হাবরা, 20 ফেব্রুয়ারি: "তৃণমূল কংগ্রেসের সাসপেন্ড করা কর্মীদের বিজেপি নিয়ে যাচ্ছে । দলটা হচ্ছে ভিখারির দল । ভিক্ষাবৃত্তি করে ওদের চলতে হয়। " দলীও প্রার্থীদের সমর্থনে রবিবার প্রচারে বেরিয়ে হাবরায় বিজেপিকে এভাবেই আক্রমণ শানালেন রাজ্যের বনমন্ত্রী তথা হাবরার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক (Jyoti Priya Mallick On Bjp) । প্রচারে তাঁর দাবি, হাবরায় বিজেপিকে গো-হারা হারাবে তৃণমূল ।
প্রসঙ্গত, নিজের বিধানসভা এলাকা হাবরায় দলীয় প্রার্থীদের সমর্থনে নেতা কর্মীদের নিয়ে রবিবার সকাল থেকে পৌরনির্বাচনের প্রচার করেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । প্রচারের মাঝে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "তৃণমূল কংগ্রেস থেকে যাদের সাসপেন্ড করা হচ্ছে, তাদের বিজেপি নিয়ে যাচ্ছে ।" বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, "দলটা হচ্ছে ভিখারির দল । ভিক্ষাবৃত্তি করে ওদের চলে ।"
এর পাশাপাশি এদিন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকেও আক্রমণ করেন মন্ত্রী । বলেন, "উনি (সুকান্ত মজুমদার) আবার একটা দিলীপ ঘোষ তৈরি হয়েছেন । ওনাকে হোঁদল কুতকুতের মত দেখতে তো ! ওনাকে বলতে হবে হরলিক্স বেবি । উনি আমাদের তৃণমূল কংগ্রেসের একটি কর্মীর সঙ্গে তুলনা করুক ।" মন্ত্রী আরও বলেন, "হাবরায় বিজেপির যত বড় নেতা আসেনা কেন আসুক । ওদের গো-হারা হারাবো ।"
আরও পড়ুন: Bengal Civic Polls 2022: পৌরভোটের প্রচারে এসে একযোগে তৃণমূল-বিজেপিকে বিঁধলেন বাম নেতা সুজন
পৌরনির্বাচনে তৃণমূলের টিকিট না পেয়ে যারা নির্দলে যারা দাঁড়িয়েছে তাদের হুঁশিয়ারি করে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "আজ দুপুরের মধ্যে যারা যারা প্রার্থিপদ প্রত্যাহার করবে না তাদের আজ বহিষ্কার করা হবে । তাঁরা আর কোন দিনও দলে স্থান পাবে না ।"