ETV Bharat / city

Body Recovered in Howrah : হাওড়ায় বন্ধ ঘর থেকে উদ্ধার রাজমিস্ত্রির মৃতদেহ, খুনের আশঙ্কা পুলিশের

হাওড়ায় বেলিলিয়াস এলাকার বন্ধ ঘর থেকে উদ্ধার হয়েছে এক ব্যক্তির মৃতদেহ (Body recovered in Howrah)। মৃত ব্যক্তির নাম বাবলু সিং ৷ তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ৷

Howrah News
হাওড়ায় বন্ধ ঘর থেকে উদ্ধার রাজমিস্ত্রির মৃতদেহ
author img

By

Published : May 22, 2022, 2:00 PM IST

হাওড়া, 22 মে : হাওড়ার বেলিলিয়াস রোডে একটি বন্ধ ঘর থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ (Body recovered in Howrah) । প্রতক্ষ্যদর্শীর বয়ান অনুযায়ী, তাঁর মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে থেঁথলানো অবস্থায় দেহ উদ্ধার করে পুলিশ । মৃত ব্যক্তির নাম বাবলু সিং ৷ তিনি পেশায় রাজমিস্ত্রির কাজ করতেন বলে জানা গিয়েছে ।

এভাবে বন্ধ ঘর থেকে মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় । স্থানীয় বাসিন্দা কাঞ্চন দাস জানান, সকালে তিনি দেখেন ঘরের ভেতরে আলো পাখা চলছে অথচ বাবলু সিং বাইরে বেরোয়নি, কাজেও যায়নি । তিনি দরজা ধাক্কা দিলে, সেটা ভিতর থেকে বন্ধ ছিল । অপর আরেকটি দরজা খুলে দেখেন রক্তাক্ত অবস্থায় বাবলু সিং পড়ে আছে । সঙ্গে সঙ্গে তিনি হাওড়া থানায় খবর দেন । এরপর পুলিশ এসে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় ।

Howrah News
বেলিলিয়াস রোডে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

প্রাথমিক তদন্তে এটা হত্যার ঘটনা বলেই মনে করছে পুলিশ আধিকারিকরা । তবে কে বা কারা রাতের অন্ধকারে এসে তাঁকে খুন করল, তা জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ । মৃত বাবলু সিং-এর বাড়িতেও খবর পাঠানো হয়েছে বলে জানা গিযেছে । পাশাপাশি প্রতিবেশীদের থেকে জানার চেষ্টা করছে পুলিশ এর মধ্যে কেউ তাঁর বাড়িতে এসেছিল কি না । কোথায় বাবলু সিং রাজমিস্ত্রির কাজ করত, তাও জানার চেষ্টা করছে পুলিশ আধিকারিকরা । পুরানো কোনও শত্রুতা বা পারিবারিক শত্রুতা থেকেও এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে অনুমান করছেন পুলিশ ।

আরও পড়ুন : Swami Nisirananda Saraswati : সনাতনীদের মন্দির ভেঙেই সমস্ত মসজিদ তৈরি হয়েছে এদেশে, হাওড়ায় এসে চাঞ্চল্যকর দাবি সন্তের

সম্ভাব্য সমস্ত দিক খতিয়ে দেখা হবে তদন্তে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে । মাথায় যে আঘাতের চিহ্ন রয়েছে, তা কী দিয়ে আঘাত করা হয়েছে, তাও খুঁজে দেখবেন আধিকারিকরা বলেই খবর ।

হাওড়া, 22 মে : হাওড়ার বেলিলিয়াস রোডে একটি বন্ধ ঘর থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ (Body recovered in Howrah) । প্রতক্ষ্যদর্শীর বয়ান অনুযায়ী, তাঁর মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে থেঁথলানো অবস্থায় দেহ উদ্ধার করে পুলিশ । মৃত ব্যক্তির নাম বাবলু সিং ৷ তিনি পেশায় রাজমিস্ত্রির কাজ করতেন বলে জানা গিয়েছে ।

এভাবে বন্ধ ঘর থেকে মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় । স্থানীয় বাসিন্দা কাঞ্চন দাস জানান, সকালে তিনি দেখেন ঘরের ভেতরে আলো পাখা চলছে অথচ বাবলু সিং বাইরে বেরোয়নি, কাজেও যায়নি । তিনি দরজা ধাক্কা দিলে, সেটা ভিতর থেকে বন্ধ ছিল । অপর আরেকটি দরজা খুলে দেখেন রক্তাক্ত অবস্থায় বাবলু সিং পড়ে আছে । সঙ্গে সঙ্গে তিনি হাওড়া থানায় খবর দেন । এরপর পুলিশ এসে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় ।

Howrah News
বেলিলিয়াস রোডে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

প্রাথমিক তদন্তে এটা হত্যার ঘটনা বলেই মনে করছে পুলিশ আধিকারিকরা । তবে কে বা কারা রাতের অন্ধকারে এসে তাঁকে খুন করল, তা জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ । মৃত বাবলু সিং-এর বাড়িতেও খবর পাঠানো হয়েছে বলে জানা গিযেছে । পাশাপাশি প্রতিবেশীদের থেকে জানার চেষ্টা করছে পুলিশ এর মধ্যে কেউ তাঁর বাড়িতে এসেছিল কি না । কোথায় বাবলু সিং রাজমিস্ত্রির কাজ করত, তাও জানার চেষ্টা করছে পুলিশ আধিকারিকরা । পুরানো কোনও শত্রুতা বা পারিবারিক শত্রুতা থেকেও এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে অনুমান করছেন পুলিশ ।

আরও পড়ুন : Swami Nisirananda Saraswati : সনাতনীদের মন্দির ভেঙেই সমস্ত মসজিদ তৈরি হয়েছে এদেশে, হাওড়ায় এসে চাঞ্চল্যকর দাবি সন্তের

সম্ভাব্য সমস্ত দিক খতিয়ে দেখা হবে তদন্তে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে । মাথায় যে আঘাতের চিহ্ন রয়েছে, তা কী দিয়ে আঘাত করা হয়েছে, তাও খুঁজে দেখবেন আধিকারিকরা বলেই খবর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.