ETV Bharat / city

NRC চালু হোক নিঃস্বার্থভাবে, বললেন মমতাবালা - tmc on nrc

BJP বাংলায় NRC চালু করার প্রসঙ্গে তাঁর মত, "ওরা (BJP) বলছে বাংলায় NRC চালু করবে ৷ ইতিমধ্যে অসমে চালু করছে ৷ অন্যান্য রাজ্যেও চালু করতে চাইছে ৷ আমরা বলছি, কালা আইন আগে বাতিল করা হোক ৷ ওপার বাংলা থেকে যারা এদেশে এসেছেন, তাঁদের সবাইকে নাগরিকত্ব দেওয়া হোক ৷ তারপর চালু করা হোক NRC ৷ ''

NRC চালু হোক নিঃস্বার্থভাবে, বললেন মমতাবালা
author img

By

Published : Oct 23, 2019, 4:56 AM IST

Updated : Oct 23, 2019, 9:40 AM IST

বারাসত, 23 অক্টোবর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, NRC চান না ৷ প্রতি মুহূর্তে নাগরিকপঞ্জি বিরোধিতা করছেন তিনি ৷ কিন্তু এই ইশুতে খানিকটা ভিন্ন সুর শোনা গেল তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুরের গলায় ৷ NRC ইশু নিয়ে গতকাল মতুয়া সম্প্রদায়ের এক বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে জেলাশাসকের দপ্তরে আসেন তিনি ৷ সেখানেই ETV ভারতের মুখোমুখি হয়ে তৃণমূলের এই প্রাক্তন সাংসদ বলেন,"আমরা NRC পক্ষে ৷ আমরা চাই NRC চালু হোক নিঃস্বার্থভাবে ৷ সেখানে কোন‌ও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে না ৷''

পাশাপাশি, তিনি কালা আইন বাতিল করা নিয়েও সরব হন ৷ বলেন, '' কোনওরকম নথি নেওয়া চলবে না ৷ নাগরিকত্ব দিতে হবে সবাইকে ৷ তারপর,NRC চালু হলে আমাদের কোনও অসুবিধা নেই ৷'' এরপর‌ই, তাকে প্রশ্ন করা হয়, মুখ্যমন্ত্রী এরাজ্যে কোন‌ও ভাবে NRC করতে দেবেন না বলেছেন ৷ তিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যের সঙ্গে সহমত নন? এ প্রসঙ্গে মমতাবালা বলেন,"সেটা রাজনীতির ব্যাপার ৷ সেটা তাঁর বিষয় ৷ আমরা NRC নিয়ে সাধারণ মানুষের হয়ে কথা বলছি ৷ মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর মতো বলেছেন ৷ আমরা আমাদের মতো করে সাধারণ মানুষের জন্য কথা বলছি৷''

BJP বাংলায় NRC চালু করার প্রসঙ্গে তাঁর মত, "ওরা (BJP) বলছে বাংলায় NRC চালু করবে ৷ ইতিমধ্যে অসমে চালু করছে ৷ অন্যান্য রাজ্যেও চালু করতে চাইছে ৷ আমরা বলছি, কালা আইন আগে বাতিল করা হোক ৷ ওপার বাংলা থেকে যারা এদেশে এসেছেন, তাঁদের সবাইকে নাগরিকত্ব দেওয়া হোক ৷ তারপর চালু করা হোক NRC ৷ তাঁর কথায়,"আমরা NRC চালুর পক্ষে! নিঃস্বার্থভাবে তা চাই ৷ নথি ছাড়া আইন আগে পাশ করানোর দাবি জানান তিনি ৷ বলেন, কোনও নাগরিকত্বের প্রমাণ নেওয়া চলবে না ৷''

এদিকে, যেখানে মুখ্যমন্ত্রী NRC ইশুতে BJP-কে বারবার আক্রমণ করে তা চালু করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিচ্ছেন ৷ তখন NRC পক্ষেই সেই অর্থে স‌ওয়াল করলেন তাঁর দলের‌ প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর ৷ এই বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷ মতুয়া সম্প্রদায়ের বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেওয়ার পর মমতাবালা ঠাকুরের নেতৃত্বে এক প্রতিনিধিদল NRC ইশুতে ডেপুটেশন দেয় জেলাশাসকের দপ্তরে ৷ জেলাশাসক দপ্তর সংলগ্ন এলাকায় মিছিল‌ও করা হয় এই ইশুতে ৷

