ETV Bharat / city

Belur Math Reopens: সারদা মায়ের জন্মতিথি উপলক্ষে ভক্তদের জন্য খুলল বেলুড় মঠ

সারদাদেবীর জন্মতিথি উপলক্ষে ভক্তদের জন্য খোলা হল বেলুড় মঠ (Belur Math Reopens)। ভক্তরা সকাল 8 টা থেকে 11টা পর্যন্ত এবং বিকাল সাড়ে তিনটে থেকে 5.00টা পর্যন্ত মঠে প্রবেশ করতে পারবেন ৷

Belur Math Reopens
সারদা মায়ের জন্মতিথি উপলক্ষ্যে ভক্তদের জন্য খুলল বেলুড় মঠ
author img

By

Published : Dec 26, 2021, 9:33 AM IST

Updated : Dec 26, 2021, 12:51 PM IST

বেলুড়, 26 ডিসেম্বর : আজ সারদাদেবীর জন্মতিথি উপলক্ষে ভক্তদের জন্য পুনরায় খোলা হল বেলুড় মঠ (Belur Math Reopens)। কয়েকদিন আগেই আজকে ভক্ত ও দর্শনার্থীদের জন্য খোলা রাখার কথা জানায় বেলুড় মঠ কর্তৃপক্ষ। আজ সকাল 8 টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3.30 থেকে থেকে 5.00টা পর্যন্ত বেলুড় মঠ খোলা থাকবে।

সকাল থেকেই বেলুড় মঠের সামনে দর্শনার্থী ও ভক্তদের সেই পরিচিত লাইন দেখা গিয়েছে। কোভিডবিধি মেনে আজকের দিনে ভক্তগণ 4টি মন্দিরে দর্শন ও প্রণাম নিবেদন করতে পারবেন বলেই বেলুড় মঠ কর্তৃপক্ষ তরফে জানানো হয়েছে।

সারদা মায়ের জন্মতিথি উপলক্ষ্যে ভক্তদের জন্য খুলল বেলুড় মঠ

আরও পড়ুন: রীতিমেনেই বেলুড় মঠে বড়দিন পালন

বেলুড় মঠে অবস্থিত শ্রীরামকৃষ্ণ মন্দির, শ্রীশ্রীমা সারদাদেবী মন্দির, স্বামী বিবেকানন্দ মন্দির ও স্বামী ব্রহ্মানন্দ মন্দির দর্শন করতে পারবেন ভক্তরা। এদিন বেলুড় মঠের প্রধান মহারাজ এবং অন্য মহারাজগণকেও নির্দিষ্ট সময়ে ভক্তরা দর্শন ও প্রণাম নিবেদন করতে পারবেন বলেও মঠের তরফে জানানো হয়েছে। তবে করোনাকালে আগত ভক্তদের সুরক্ষার কথা মাথায় রেখে বসিয়ে খিচুড়ি ভোগ বিতরণ বন্ধ থাকছে। তাই তার পরিবর্তে শুকনো প্রসাদ হিসাবে লাড্ডু বিতরণ করা হবে। ভক্তদের মেনে চলতে হবে কোভিড বিধিনিষেধও ৷

প্রসঙ্গত, এর আগে বেলুড় মঠ খোলা থাকলেও দুর্গাপুজোর সময় বন্ধ রাখা হয়েছিল বেলুড় মঠ। কুমারী পুজো ভক্ত ও দর্শনার্থীদের জন্য সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমের মাধ্যমে সরাসরি দেখার ব্যবস্থাও করা হয়। আজ তাই মঠ খোলা রাখার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আগত ভক্ত ও দর্শনার্থীরাও। লেকটাউনের বাসিন্দা অর্পিতা সাহা বলেন, " দীর্ঘ এক বছর পরে আসতে পেরে খুব ভাল লাগছে। মায়ের কাছে প্রার্থনা জানাই সকলকে যেন মা রোগমুক্ত ও সুস্থ রাখেন। আজকের দিনে এখানে এসে মাকে দর্শন করে খুব আনন্দ হচ্ছে।"

