ETV Bharat / city

DJ with Procession For Last Rites ডিজে বাজিয়ে দাদুর শেষ যাত্রায় সামিল নাতি নাতনিরা - Grandson Completed The Last Rites by Dj with Procession the Death of There Grand Father

উত্তর 24 পরগনার হাবড়া থানা এলাকার কুমড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাড়ুইপাড়া ৷ এই এলাকাতেই সপরিবার বাস করতেন দেবেন হাজরা ৷ 119 বছর বয়সে প্রয়াত হয়েছেন ৷ তাঁর মৃত্যুতেই ডিজে বাজিয়ে দাদুকে শেষ বিদায় দিলেন নাতি নাতনিরা (Grandson Completed The Last rites by Dj with Procession the Death of There Grand Father) ৷

DJ with Procession For Last Rites
ডিজে বাজিয়ে দাদুর শেষ যাত্রায় সামিল নাতি-নাতনিরা
author img

By

Published : Aug 22, 2022, 11:45 AM IST

Updated : Aug 22, 2022, 1:19 PM IST

হাবড়া,22 অগস্ট: গান বাজনা ভালো বাসতেন দাদু, গ্রামের পর গ্রাম ঘুরে যাত্রা দেখতেন এককালে ৷ ছিলেন খুব আনন্দ প্রিয় মানুষ। ফলে দাদু দেবেন হাজরার শ্মশান যাত্রায় ঢোল করতাল-সহ ডিজের ব্যবস্থা করেছিল নাতিরা। চোখের জলে নয় ডিজের তালে কোমর দুলিয়ে নাতি-নাতনি ও পড়শিরা তাঁর শেষকৃত্য সম্পূর্ণ করলেন । রবিবার এমনি ব্যাতিক্রমী ছবি দেখা গেল উত্তর 24 পরগণার হাবড়া থানার কুমড়া গ্রামপঞ্চায়েতের পাড়ুইপাড়ায় (Grandson Completed The Last Rites by Dj with Procession the Death of There Grand Father)।

ডিজে বাজিয়ে দাদুর শেষ যাত্রায় সামিল নাতি-নাতনিরা

পরিবার সূত্রে জানা গিয়েছে, বাংলার 1310 সনে জন্ম গ্রহণ করেছিলেন দেবেন হাজরা । শনিবার মৃত্যু হয়েছে তাঁর ৷ মৃত্যুকালে কালে তার বয়স হয়েছিল 119 বছর । দেবেনারা ছিলেন তিন ভাই । সকলের বড় তিনি। ছোট দুই ভাইয়ের অনেক দিন আগে মৃত্যু হয়েছে । বৃদ্ধার দুই ছেলে ও তিন মেয়ে ৷ তাঁদের ঘরের নাতি-নাতনি নিয়ে আনন্দে মেতে থাকতেন। পাড়া পড়শি মিলিয়ে দেবেনের প্রায় দেড়শো নাতি-নাতনি । সকলের কাছে খুব প্রিয় দাদু ছিলেন । তাঁদের সঙ্গে হাসি ঠাট্টা করে দিনের বেশি সময়টা কাঁটত দেবেনের। মৃত্যুর এক সপ্তাহ আগে পর্যন্ত নাতি নাতিদের সঙ্গে দু'হাত তুলেন হরিনাম কীর্তন পর্যন্ত করেছেন। সপ্তাহ খানেক ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন তিনি । শনিবার রাতে তাঁর মৃত্যু হয়েছে ।

DJ with Procession For Last Rites
ডিজে বাজিয়ে দাদুকে শেষ বিদায়

আরও পড়ুন: ডিজে বাজিয়ে প্রেমিক-প্রেমিকার বিয়ে দিল পুলিশ
নাতি নাতনিদের সঙ্গে এদিন দেবেনবাবুর শেষ যাত্রায় ডিজে-র তালে নাচ করতে দেখা যায় গ্রামের 8 থেকে 80 সকলেই । গান বাজে "হেলে দুলে যাবো শ্মশান ঘাটে।" আবার কখনও বা ডিজের তালে কোমর দেলাচ্ছেন নাতি-নাতনিরা ৷

হাবড়া,22 অগস্ট: গান বাজনা ভালো বাসতেন দাদু, গ্রামের পর গ্রাম ঘুরে যাত্রা দেখতেন এককালে ৷ ছিলেন খুব আনন্দ প্রিয় মানুষ। ফলে দাদু দেবেন হাজরার শ্মশান যাত্রায় ঢোল করতাল-সহ ডিজের ব্যবস্থা করেছিল নাতিরা। চোখের জলে নয় ডিজের তালে কোমর দুলিয়ে নাতি-নাতনি ও পড়শিরা তাঁর শেষকৃত্য সম্পূর্ণ করলেন । রবিবার এমনি ব্যাতিক্রমী ছবি দেখা গেল উত্তর 24 পরগণার হাবড়া থানার কুমড়া গ্রামপঞ্চায়েতের পাড়ুইপাড়ায় (Grandson Completed The Last Rites by Dj with Procession the Death of There Grand Father)।

ডিজে বাজিয়ে দাদুর শেষ যাত্রায় সামিল নাতি-নাতনিরা

পরিবার সূত্রে জানা গিয়েছে, বাংলার 1310 সনে জন্ম গ্রহণ করেছিলেন দেবেন হাজরা । শনিবার মৃত্যু হয়েছে তাঁর ৷ মৃত্যুকালে কালে তার বয়স হয়েছিল 119 বছর । দেবেনারা ছিলেন তিন ভাই । সকলের বড় তিনি। ছোট দুই ভাইয়ের অনেক দিন আগে মৃত্যু হয়েছে । বৃদ্ধার দুই ছেলে ও তিন মেয়ে ৷ তাঁদের ঘরের নাতি-নাতনি নিয়ে আনন্দে মেতে থাকতেন। পাড়া পড়শি মিলিয়ে দেবেনের প্রায় দেড়শো নাতি-নাতনি । সকলের কাছে খুব প্রিয় দাদু ছিলেন । তাঁদের সঙ্গে হাসি ঠাট্টা করে দিনের বেশি সময়টা কাঁটত দেবেনের। মৃত্যুর এক সপ্তাহ আগে পর্যন্ত নাতি নাতিদের সঙ্গে দু'হাত তুলেন হরিনাম কীর্তন পর্যন্ত করেছেন। সপ্তাহ খানেক ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন তিনি । শনিবার রাতে তাঁর মৃত্যু হয়েছে ।

DJ with Procession For Last Rites
ডিজে বাজিয়ে দাদুকে শেষ বিদায়

আরও পড়ুন: ডিজে বাজিয়ে প্রেমিক-প্রেমিকার বিয়ে দিল পুলিশ
নাতি নাতনিদের সঙ্গে এদিন দেবেনবাবুর শেষ যাত্রায় ডিজে-র তালে নাচ করতে দেখা যায় গ্রামের 8 থেকে 80 সকলেই । গান বাজে "হেলে দুলে যাবো শ্মশান ঘাটে।" আবার কখনও বা ডিজের তালে কোমর দেলাচ্ছেন নাতি-নাতনিরা ৷

Last Updated : Aug 22, 2022, 1:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.