ETV Bharat / city

Train Cancellation By Eastern Railway : বেশ কিছু ট্রেন বাতিল ও যাত্রাপথ পরিবর্তন করল পূর্ব রেল - Eastern Railway announces train cancellation

স্টেশন এবং লেভেল ক্রসিংয়ে ভূগর্ভস্থ পথ নির্মাণ কাজের জন্য 37টি এক্সপ্রেস, প্যাসেঞ্জার এবং লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল পূর্বরেল কর্তৃপক্ষ (Train Cancellation By Eastern Railway) ৷

Train Cancellation News
বেশকিছু ট্রেন বাতিল ও যাত্রাপথ পরিবর্তন করল পূর্বরেল
author img

By

Published : Feb 19, 2022, 12:48 PM IST

হাওড়া, 19 ফেব্রুয়ারি : দিনহাটা ও কাটোয়া স্টেশনের মধ্যে লেভেল ক্রসিংয়ে ভূগর্ভস্থ পথ নির্মাণ কাজের জন্য বেশ কিছু ট্রেন বাতিল করল পূর্ব রেল ৷ পাশাপাশি বেশ কিছু ট্রেনের যাত্রাপথের বদলও করা হয়েছে ৷ এনিয়ে রেলের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ৷ তাতেই জানা যাচ্ছে, শনি ও রবিবার মোট 40টি ট্রেন বাতিল করা হয়েছে (Train Cancellation By Eastern Railway) ৷

পাটুলি ও কাটোয়া স্টেশনের ডাউন লাইনে সকাল 6টা থেকে সন্ধে 7:40 মিনিট পর্যন্ত এবং ব্যান্ডেল-কাটোয়া ডবল লাইন হাওড়া সাব ডিভিশনে সমস্ত সিগন্যাল ও বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিল পূর্ব রেল । এই কাজের জন্য পাটুলি ও কাটোয়া স্টেশনের মধ্যেও সকাল 6টা থেকে সন্ধে 7টা অবধি আপ ও ডাউন লাইনে সমস্ত সিগন্যাল ও বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করল পূর্ব রেল । এছাড়াও সালার ও টেনিয়া স্টেশনের মধ্যে রক্ষণাবেক্ষণের কাজের জন্য ডাউন লাইনও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ । এই কাজের জন্য আজ 3টি ট্রেন ও 20 তারিখ অর্থাৎ আগামিকাল আরও 37টি ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । পাশাপাশি 8টি ট্রেনকে সাময়িক বরখাস্ত ও তাদের যাত্রাপথের পরিবর্তন করার সিদ্ধান্ত নিল পূর্ব রেল । তার মধ্যে একটি ট্রেন ঘুরপথে চালানোর কথা জানিয়েছে পূর্বরেল কর্তৃপক্ষ । 14টি স্পেশাল এক্সপ্রেস ট্রেনকে বাতিল ঘোষণা করা হয়েছে, যার মধ্যে রয়েছে 19 তারিখের 37923 ও 37925 হাওড়া ও আজিমগড় এক্সপ্রেস ৷

কয়েকটি ট্রেনের যাত্রাপথের পরিবর্তন করা হয়েছে ৷ তার মধ্যে রয়েছে 19 তারিখের 15643 ব্যান্ডেল ভায়া বর্ধমান-রামপুরহাট-গুমানি ৷ এই ট্রেনটি বর্ধমান ও রামপুরহাট দাঁড়াবে। এছাড়া 20 তারিখে সাময়িক স্থগিত ও যাত্রাপথের পরিবর্তন করা কিছু ট্রেন ৷ যেসব লোকাল ট্রেনের যাত্রাপথ পরিবর্তন বা সময় বদল অথবা সাময়িক ভাবে স্থগিত রাখা হয়েছে সেগুলির নম্বরগুলি হল- 37745, 37911, 37911, 31111, 31112, 37913, 37915, 37917, 37749, এবং 37753 ৷

আরও পড়ুন: এবার হাওড়া থেকে বারাণসী ছুটবে বুলেট ট্রেন, ঘোষণা রেলের

পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে এই পরিস্থিতিতে অতিরিক্ত যাত্রী পরিবহনের জন্য 20 তারিখ থেকে কাটোয়া-হাওড়া স্পেশাল বিকেলে এবং সকালে যথাক্রমে 5টা ও 5:30 মিনিটে ছাড়বে । আজিমগঞ্জ-টেনিয়া স্পেশাল টেনিয়া স্টেশন থেকে ভোর 3:30 মিনিট, 6:00, 7:25, 8:55, 11:55 এবং 1:15 মিনিটে ছাড়বে । এছাড়াও টেনিয়া-আজিমগঞ্জ স্পেশাল ভোর 5:30, 7:45, 9:30, 11:00, 1:50, 3:00টেয় ছাড়বে ।