বারাসত, 23 অক্টোবর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, NRC চান না ৷ প্রতি মুহূর্তে নাগরিকপঞ্জি বিরোধিতা করছেন তিনি ৷ কিন্তু এই ইশুতে খানিকটা ভিন্ন সুর শোনা গেল তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুরের গলায় ৷ NRC ইশু নিয়ে গতকাল মতুয়া সম্প্রদায়ের এক বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে জেলাশাসকের দপ্তরে আসেন তিনি ৷ সেখানেই ETV ভারতের মুখোমুখি হয়ে তৃণমূলের এই প্রাক্তন সাংসদ বলেন,"আমরা NRC পক্ষে ৷ আমরা চাই NRC চালু হোক নিঃস্বার্থভাবে ৷ সেখানে কোন‌ও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে না ৷''

পাশাপাশি, তিনি কালা আইন বাতিল করা নিয়েও সরব হন ৷ বলেন, '' কোনওরকম নথি নেওয়া চলবে না ৷ নাগরিকত্ব দিতে হবে সবাইকে ৷ তারপর,NRC চালু হলে আমাদের কোনও অসুবিধা নেই ৷'' এরপর‌ই, তাকে প্রশ্ন করা হয়, মুখ্যমন্ত্রী এরাজ্যে কোন‌ও ভাবে NRC করতে দেবেন না বলেছেন ৷ তিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যের সঙ্গে সহমত নন? এ প্রসঙ্গে মমতাবালা বলেন,"সেটা রাজনীতির ব্যাপার ৷ সেটা তাঁর বিষয় ৷ আমরা NRC নিয়ে সাধারণ মানুষের হয়ে কথা বলছি ৷ মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর মতো বলেছেন ৷ আমরা আমাদের মতো করে সাধারণ মানুষের জন্য কথা বলছি৷''

BJP বাংলায় NRC চালু করার প্রসঙ্গে তাঁর মত, "ওরা (BJP) বলছে বাংলায় NRC চালু করবে ৷ ইতিমধ্যে অসমে চালু করছে ৷ অন্যান্য রাজ্যেও চালু করতে চাইছে ৷ আমরা বলছি, কালা আইন আগে বাতিল করা হোক ৷ ওপার বাংলা থেকে যারা এদেশে এসেছেন, তাঁদের সবাইকে নাগরিকত্ব দেওয়া হোক ৷ তারপর চালু করা হোক NRC ৷ তাঁর কথায়,"আমরা NRC চালুর পক্ষে! নিঃস্বার্থভাবে তা চাই ৷ নথি ছাড়া আইন আগে পাশ করানোর দাবি জানান তিনি ৷ বলেন, কোনও নাগরিকত্বের প্রমাণ নেওয়া চলবে না ৷''

এদিকে, যেখানে মুখ্যমন্ত্রী NRC ইশুতে BJP-কে বারবার আক্রমণ করে তা চালু করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিচ্ছেন ৷ তখন NRC পক্ষেই সেই অর্থে স‌ওয়াল করলেন তাঁর দলের‌ প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর ৷ এই বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷ মতুয়া সম্প্রদায়ের বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেওয়ার পর মমতাবালা ঠাকুরের নেতৃত্বে এক প্রতিনিধিদল NRC ইশুতে ডেপুটেশন দেয় জেলাশাসকের দপ্তরে ৷ জেলাশাসক দপ্তর সংলগ্ন এলাকায় মিছিল‌ও করা হয় এই ইশুতে ৷

