ETV Bharat / city

বলবিন্দর সিংয়ের আটদিনের পুলিশ হেপাজত - 8 days Police custody for Balbinder Singh

আগের নির্দেশ মতো 12 অক্টোবর পর্যন্ত পুলিশ হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছিল । কিন্তু তার আগেই আজ তাঁকে আদালতে পেশ করে 10 দিনের জন্য হেপাজতে নেওয়ার আর্জি জানায় পুলিশ । বিচারক আট দিনের হেপাজত মঞ্জুর করেন ।

বলবিন্দর সিং
বলবিন্দর সিং
author img

By

Published : Oct 11, 2020, 5:08 PM IST

Updated : Oct 11, 2020, 6:43 PM IST

হাওড়া, 11 অক্টোবর : নবান্ন অভিযানে অস্ত্র সহ ধৃত বলবিন্দর সিংকে আটদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিল হাওড়া আদালত । নিদির্ষ্ট দিনের একদিন আগেই আজ আদালতে তোলা হয় বলবিন্দর সিংকে ।

বলবিন্দর সিংয়ের আইনজীবী রবি সাউ বলেন, "আগের নির্দেশ মতো 12 অক্টোবর পর্যন্ত পুলিশ হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছিল । কিন্তু তার আগেই আজ তাঁকে আদালতে পেশ করে 10 দিনের জন্য হেপাজতে নেওয়ার আর্জি জানায় পুলিশ । বিচারক আট দিনের হেপাজত মঞ্জুর করেন । 19 অক্টোবর ফের আদালতে পেশ করা হবে ।"

একদিন আগে আদালতে পেশ করে ফের কেন পুলিশ হেপাজতে নেওয়ার আর্জি জানানো হয়েছে ? প্রশ্নের উত্তরে তিনি বলেন, "পুলিশ জানিয়েছে তদন্তের স্বার্থে ধৃতকে নিয়ে তল্লাশি চালানো হবে । সেই কারণেই নিজেদের হেপাজতে নেওয়ার আর্জি জানিয়েছে তারা ।"

বলবিন্দর সিংকে ফের আটদিনের পুলিশি হেপাজত

আরও পড়ুন : তথ্য বিকৃত করে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা হচ্ছে, পাগড়ি-বিতর্কে টুইট স্বরাষ্ট্র দপ্তরের

তিনি আরও বলেন, "এটাই যদি কারণ হত তবে পুলিশ এই তিনদিনেই তা করতে পারত । পুলিশের আসল উদ্দেশ্য হল, ধৃতদের জোর করে আটকে রাখা । সেই কারণেই আসামিপক্ষের আইনজীবীদের কিছু না জানিয়েই আজ আদালতে পেশ করা হয়েছে । আমরা আবার জামিনের জন্য আবেদন করব ।"

হাওড়া, 11 অক্টোবর : নবান্ন অভিযানে অস্ত্র সহ ধৃত বলবিন্দর সিংকে আটদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিল হাওড়া আদালত । নিদির্ষ্ট দিনের একদিন আগেই আজ আদালতে তোলা হয় বলবিন্দর সিংকে ।

বলবিন্দর সিংয়ের আইনজীবী রবি সাউ বলেন, "আগের নির্দেশ মতো 12 অক্টোবর পর্যন্ত পুলিশ হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছিল । কিন্তু তার আগেই আজ তাঁকে আদালতে পেশ করে 10 দিনের জন্য হেপাজতে নেওয়ার আর্জি জানায় পুলিশ । বিচারক আট দিনের হেপাজত মঞ্জুর করেন । 19 অক্টোবর ফের আদালতে পেশ করা হবে ।"

একদিন আগে আদালতে পেশ করে ফের কেন পুলিশ হেপাজতে নেওয়ার আর্জি জানানো হয়েছে ? প্রশ্নের উত্তরে তিনি বলেন, "পুলিশ জানিয়েছে তদন্তের স্বার্থে ধৃতকে নিয়ে তল্লাশি চালানো হবে । সেই কারণেই নিজেদের হেপাজতে নেওয়ার আর্জি জানিয়েছে তারা ।"

বলবিন্দর সিংকে ফের আটদিনের পুলিশি হেপাজত

আরও পড়ুন : তথ্য বিকৃত করে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা হচ্ছে, পাগড়ি-বিতর্কে টুইট স্বরাষ্ট্র দপ্তরের

তিনি আরও বলেন, "এটাই যদি কারণ হত তবে পুলিশ এই তিনদিনেই তা করতে পারত । পুলিশের আসল উদ্দেশ্য হল, ধৃতদের জোর করে আটকে রাখা । সেই কারণেই আসামিপক্ষের আইনজীবীদের কিছু না জানিয়েই আজ আদালতে পেশ করা হয়েছে । আমরা আবার জামিনের জন্য আবেদন করব ।"

Last Updated : Oct 11, 2020, 6:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.