হাওড়া, 26 জুন : সামাজিক অনুষ্ঠানের জন্য এবার থেকে ভাড়া দেওয়া হবে রেল মিউজিয়াম ৷ আয় বাড়াতে এমনই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল বোর্ড । রেলের এই সিদ্ধান্তে শুরু হয়েছে বিতর্ক । হাওড়ার রেল মিউজিয়ামে রেলের ঐতিহ্যবাহী বহু জিনিস সংরক্ষণ করে রাখা হয়েছে । সেই মিউজিয়াম এখন সামাজিক অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া নিয়ে উঠছে প্রশ্ন ।
করোনা পরিস্থিতিতে ইদানীং যাত্রী ভাড়া এবং মাল বহন থেকে রেলের আয় কমেছে । তাই রেল বোর্ডের নির্দেশ অনুযায়ী আয়ের বিকল্প রাস্তা খুঁজতে নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন ডিভিশনকে । রেলের সম্পদ ব্যবহার করে পূর্ব রেলের হাওড়া ডিভিশন এবার রেল মিউজিয়ামকে বাণিজ্যিক কাজে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ।
পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম সুমিত নারুলা জানিয়েছেন, রেলের আয় বাড়ানোর জন্য জন্মদিন-সহ কিছু সামাজিক অনুষ্ঠানের জন্য রেল মিউজিয়ামকে এবার ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তিনি বলেন, 'এ-ব্যাপারে কিছুদিন আগে দরপত্র ডাকা হয় । সেই দরপত্রে বেশ কয়েকটি বাণিজ্যিক সংস্থা সাড়াও দেয় । মিউজিয়ামের মধ্যে যে ফাঁকা জায়গা রয়েছে তাতে অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়েছে ।'
আরও পড়ুন : Kolkata Metro : সোমবার থেকে বাড়ছে মেট্রো রেলের মেন্টেন্য়ান্স স্পেশালের সংখ্যা