ETV Bharat / city

হাওড়া উত্তরে পুলিশের উদ্যোগে শুরু হল কমিউনিটি কিচেন

উত্তর হাওড়ায় চালু হল কমিউনিটি কিচেন ৷ হাওড়া পুলিশ কমিশনারেটের তরফে এই কমিউনিটি কিচেন চালু করা হয়েছে ৷ কার্যত লকডাউনে গরিব মানুষের কাছে দু’বেলা খাবার পৌঁছে দিতে এই কমিউনিটি কিচেন শুরু করা হয়েছে ৷

Community Kitchen start in Howrah North on the initiative of Howrah police Commissionerate
হাওড়া উত্তরে পুলিশের উদ্যোগে শুরু হল কমিউনিটি কিচেন
author img

By

Published : May 20, 2021, 5:36 PM IST

হাওড়া, 20 মে : করোনার সময়ে দুঃস্থ মানুষদের মুখে খাবার তুলে দিতে উত্তর হাওড়ায় চালু হল কমিউনিটি কিচেন । কমিউনিটি কিচেনের মাধ্যমে বহু অভুক্ত মানুষের পাতে দু’বেলা খাবার দেওয়ার ব্যবস্থা করল হাওড়া সিটি পুলিশ । কার্যত লকডাউন পরিস্থিতির জেরে বহু দিন আনা দিন খাওয়া মানুষের রোজগার বন্ধ হয়ে গিয়েছে ৷ তাঁদের জন্যই এই কমিউনিটি কিচেন শুরু করেছে পুলিশ প্রশাসন ৷

হাওড়া উত্তরে পুলিশের উদ্যোগে শুরু হল কমিউনিটি কিচেন

আরও পড়ুন : জুন মালিয়ার উদ্যোগে মেদিনীপুরে কমিউনিটি কিচেন

এই প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের কমিশনার সি সুধাকর জানান, আজকে থেকে এই কমিউনিটি কিচেন উত্তর হাওড়াতে চালু করা হয়েছে । আপাতত 150 জনের মতো গরিব মানুষকে এখান থেকে খাবার দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে । রোজ দুপুর ও রাতের খাবার দেওয়া হবে এই কমিউনিটি কিচেন থেকে । উত্তর হাওড়াতে আপাতত চালু হলেও, পরবর্তী সময়ে হাওড়া সদরের প্রায় সব জায়গায় এই কমিউনিটি কিচেন চালু করার পরিকল্পনা রয়েছে কমিশনারেটের ৷ যতদিন না রাজ্যে কোভিড পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন এই কমিউনিটি কিচেন চালু থাকবে বলে তিনি জানিয়েছেন । পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে হাওড়ার সাধারণ মানুষ । আজ কমিউনিটি কিচেনের উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর হাওড়া কেন্দ্রের বিধায়ক গৌতম চৌধুরী ৷

হাওড়া, 20 মে : করোনার সময়ে দুঃস্থ মানুষদের মুখে খাবার তুলে দিতে উত্তর হাওড়ায় চালু হল কমিউনিটি কিচেন । কমিউনিটি কিচেনের মাধ্যমে বহু অভুক্ত মানুষের পাতে দু’বেলা খাবার দেওয়ার ব্যবস্থা করল হাওড়া সিটি পুলিশ । কার্যত লকডাউন পরিস্থিতির জেরে বহু দিন আনা দিন খাওয়া মানুষের রোজগার বন্ধ হয়ে গিয়েছে ৷ তাঁদের জন্যই এই কমিউনিটি কিচেন শুরু করেছে পুলিশ প্রশাসন ৷

হাওড়া উত্তরে পুলিশের উদ্যোগে শুরু হল কমিউনিটি কিচেন

আরও পড়ুন : জুন মালিয়ার উদ্যোগে মেদিনীপুরে কমিউনিটি কিচেন

এই প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের কমিশনার সি সুধাকর জানান, আজকে থেকে এই কমিউনিটি কিচেন উত্তর হাওড়াতে চালু করা হয়েছে । আপাতত 150 জনের মতো গরিব মানুষকে এখান থেকে খাবার দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে । রোজ দুপুর ও রাতের খাবার দেওয়া হবে এই কমিউনিটি কিচেন থেকে । উত্তর হাওড়াতে আপাতত চালু হলেও, পরবর্তী সময়ে হাওড়া সদরের প্রায় সব জায়গায় এই কমিউনিটি কিচেন চালু করার পরিকল্পনা রয়েছে কমিশনারেটের ৷ যতদিন না রাজ্যে কোভিড পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন এই কমিউনিটি কিচেন চালু থাকবে বলে তিনি জানিয়েছেন । পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে হাওড়ার সাধারণ মানুষ । আজ কমিউনিটি কিচেনের উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর হাওড়া কেন্দ্রের বিধায়ক গৌতম চৌধুরী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.