বারাসত, 23 অক্টোবর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, NRC চান না ৷ প্রতি মুহূর্তে নাগরিকপঞ্জি বিরোধিতা করছেন তিনি ৷ কিন্তু এই ইশুতে খানিকটা ভিন্ন সুর শোনা গেল তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুরের গলায় ৷ NRC ইশু নিয়ে গতকাল মতুয়া সম্প্রদায়ের এক বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে জেলাশাসকের দপ্তরে আসেন তিনি ৷ সেখানেই ETV ভারতের মুখোমুখি হয়ে তৃণমূলের এই প্রাক্তন সাংসদ বলেন,"আমরা NRC পক্ষে ৷ আমরা চাই NRC চালু হোক নিঃস্বার্থভাবে ৷ সেখানে কোনও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে না ৷''
পাশাপাশি, তিনি কালা আইন বাতিল করা নিয়েও সরব হন ৷ বলেন, '' কোনওরকম নথি নেওয়া চলবে না ৷ নাগরিকত্ব দিতে হবে সবাইকে ৷ তারপর,NRC চালু হলে আমাদের কোনও অসুবিধা নেই ৷'' এরপরই, তাকে প্রশ্ন করা হয়, মুখ্যমন্ত্রী এরাজ্যে কোনও ভাবে NRC করতে দেবেন না বলেছেন ৷ তিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যের সঙ্গে সহমত নন? এ প্রসঙ্গে মমতাবালা বলেন,"সেটা রাজনীতির ব্যাপার ৷ সেটা তাঁর বিষয় ৷ আমরা NRC নিয়ে সাধারণ মানুষের হয়ে কথা বলছি ৷ মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর মতো বলেছেন ৷ আমরা আমাদের মতো করে সাধারণ মানুষের জন্য কথা বলছি৷''
BJP বাংলায় NRC চালু করার প্রসঙ্গে তাঁর মত, "ওরা (BJP) বলছে বাংলায় NRC চালু করবে ৷ ইতিমধ্যে অসমে চালু করছে ৷ অন্যান্য রাজ্যেও চালু করতে চাইছে ৷ আমরা বলছি, কালা আইন আগে বাতিল করা হোক ৷ ওপার বাংলা থেকে যারা এদেশে এসেছেন, তাঁদের সবাইকে নাগরিকত্ব দেওয়া হোক ৷ তারপর চালু করা হোক NRC ৷ তাঁর কথায়,"আমরা NRC চালুর পক্ষে! নিঃস্বার্থভাবে তা চাই ৷ নথি ছাড়া আইন আগে পাশ করানোর দাবি জানান তিনি ৷ বলেন, কোনও নাগরিকত্বের প্রমাণ নেওয়া চলবে না ৷''
এদিকে, যেখানে মুখ্যমন্ত্রী NRC ইশুতে BJP-কে বারবার আক্রমণ করে তা চালু করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিচ্ছেন ৷ তখন NRC পক্ষেই সেই অর্থে সওয়াল করলেন তাঁর দলের প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর ৷ এই বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷ মতুয়া সম্প্রদায়ের বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেওয়ার পর মমতাবালা ঠাকুরের নেতৃত্বে এক প্রতিনিধিদল NRC ইশুতে ডেপুটেশন দেয় জেলাশাসকের দপ্তরে ৷ জেলাশাসক দপ্তর সংলগ্ন এলাকায় মিছিলও করা হয় এই ইশুতে ৷