হাওড়া, 17 জুন: প্রতিরক্ষা মন্ত্রকের ‘অগ্নিপথ’ প্রকল্প বাতিলের দাবিতে হাওড়া ব্রিজে অবরোধ (Howrah Bridge Block by Protestors) ৷ আজ হাওড়ার গুলমোহর থেকে মিছিল বের হয় ৷ সেই মিছিল হাওড়া ব্রিজে পৌঁছলে পুলিশ তাঁদের আটকায় ৷ বাধা পেয়ে আন্দোলনকারীরা হাওড়া ব্রিজের উপরেই বসে পড়েন ৷ ভারতীয় সেনার তিন বিভাগে চুক্তিভিত্তিক, স্বল্পমেয়াদি এবং পেনশনের আওতায় না থাকা ‘অগ্নিপথ’ প্রকল্প বাতিলের দাবিতে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা (Agnipath Scheme Protest) ৷ এর জেরে হাওড়া ব্রিজের উপরে সাময়িক যানজট তৈরি হয় ৷ তবে, পুলিশি তৎপরতায় বিক্ষোভকারীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় ৷
আন্দোলনকারীরা এ দিন অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের নতুন নিয়োগের নিয়মে অনেকের দেশসেবার স্বপ্ন ভেঙে যেতে বসেছে ৷ সেনায় 4 বছরের চুক্তিভিত্তিক নিয়োগ কোনও ভাবেই মেনে নেওয়া যায় না ৷ তাঁদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার করোনার সময় গত 3 বছরে কোনও নিয়োগ করেনি ৷ সেই সময়ের মধ্যে যাঁদের নিয়োগ হওয়ার কথা ছিল, তাঁদের বয়সের কারণে বাদ দেওয়া হচ্ছে ৷
কেন্দ্র যে 23 বছর পর্যন্ত বয়সসীমা বাড়িয়েছে, তাও মানতে নারাজ আন্দোলনকারীরা ৷ তাঁদের অভিযোগ, তিন বছর আগে 21 বছরের যে বা যাঁরা সেনায় চাকরির জন্য প্রস্তুতি নিয়েছিলেন, তাঁদের স্বপ্ন কী হবে ? অগ্নিপথে 4 বছরের যে চুক্তির কথা বলা হয়েছে, তা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না বলে জানিয়েছেন সেনায় ভর্তির পরীক্ষা দেওয়া এক প্রার্থী ৷ তাঁর অভিযোগ, যে আবেগ নিয়ে তাঁরা সেনায় যেতে চান ৷ তা কেন্দ্রের নয়া নিয়মে ধ্বংস হয়ে যাবে ৷ কারণ 4 বছর পর তাঁদের সেনার হয়ে দেশসেবার সুযোগ থাকবে, কী থাকবে না, তার কোনও নিশ্চয়তা নেই (Agneepath Scheme Protest)৷