‘আমরা রাজীবপন্থী’, ‘আমাদের অণুপ্রেরণা দাদা’ এমন একাধিক পোস্টার হাওড়া জুড়ে ছেয়ে গেছে ৷ যার কয়েকটি পোস্টার পড়েছে নবান্নের সামনে কোণা এক্সপ্রেসওয়ের উপর ৷ তবে শুধু নবান্ন নয়, রাজীবের সমর্থনে পোস্টার দেখা গেল ডোমজুড়েও ৷ প্রসঙ্গত, গত শনিবার টালিগঞ্জে একটি কর্মী সভায় দলের মধ্য়ে ভেদাভেদ নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন রাজ্য়ের বনমন্ত্রী ৷ আর তারপরেই গতকাল কলকাতা জুড়ে রাজীবের সমর্থনে তৃণমূলের প্রতীক ছাড়াই পোস্টার ছেয়ে যায় ৷ আর এবার খোদ নবান্নের সামনে রাজীব অনুগামীদের লাগানো এই পোস্টারে আবারও প্রকাশ্য়ে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব ৷

এবার পোস্টার বিতর্ক

আরও পড়ুন : দিল্লি গেলেন দিব্যেন্দু অধিকারী

সব মিলিয়ে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব যে এবার প্রকাশ্য়ে আসতে শুরু করেছে, তা বলাই বাহুল্য় ৷ কারণ, এতদিন শুভেন্দুকে নিয়ে দলের মধ্য়ে টানাপোড়েন চলছিল ৷ এবার সেই তালিকায় যোগ হল রাজীব বন্দ্য়োপাধ্য়ায়ের নাম ৷ ফলে বিধানসভা ভোটের আগে ঘরে বাইরে দু’দিক থেকেই চাপে রাজ্য়ের শাসকদল দল ৷

কলকাতা, 7 ডিসেম্বর : আজ মেদিনীপুরের কলেজ মাঠে জনসভা করবেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ আর তার আগে, প্রকাশ্য়ে মেদিনীপুরে মমতা বনাম শুভেন্দু ‘পোস্টার দ্বৈরথ’ ৷ মুখ্য়মন্ত্রীর সভার প্রচারে লাগানো পোস্টারের সামনেই এবার দেখা গেল শুভেন্দু অধিকারীর পোস্টার ৷ সেখানে লেখা ‘আমরা দাদার অনুগামী’ ৷ আর এই পোস্টারকে ঘিরেই প্রকাশ্য়ে শুরু হল তৃণমূল-শুভেন্দু দ্বন্দ্ব ৷ অন্য়দিকে, নবান্নের সামনে পোস্টার পড়ল রাজীব বন্দ্য়োপাধ্য়ায়ের সমর্থনে ৷ খোদ নবান্নের সামনে রাজীব অনুগামীদের লাগানো এই পোস্টারে আবারও প্রকাশ্য়ে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব ৷ যে পোস্টারের কোথাও লেখা, ‘আমরা দাদার সেবক’, ‘আমরা রাজীবপন্থী’, ‘আমাদের অণুপ্রেরণা দাদা’ এমন একাধিক পোস্টার হাওড়াজুড়ে ছেয়ে গেছে ৷

গত সপ্তাহেই অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, সৌগত রায় এবং প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠেক তৃণমূলের সঙ্গে শুভেন্দুর ভুল বোঝাবুঝি দূর করার চেষ্টা হয়েছিল ৷ কিন্তু, সেই চেষ্টা সফল হয়নি ৷ যারপর এবার মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পোস্টারের সামনে শুভেন্দুর পোস্টারকে ঘিরে শুরু হল চাপানউতোর ৷ মেদিনীপুরে কলেজ মাঠে আজ সভা করবেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্য়ের মুখ্য়মন্ত্রী ৷ সেই সভার প্রচারে মোদিনীপুর জুড়ে পোস্টার লাগিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ আজ সকাল হতেই দেখা গেল, মমতার সেই পোস্টারের সামনেই ‘আমরা দাদার অনুগামী’ লেখা শুভেন্দুর সমর্থনে পোস্টার লাগানো রয়েছে ৷ ফলে এতদিন যে লড়াইটা আড়ালে আবডালে চলছিল, এবার তা সরাসরি শুরু হয়ে গেল দু’পক্ষের মধ্য়ে ৷

আরও পড়ুন : বাংলার মানুষ উন্নয়ন দেখে ভোট দেবেন : ফিরহাদ

অন্য়দিকে, গত শনিবার থেকে রাজ্য়ের আরেক মন্ত্রী রাজীব বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে তৃণমূলের মনোমালিন্য় প্রকাশ্য়ে আসতে শুরু করেছিল ৷ যা এবার প্রকাশ্য় দ্বন্দ্বের চেহারা নিল ৷ কোদ রাজ্য়ের প্রশাসনিক ভবন নবান্নের সামনে তৃণমূলের প্রতীক ছাড়াই রাজীবের সমর্থনে পোস্টার লাগালো তাঁর অনুগামীরা ৷ যে পোস্টারের কোথাও লেখা, ‘আমরা দাদার সেবক’, ‘আমরা রাজীবপন্থী’, ‘আমাদের অণুপ্রেরণা দাদা’ এমন একাধিক পোস্টার হাওড়া জুড়ে ছেয়ে গেছে ৷ যার কয়েকটি পোস্টার পড়েছে নবান্নের সামনে কোণা এক্সপ্রেসওয়ের উপর ৷ তবে শুধু নবান্ন নয়, রাজীবের সমর্থনে পোস্টার দেখা গেল ডোমজুড়েও ৷ প্রসঙ্গত, গত শনিবার টালিগঞ্জে একটি কর্মী সভায় দলের মধ্য়ে ভেদাভেদ নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন রাজ্য়ের বনমন্ত্রী ৷ আর তারপরেই গতকাল কলকাতা জুড়ে রাজীবের সমর্থনে তৃণমূলের প্রতীক ছাড়াই পোস্টার ছেয়ে যায় ৷ আর এবার খোদ নবান্নের সামনে রাজীব অনুগামীদের লাগানো এই পোস্টারে আবারও প্রকাশ্য়ে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব ৷

এবার পোস্টার বিতর্ক

আরও পড়ুন : দিল্লি গেলেন দিব্যেন্দু অধিকারী

সব মিলিয়ে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব যে এবার প্রকাশ্য়ে আসতে শুরু করেছে, তা বলাই বাহুল্য় ৷ কারণ, এতদিন শুভেন্দুকে নিয়ে দলের মধ্য়ে টানাপোড়েন চলছিল ৷ এবার সেই তালিকায় যোগ হল রাজীব বন্দ্য়োপাধ্য়ায়ের নাম ৷ ফলে বিধানসভা ভোটের আগে ঘরে বাইরে দু’দিক থেকেই চাপে রাজ্য়ের শাসকদল দল ৷

Last Updated : Dec 7, 2020, 2:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.