সাঁকরাইল, 30 অক্টোবর : BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে সাঁকরাইল থানায় FIR দায়ের করলেন দক্ষিণ হাওড়ার তৃণমূল নেতা মাসুদ আলম খান ।
ঘটনার সূত্রপাত 17 সেপ্টেম্বর । ওই দিন লিচুবাগান এলাকায় স্থানীয় BJP নেতা-কর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে একটি বিশেষ মিছিলে পা মিলিয়েছিলেন । অভিযোগ, ওই মিছিল থেকে মাসুদ আলম খানকে গালিগালাজ করা হয় ৷ এর প্রেক্ষিতে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তিনি । পুলিশ এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করে । পরে এই ঘটনার কথা BJP-র রাজ্য সভাপতির কানে যায় । এরপর দিন কয়েক আগে তিনি প্রকাশ্য জনসভায় মাসুদ আলম খানকে হুমকি দেন বলে অভিযোগ । তাঁর ওই বক্তব্য সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ।
তৃণমূল নেতার অভিযোগ, দিলীপবাবু তাঁকে ব্যক্তিগত আক্রমণ করেছেন ৷ সেই কারণেই তিনি দিলীপবাবুর বিরুদ্ধে FIR করেছেন । পুলিশ যদি ব্যবস্থা না নেয় তবে তিনি কলকাতা হাইকোর্টে মানহানির মামলা করবেন ।
এ বিষয়ে BJP রাজ্য কমিটির সদস্য উমেশ রাই বলেন, "ওই তৃণমূল নেতা নিজের দলের মধ্যেই কোণঠাসা হয়ে গেছেন । তাই নিজের অস্তিত্ব রক্ষার জন্য BJP রাজ্য সভাপতির বিরুদ্ধে FIR করেছেন । সবাই জানে তিনি কীভাবে এলাকার মানুষকে ভয় দেখিয়ে রেখেছেন ।"