Intro:NRC ইস্যুতে মুখ্যমন্ত্রীর ভিন্ন সুর শোনা গেল তৃনমূলের প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুরের গলায়!NRC ইস্যুতে আজ মতুয়া সম্প্রদায়ের এক বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে জেলাশাসকের দপ্তরে আসেন তিনি!সেখানেই ইটিভি ভারতের মুখোমুখি হয়ে তৃনমূলের এই প্রাক্তন সাংসদ বলেন,"আমরাও NRC পক্ষে! আমরা চাই NRC চালু হোক নিঃস্বার্থভাবে! সেখানে কোন‌ও নাগরিকত্বের প্রমান থাকবে না! পাশাপাশি, তিনি ২০০৩ সালের কালা আইন বাতিল করা নিয়েও সরব হন!Body:রাজু বিশ্বাস,বারাসত:-NRC ইস্যুতে এবার মুখ্যমন্ত্রীর ভিন্ন সুর শোনা গেল তৃনমূলের প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুরের গলায়!NRC ইস্যুতে আজ জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে আসেন তিনি! সেখানে ইটিভি ভারতের মুখোমুখি হয়ে তৃনমূলের প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর বলেন,"আমরা NRC-র পক্ষে! তবে, নিঃস্বার্থভাবে তা চালু করতে হবে! কোনও রকম ডকুমেন্ট নেওয়া চলবে না! নাগরিকত্ব দিতে হবে সবাইকে!তারপর,NRC চালু হলে আমাদের কোনও অসুবিধা নেই!এরপর‌ই, তাকে প্রশ্ন করা হয়, মুখ্যমন্ত্রী তো বলছে এরাজ্যে কোন‌ও ভাবে NRC করতে দেবনা! আপনি বলছেন NRC-র পক্ষে! তাহলে কি আপনি মুখ্যমন্ত্রীর বক্তব্যের সঙ্গে সহমত নন? মুখ্যমন্ত্রী তো NRC-র বিপক্ষে?কি বলবেন?এর উত্তরে তিনি বলেন,"সেটা রাজনীতির ব্যাপার!সেটা তাঁর বিষয়!আমরা NRC নিয়ে সাধারন মানুষের হয়ে কথা বলছি! মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর মতো বলেছেন! আমরা আমাদের মতো করে সাধারন মানুষের জন্য কথা বলছি!বিজেপি তো বলছে এরাজ্যে NRC চালু হবেই!কি বলবেন আপনি এবিষয়ে?এই প্রশ্নের উত্তরে তৃনমূলের প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর বলেন,"ওরা(বিজেপি) বলছে বাংলায় NRC চালু করবে! ইতিমধ্যে অসমে চালু করছে! অন্যান্য রাজ্যেও চালু করতে চাইছে! আমরা বলছি, দেশভাগের সময় ২০০৩ সালে যে কালা আইন চালু করা হয়েছিল,তা আগে বাতিল করা হোক!ওপার বাংলা থেকে যারা এদেশে এসেছে, তাঁদের সবাইকে নাগরিকত্ব দেওয়া হোক! তারপর চালু করা হোক NRC! তাঁর কথায়,"আমরা NRC চালুর পক্ষে! নিঃস্বার্থভাবে তা চাই! ডকুমেন্ট ছাড়া আইন আগে পাস করাতে হবে! কোনও নাগরিকত্বের প্রমান নেওয়া চলবে না!এদিকে, যেখানে মুখ্যমন্ত্রী NRC ইস্যুতে বিজেপিকে বারবার আক্রমন করে NRC চালু করতে দেওয়া হবেনা বলে হুঁশিয়ারি দিচ্ছেন,তখন তাঁর বিপরীত পথে হেঁটে NRC চালুর পক্ষে স‌ওয়াল করছেন তাঁর দলের‌ই প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর!যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে!মতুয়া সম্প্রদায়ের বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেওয়ার পর মমতাবালা ঠাকুরের নেতৃত্বে এক প্রতিনিধিদল NRC ইস্যুতে ডেপুটেশন দেয় জেলাশাসকের দপ্তরে গিয়ে!Conclusion:বিক্ষোভ কর্মসূচির পর মমতাবালা ঠাকুরের নেতৃত্বে এক প্রতিনিধিদল NRC নিয়ে ডেপুটেশন জমা দেন জেলাশাসকের দপ্তরে গিয়ে! তাঁর আগে জেলাশাসক দপ্তর সংলগ্ন এলাকায় মিছিল‌ও করা হয় এই ইস্যুতে!
Last Updated : Oct 23, 2019, 9:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.