ETV Bharat / city

Howrah : এবার হাওড়া সামলাবেন দুই এডিজি-সহ 10 আইপিএস - Howrah

হাওড়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি কড়া হাতে নিয়ন্ত্রণ করতে দুই এডিজি-সহ 10 আইপিএসকে দায়িত্ব দেওয়া হল (2 ADGs and 10 IPS officers to tackle communal unrest in Howrah) ৷ ওই দশজনের মধ্যে চারজন ডিআইজি পদমর্যাদার আধিকারিকও থাকবেন ৷

2-adgs-and-10-ips-officers-to-tackle-communal-unrest-in-howrah
Howrah : এবার হাওড়া সামলাবেন দুই এডিজি-সহ 10 আইপিএস
author img

By

Published : Jun 11, 2022, 5:13 PM IST

Updated : Jun 11, 2022, 5:34 PM IST

কলকাতা, 11 জুন : হাওড়ায় আইনশৃঙ্খলার অবনতির জন্য এবার কড়া পদক্ষেপ করল রাজ্য পুলিশ । পুলিশ সূত্রের খবর, এবার হাওড়ার গ্রামীণ এলাকার বিভিন্ন জায়গা এবং হাওড়ার কমিশনারেট এলাকায় কোনও রকমের আইনশৃঙ্খলার অবনতি যাতে না হয়, সেই জন্য এবার হাওড়ার বিস্তীর্ণ এলাকায় আইন-শৃঙ্খলার দায়িত্বে থাকবেন দু’জন এডিজি পদমর্যাদার পুলিশ আধিকারিক । জানা গিয়েছে, এই দুই আইপিএসের নেতৃত্বে আপাতত কাজ করবেন 10 জন অতিরিক্ত আইপিএস আধিকারিক (2 ADGs and 10 IPS officers to tackle communal unrest in Howrah) । এই দশ জনের মধ্যে চারজন ডিআইজি পদমর্যাদার অধিকারিকও রয়েছেন ।

ইতিমধ্যেই হাওড়ায় গ্রামীণ এলাকার পাঁচলা, ধূলাগড়, রানিহাটি, কোনা, এক্সপ্রেসওয়ে-সহ একাধিক জায়গায় রীতিমতো উত্তেজনা ছড়ায় । অভিযোগ, গতকাল ডোমজুড় থানায় ঢুকে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা । ভেঙে দেওয়া হয় পুলিশের গাড়ি । পাশাপাশি রানিহাটি, কোনা এক্সপ্রেসওয়ে-সহ একাধিক জায়গায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয় । তাছাড়া বিজেপির তরফ থেকে দাবি করা হয়, তাদের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয় । পাশাপাশি সলপ মোড়ের কাছে একাধিক অস্থায়ী দোকান রীতিমতো ভাঙচুর চালানো হয় ।

এর পরই তড়িঘড়ি গতকাল ভবানী ভবনে রাজ্য পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিকদের একটি বৈঠক হয় । সেখানেই ঠিক হয় যে হাওড়ার গ্রামীণ এলাকা এবং হাওড়া কমিশনারেটের বিভিন্ন জায়গায় ইন্টারনেট পরিষেবা আগামী সোমবার সকাল 6টা পর্যন্ত বন্ধ থাকবে ।

পাশাপাশি স্থির হয় যে এবার হাওড়ার গ্রামীণ এলাকা এবং হাওড়া কমিশনারেটের একাধিক এলাকায় যাতে আইন-শৃঙ্খলার অবনতি না হয়, তার জন্য দু’জন এডিজি পদমর্যাদার পুলিশ আধিকারিক এবার হাওড়ার আইন-শৃঙ্খলার দায়িত্ব সামলাবেন, পাশাপাশি এই দুই উচ্চপদস্থ আধিকারিককে সাহায্য করবেন 10 জন আইপিএস আধিকারিক ।

আরও পড়ুন : Howrah Protest : হজরত মহম্মদের অপমানের প্রতিবাদে সাম্প্রদায়িক অস্থিরতায় বিপর্যস্ত হাওড়ার জনজীবন

কলকাতা, 11 জুন : হাওড়ায় আইনশৃঙ্খলার অবনতির জন্য এবার কড়া পদক্ষেপ করল রাজ্য পুলিশ । পুলিশ সূত্রের খবর, এবার হাওড়ার গ্রামীণ এলাকার বিভিন্ন জায়গা এবং হাওড়ার কমিশনারেট এলাকায় কোনও রকমের আইনশৃঙ্খলার অবনতি যাতে না হয়, সেই জন্য এবার হাওড়ার বিস্তীর্ণ এলাকায় আইন-শৃঙ্খলার দায়িত্বে থাকবেন দু’জন এডিজি পদমর্যাদার পুলিশ আধিকারিক । জানা গিয়েছে, এই দুই আইপিএসের নেতৃত্বে আপাতত কাজ করবেন 10 জন অতিরিক্ত আইপিএস আধিকারিক (2 ADGs and 10 IPS officers to tackle communal unrest in Howrah) । এই দশ জনের মধ্যে চারজন ডিআইজি পদমর্যাদার অধিকারিকও রয়েছেন ।

ইতিমধ্যেই হাওড়ায় গ্রামীণ এলাকার পাঁচলা, ধূলাগড়, রানিহাটি, কোনা, এক্সপ্রেসওয়ে-সহ একাধিক জায়গায় রীতিমতো উত্তেজনা ছড়ায় । অভিযোগ, গতকাল ডোমজুড় থানায় ঢুকে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা । ভেঙে দেওয়া হয় পুলিশের গাড়ি । পাশাপাশি রানিহাটি, কোনা এক্সপ্রেসওয়ে-সহ একাধিক জায়গায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয় । তাছাড়া বিজেপির তরফ থেকে দাবি করা হয়, তাদের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয় । পাশাপাশি সলপ মোড়ের কাছে একাধিক অস্থায়ী দোকান রীতিমতো ভাঙচুর চালানো হয় ।

এর পরই তড়িঘড়ি গতকাল ভবানী ভবনে রাজ্য পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিকদের একটি বৈঠক হয় । সেখানেই ঠিক হয় যে হাওড়ার গ্রামীণ এলাকা এবং হাওড়া কমিশনারেটের বিভিন্ন জায়গায় ইন্টারনেট পরিষেবা আগামী সোমবার সকাল 6টা পর্যন্ত বন্ধ থাকবে ।

পাশাপাশি স্থির হয় যে এবার হাওড়ার গ্রামীণ এলাকা এবং হাওড়া কমিশনারেটের একাধিক এলাকায় যাতে আইন-শৃঙ্খলার অবনতি না হয়, তার জন্য দু’জন এডিজি পদমর্যাদার পুলিশ আধিকারিক এবার হাওড়ার আইন-শৃঙ্খলার দায়িত্ব সামলাবেন, পাশাপাশি এই দুই উচ্চপদস্থ আধিকারিককে সাহায্য করবেন 10 জন আইপিএস আধিকারিক ।

আরও পড়ুন : Howrah Protest : হজরত মহম্মদের অপমানের প্রতিবাদে সাম্প্রদায়িক অস্থিরতায় বিপর্যস্ত হাওড়ার জনজীবন

Last Updated : Jun 11, 2022, 5:34 PM IST

For All Latest Updates

TAGGED:

Howrah
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.