ETV Bharat / city

তৃণমূল নামক বস্তুটা রাজনৈতিক বাজার থেকে অবলুপ্তির পথে: ভারতী - হাওড়া

হাওড়ায় CAA ও NRC সমর্থনে মিছিল ও সভা করলেন BJP নেত্রী ভারতী ঘোষ ।

BJP leader bharati ghosh
হাওড়ায় CAA ও NRC সমর্থনে মিছিল
author img

By

Published : Feb 11, 2020, 6:06 AM IST

হাওড়া, 10 ফেব্রুয়ারি: CAA নিয়ে বোঝাতে ইতিমধ্যেই পথে নেমেছে BJP নেতৃত্ব । তারই অংশ হিসেবে গতকাল হাওড়ায় মিছিল করলেন ভারতী ঘোষ । মিছিল শুরু হয় হাওড়ার কামারডাঙা থেকে । চলে পাওয়ার হাউজ় পর্যন্ত । মিছিলে ছিলেন হাওড়া সদরের BJP নেতা সুরজিৎ সাহা সহ অন্যরা ।

মিছিল শেষে পাওয়ার হাউজ়ে একটি সভার আয়োজন করা হয়েছিল । সেখানে ভারতী ঘোষ বলেন, "তৃণমূল নামক বস্তুটা রাজনৈতিক বাজারে অবলুপ্তির পথে । তোলাবাজি ও গুন্ডামি ছাড়া আর কোনও কাজ নেই । সন্ত্রাস এবং ভয় দেখিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে ।"

প্রশাসনের দায়িত্ববোধ নিয়ে তিনি বলেন, "পুলিশের সময় নেই । দলদাসে পরিণত হয়েছে তারা । গ্রামেগঞ্জে, শহরে BJP নেতা-কর্মীকে পেলেই কীভাবে মিথ্যে মামলায় ফাঁসানো যায় তার ফন্দী আঁটছে । হয়রান করছে । সভা-মিছিলের অনুমতি না দিয়ে রাস্তা থেকে টেনে নিয়ে যাওয়াই তার কাজ । মিথ্যে কেসের রেজিস্ট্রেশন করছে ।"

পুলিশের কার্যক্ষমতা নিয়ে ভারতী ঘোষ বলেন, "পুলিশের সময় নেই ধর্ষণ বন্ধ করা কিংবা ধর্ষকদের ধরা । আইনরক্ষার কাজ করার মতো সময় তাদের নেই । পুলিশ কেবলমাত্র রাজনৈতিক একটা বস্তুতে পরিণত হয়েছে ।"

দিল্লিতে ভোটের ফলাফল কী হতে চলেছে ? তার উত্তরে তিনি জানিয়ে দেন, "ভারতীয় জনতা পার্টি হার-জিতের জন্য রাজনীতি করে না । কিছু মূল্যবোধের উপর ভারতীয় জনতা পার্টি দাঁড়িয়ে রয়েছে । হার-জিত বড় কথা নয় । ভারতকে পৃথিবীর সেরা দেশ হিসেবে চিহ্নিত করতে যে পদক্ষেপ করার প্রয়োজন তা নরেন্দ্র মোদির সরকার নির্ভয়ে মাথা উঁচু করে করছে । তার জন্য আমরা ফলাফলের পরোয়া করি না ।"

হাওড়া, 10 ফেব্রুয়ারি: CAA নিয়ে বোঝাতে ইতিমধ্যেই পথে নেমেছে BJP নেতৃত্ব । তারই অংশ হিসেবে গতকাল হাওড়ায় মিছিল করলেন ভারতী ঘোষ । মিছিল শুরু হয় হাওড়ার কামারডাঙা থেকে । চলে পাওয়ার হাউজ় পর্যন্ত । মিছিলে ছিলেন হাওড়া সদরের BJP নেতা সুরজিৎ সাহা সহ অন্যরা ।

মিছিল শেষে পাওয়ার হাউজ়ে একটি সভার আয়োজন করা হয়েছিল । সেখানে ভারতী ঘোষ বলেন, "তৃণমূল নামক বস্তুটা রাজনৈতিক বাজারে অবলুপ্তির পথে । তোলাবাজি ও গুন্ডামি ছাড়া আর কোনও কাজ নেই । সন্ত্রাস এবং ভয় দেখিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে ।"

প্রশাসনের দায়িত্ববোধ নিয়ে তিনি বলেন, "পুলিশের সময় নেই । দলদাসে পরিণত হয়েছে তারা । গ্রামেগঞ্জে, শহরে BJP নেতা-কর্মীকে পেলেই কীভাবে মিথ্যে মামলায় ফাঁসানো যায় তার ফন্দী আঁটছে । হয়রান করছে । সভা-মিছিলের অনুমতি না দিয়ে রাস্তা থেকে টেনে নিয়ে যাওয়াই তার কাজ । মিথ্যে কেসের রেজিস্ট্রেশন করছে ।"

পুলিশের কার্যক্ষমতা নিয়ে ভারতী ঘোষ বলেন, "পুলিশের সময় নেই ধর্ষণ বন্ধ করা কিংবা ধর্ষকদের ধরা । আইনরক্ষার কাজ করার মতো সময় তাদের নেই । পুলিশ কেবলমাত্র রাজনৈতিক একটা বস্তুতে পরিণত হয়েছে ।"

দিল্লিতে ভোটের ফলাফল কী হতে চলেছে ? তার উত্তরে তিনি জানিয়ে দেন, "ভারতীয় জনতা পার্টি হার-জিতের জন্য রাজনীতি করে না । কিছু মূল্যবোধের উপর ভারতীয় জনতা পার্টি দাঁড়িয়ে রয়েছে । হার-জিত বড় কথা নয় । ভারতকে পৃথিবীর সেরা দেশ হিসেবে চিহ্নিত করতে যে পদক্ষেপ করার প্রয়োজন তা নরেন্দ্র মোদির সরকার নির্ভয়ে মাথা উঁচু করে করছে । তার জন্য আমরা ফলাফলের পরোয়া করি না ।"

Intro:

তৃণমূলের তোলা বাজি গুন্ডামি ছাড়া আর কোনো কাজ নেই।এই তৃণমূল নামক দলটা এখন রাজনৈতিক বাজার থেকে উঠে যাওয়ার পথে। তাই যা পারছে করছে। আর পুলিশ দলদাসে পরিনত হয়েছে --সোমবার এমনই মন্তব্য করলেন বি জে পি নেত্রী ভারতী ঘোষ ।এদিন এন আর সি ও সি এ এর সমর্থনে হাওড়ার কামারডাঙা থেকে মিছিল করে পাওয়ার হাউসের কাছে সভা করেন তিনি ।সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন ,"হাওড়ার মেয়র আগে তৃণমূল থেকে পদত্যাগ করুক তারপর ভাবা যাবে ।উল্লেখ্য কয়েকদিন আগেই হাওড়ায় এসে বি জে পি তে হাওড়ার মেয়র রথীন চক্রবর্তীকে স্বাগত জানিয়েছিলেন বি জে পি নেতা জয় ব্যানার্জি ।যার ফলে মেয়র - বি জে পি সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছে। এর পাশাপাশি বিজেপি নেত্রীর অভিযোগ, বিজেপি নেতাদের ফাঁসাতে পুলিশ ব্যস্ত। তাই ধর্ষণ আটকাতে পারছে না।Body:বConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.