ETV Bharat / city

লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক, গ্রেপ্তার 6 - hawrah shootout, 1 person injured, 6 arrested

হাওড়ার লিলুয়া এলাকায় গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গুলিবিদ্ধ গণেশ উপাধ্যায় নামে এক যুবক৷ ঘটনায় 6 জন অভিযুক্তকে গ্রেপতার করেছে লিলুয়া থানার পুলিশ৷

HWH_SHOOTOUT_LILLUAH
লিলুয়া থানা
author img

By

Published : Jan 27, 2020, 1:58 PM IST

লিলুয়া, 27 জানুয়ারি: গোষ্ঠীদ্বন্দ্বের জেরে হাওড়ার লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক ৷ আহত ওই যুবকের নাম ভানু ওরফে গণেশ উপাধ্যায় ৷ আজ লিলুয়ার খালপাড় পাকাপোল অঞ্চলে পিকনিক করছিলেন বেশ কিছু যুবক ৷ পিকনিক চলাকালীন ছোটন দাস নামে এক যুবকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েনগণেশ উপাধ্যায় ৷ বাকিদের মধ্যস্থতায় বচসা মিটে যায়৷

পিকনিক সেরে বাড়ি ফেরার পথে তাঁকে লক্ষ্য করে কেউ বা কারা গুলি করে বলে অভিযোগ ওঠে ৷ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে হাওড়া জেলা হাসপাতাল ও পরে SSKM হাসপাতালে নিয়ে আসা হয় ৷

ঘটনায় লিলুয়া থানার পুলিশ অভিযুক্ত ছোটন দাস, সুদীপ মাইতি, চঞ্চল পাসওয়ান, জয় ঘোষ, ধ্রুব চৌধুরী ও বিজয় সিং-কে গ্রেপ্তার করে৷ ঘটনাস্থান থেকে উদ্ধার হয় একটি কার্তুজের খোল ৷ ধৃতদের কাছ থেকে 1টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ ৷

হাওড়ায় গুলিবিদ্ধ এক যুবক

স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযুক্ত ওই যুবকদের এলাকার একটি দোকানে প্রায়ই আসা যাওয়া করত ৷ দোকানটি সমাজবিরোধীদের আখড়া ৷ এই অভিযোগেই দোকানে ভাঙচুর চালায় স্থানীয় বাসিন্দারা ৷

লিলুয়া, 27 জানুয়ারি: গোষ্ঠীদ্বন্দ্বের জেরে হাওড়ার লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক ৷ আহত ওই যুবকের নাম ভানু ওরফে গণেশ উপাধ্যায় ৷ আজ লিলুয়ার খালপাড় পাকাপোল অঞ্চলে পিকনিক করছিলেন বেশ কিছু যুবক ৷ পিকনিক চলাকালীন ছোটন দাস নামে এক যুবকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েনগণেশ উপাধ্যায় ৷ বাকিদের মধ্যস্থতায় বচসা মিটে যায়৷

পিকনিক সেরে বাড়ি ফেরার পথে তাঁকে লক্ষ্য করে কেউ বা কারা গুলি করে বলে অভিযোগ ওঠে ৷ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে হাওড়া জেলা হাসপাতাল ও পরে SSKM হাসপাতালে নিয়ে আসা হয় ৷

ঘটনায় লিলুয়া থানার পুলিশ অভিযুক্ত ছোটন দাস, সুদীপ মাইতি, চঞ্চল পাসওয়ান, জয় ঘোষ, ধ্রুব চৌধুরী ও বিজয় সিং-কে গ্রেপ্তার করে৷ ঘটনাস্থান থেকে উদ্ধার হয় একটি কার্তুজের খোল ৷ ধৃতদের কাছ থেকে 1টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ ৷

হাওড়ায় গুলিবিদ্ধ এক যুবক

স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযুক্ত ওই যুবকদের এলাকার একটি দোকানে প্রায়ই আসা যাওয়া করত ৷ দোকানটি সমাজবিরোধীদের আখড়া ৷ এই অভিযোগেই দোকানে ভাঙচুর চালায় স্থানীয় বাসিন্দারা ৷

Intro:হাওড়া-গতকাল রাত্রে দীর্ঘদিনের শত্রুতার জেরে গুলি চললো লিলুয়ার বেলাডিং খালপাড় পাকাপোল অঞ্চলে। গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন এক দুষ্কৃতী। আহত দুষ্কৃতির নাম ভানু।অন্যদিকে এই ঘটনায় ৬ জন কে অ্যারেস্ট করেছে লিলুয়া থানার পুলিশ এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। আজ তাদের তোলা হবে হাওড়া কোর্টে।Body:বConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.