আরেক দর্শনার্থী শ্রাবণী চট্টোপাধ্যায় বলেন, " আমি হুগলির মাহেশের বাসিন্দা। দীর্ঘ দু'বছর বাদে আমি বেলুড় মঠে আসলাম। আজকে মাকে দর্শন করে যে আনন্দ পেলাম তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এর আগেও আমি এসেছিলাম কিন্তু মঠ বন্ধ থাকায় ভিতরে ঢুকতে পারিনি। পৃথিবীকে এই মহামারির হাত থেকে রক্ষা করুন মা ।"

বেলুড়, 26 ডিসেম্বর : আজ সারদাদেবীর জন্মতিথি উপলক্ষে ভক্তদের জন্য পুনরায় খোলা হল বেলুড় মঠ (Belur Math Reopens)। কয়েকদিন আগেই আজকে ভক্ত ও দর্শনার্থীদের জন্য খোলা রাখার কথা জানায় বেলুড় মঠ কর্তৃপক্ষ। আজ সকাল 8 টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3.30 থেকে থেকে 5.00টা পর্যন্ত বেলুড় মঠ খোলা থাকবে।

সকাল থেকেই বেলুড় মঠের সামনে দর্শনার্থী ও ভক্তদের সেই পরিচিত লাইন দেখা গিয়েছে। কোভিডবিধি মেনে আজকের দিনে ভক্তগণ 4টি মন্দিরে দর্শন ও প্রণাম নিবেদন করতে পারবেন বলেই বেলুড় মঠ কর্তৃপক্ষ তরফে জানানো হয়েছে।

সারদা মায়ের জন্মতিথি উপলক্ষ্যে ভক্তদের জন্য খুলল বেলুড় মঠ

আরও পড়ুন: রীতিমেনেই বেলুড় মঠে বড়দিন পালন

বেলুড় মঠে অবস্থিত শ্রীরামকৃষ্ণ মন্দির, শ্রীশ্রীমা সারদাদেবী মন্দির, স্বামী বিবেকানন্দ মন্দির ও স্বামী ব্রহ্মানন্দ মন্দির দর্শন করতে পারবেন ভক্তরা। এদিন বেলুড় মঠের প্রধান মহারাজ এবং অন্য মহারাজগণকেও নির্দিষ্ট সময়ে ভক্তরা দর্শন ও প্রণাম নিবেদন করতে পারবেন বলেও মঠের তরফে জানানো হয়েছে। তবে করোনাকালে আগত ভক্তদের সুরক্ষার কথা মাথায় রেখে বসিয়ে খিচুড়ি ভোগ বিতরণ বন্ধ থাকছে। তাই তার পরিবর্তে শুকনো প্রসাদ হিসাবে লাড্ডু বিতরণ করা হবে। ভক্তদের মেনে চলতে হবে কোভিড বিধিনিষেধও ৷

প্রসঙ্গত, এর আগে বেলুড় মঠ খোলা থাকলেও দুর্গাপুজোর সময় বন্ধ রাখা হয়েছিল বেলুড় মঠ। কুমারী পুজো ভক্ত ও দর্শনার্থীদের জন্য সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমের মাধ্যমে সরাসরি দেখার ব্যবস্থাও করা হয়। আজ তাই মঠ খোলা রাখার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আগত ভক্ত ও দর্শনার্থীরাও। লেকটাউনের বাসিন্দা অর্পিতা সাহা বলেন, " দীর্ঘ এক বছর পরে আসতে পেরে খুব ভাল লাগছে। মায়ের কাছে প্রার্থনা জানাই সকলকে যেন মা রোগমুক্ত ও সুস্থ রাখেন। আজকের দিনে এখানে এসে মাকে দর্শন করে খুব আনন্দ হচ্ছে।"

আরেক দর্শনার্থী শ্রাবণী চট্টোপাধ্যায় বলেন, " আমি হুগলির মাহেশের বাসিন্দা। দীর্ঘ দু'বছর বাদে আমি বেলুড় মঠে আসলাম। আজকে মাকে দর্শন করে যে আনন্দ পেলাম তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এর আগেও আমি এসেছিলাম কিন্তু মঠ বন্ধ থাকায় ভিতরে ঢুকতে পারিনি। পৃথিবীকে এই মহামারির হাত থেকে রক্ষা করুন মা ।"

Last Updated : Dec 26, 2021, 12:51 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.