হাওড়া, 19 ফেব্রুয়ারি : দিনহাটা ও কাটোয়া স্টেশনের মধ্যে লেভেল ক্রসিংয়ে ভূগর্ভস্থ পথ নির্মাণ কাজের জন্য বেশ কিছু ট্রেন বাতিল করল পূর্ব রেল ৷ পাশাপাশি বেশ কিছু ট্রেনের যাত্রাপথের বদলও করা হয়েছে ৷ এনিয়ে রেলের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ৷ তাতেই জানা যাচ্ছে, শনি ও রবিবার মোট 40টি ট্রেন বাতিল করা হয়েছে (Train Cancellation By Eastern Railway) ৷

পাটুলি ও কাটোয়া স্টেশনের ডাউন লাইনে সকাল 6টা থেকে সন্ধে 7:40 মিনিট পর্যন্ত এবং ব্যান্ডেল-কাটোয়া ডবল লাইন হাওড়া সাব ডিভিশনে সমস্ত সিগন্যাল ও বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিল পূর্ব রেল । এই কাজের জন্য পাটুলি ও কাটোয়া স্টেশনের মধ্যেও সকাল 6টা থেকে সন্ধে 7টা অবধি আপ ও ডাউন লাইনে সমস্ত সিগন্যাল ও বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করল পূর্ব রেল । এছাড়াও সালার ও টেনিয়া স্টেশনের মধ্যে রক্ষণাবেক্ষণের কাজের জন্য ডাউন লাইনও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ । এই কাজের জন্য আজ 3টি ট্রেন ও 20 তারিখ অর্থাৎ আগামিকাল আরও 37টি ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । পাশাপাশি 8টি ট্রেনকে সাময়িক বরখাস্ত ও তাদের যাত্রাপথের পরিবর্তন করার সিদ্ধান্ত নিল পূর্ব রেল । তার মধ্যে একটি ট্রেন ঘুরপথে চালানোর কথা জানিয়েছে পূর্বরেল কর্তৃপক্ষ । 14টি স্পেশাল এক্সপ্রেস ট্রেনকে বাতিল ঘোষণা করা হয়েছে, যার মধ্যে রয়েছে 19 তারিখের 37923 ও 37925 হাওড়া ও আজিমগড় এক্সপ্রেস ৷

কয়েকটি ট্রেনের যাত্রাপথের পরিবর্তন করা হয়েছে ৷ তার মধ্যে রয়েছে 19 তারিখের 15643 ব্যান্ডেল ভায়া বর্ধমান-রামপুরহাট-গুমানি ৷ এই ট্রেনটি বর্ধমান ও রামপুরহাট দাঁড়াবে। এছাড়া 20 তারিখে সাময়িক স্থগিত ও যাত্রাপথের পরিবর্তন করা কিছু ট্রেন ৷ যেসব লোকাল ট্রেনের যাত্রাপথ পরিবর্তন বা সময় বদল অথবা সাময়িক ভাবে স্থগিত রাখা হয়েছে সেগুলির নম্বরগুলি হল- 37745, 37911, 37911, 31111, 31112, 37913, 37915, 37917, 37749, এবং 37753 ৷

আরও পড়ুন: এবার হাওড়া থেকে বারাণসী ছুটবে বুলেট ট্রেন, ঘোষণা রেলের

পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে এই পরিস্থিতিতে অতিরিক্ত যাত্রী পরিবহনের জন্য 20 তারিখ থেকে কাটোয়া-হাওড়া স্পেশাল বিকেলে এবং সকালে যথাক্রমে 5টা ও 5:30 মিনিটে ছাড়বে । আজিমগঞ্জ-টেনিয়া স্পেশাল টেনিয়া স্টেশন থেকে ভোর 3:30 মিনিট, 6:00, 7:25, 8:55, 11:55 এবং 1:15 মিনিটে ছাড়বে । এছাড়াও টেনিয়া-আজিমগঞ্জ স্পেশাল ভোর 5:30, 7:45, 9:30, 11:00, 1:50, 3:00টেয় ছাড়বে ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.