ETV Bharat / city

ED Raids in SSC Scam: বাগদার চন্দনের বাড়িতে তল্লাশি ইডির, প্রবেশ করতেই লাগল 3 ঘণ্টা - ED Raids in SSC Scam

টেট দুর্নীতি মামলায় সেই চন্দনের বাড়িতে হানা দিল ইডি। সূত্রের খবর, শুক্রবার সকাল 9টা নাগাদ বাগদায় চন্দনের বাড়িতে ইডির পাঁচ সসদস্যের একটি প্রতিনিধি দল আসে (ED raids house of Chandan Mondal)। প্রথমে বাড়ির তালা বন্ধ থাকায় বাড়ির মধ্যে প্রবেশ করিতে পারেননি ইডি-র আধিকারিকেরা।

ED Raids in SSC Scam
বাগদার চন্দনের বাড়িতে তল্লাশি ইডির
author img

By

Published : Jul 22, 2022, 2:12 PM IST

বনগাঁ, 22 জুলাই: সিবিআইয়ের পর এবার টেট দুর্নীতি মামলায় চন্দনের বাড়িতে হানা দিল ইডি। সূত্রের খবর, এদিন সকাল 9টা নাগাদ বাগদায় চন্দনের বাড়িতে ইডির পাঁচ সসদস্যের একটি প্রতিনিধি দল আসে। তবে তালা বন্ধ থাকায় প্রথমে বাড়ির মধ্যে প্রবেশ করিতে পারেননি ইডি-র আধিকারিকেরা (ED officials waited outside the house)। প্রায় সাড়ে তিন ঘণ্টা কেটে যাওয়ার পর বাড়ির দুই মহিলা সদস্য এসে তালা খুলে দেন ৷ এরপরই ভেতরে প্রবেশ করেন ইডি আধিকারিকরা ৷

কয়েকদিন ধরে চন্দনের বাড়িতে কেউ থাকছেন না। তাঁরা কোথায় আছেন তাও প্রতিবেশীদের জানা নেই। তদন্ত নেমে কয়েক দিন আগেই চন্দনের বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। কিন্তু সেই তখনও বাড়িতে ছিলেন না চন্দন। ইডি সূত্রে খবর, বেশ কিছুটা সময় অপেক্ষা করার পর এদিন পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয় ৷ এরপরই তাঁরা এসে বাড়ির তালা খুলে দেন ৷

এদিকে বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় চন্দনকে শুক্রবার সশরীরে হাইকোর্টে হাজির হতে বলেন। কিন্তু তাঁর কোনও খোঁজ নেই ৷ প্রসঙ্গত, রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাসের "সৎ রঞ্জন" কাহিনী প্রকাশ্যে আশায় হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু হয়। পরে জানা যায়, কাহিনীর রঞ্জন হলেন বাগদার মামা ভাগ্নের চন্দন মণ্ডল।

আরও পড়ুন: 'চন্দন তুমি কার' ! বাগদায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা

বনগাঁ, 22 জুলাই: সিবিআইয়ের পর এবার টেট দুর্নীতি মামলায় চন্দনের বাড়িতে হানা দিল ইডি। সূত্রের খবর, এদিন সকাল 9টা নাগাদ বাগদায় চন্দনের বাড়িতে ইডির পাঁচ সসদস্যের একটি প্রতিনিধি দল আসে। তবে তালা বন্ধ থাকায় প্রথমে বাড়ির মধ্যে প্রবেশ করিতে পারেননি ইডি-র আধিকারিকেরা (ED officials waited outside the house)। প্রায় সাড়ে তিন ঘণ্টা কেটে যাওয়ার পর বাড়ির দুই মহিলা সদস্য এসে তালা খুলে দেন ৷ এরপরই ভেতরে প্রবেশ করেন ইডি আধিকারিকরা ৷

কয়েকদিন ধরে চন্দনের বাড়িতে কেউ থাকছেন না। তাঁরা কোথায় আছেন তাও প্রতিবেশীদের জানা নেই। তদন্ত নেমে কয়েক দিন আগেই চন্দনের বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। কিন্তু সেই তখনও বাড়িতে ছিলেন না চন্দন। ইডি সূত্রে খবর, বেশ কিছুটা সময় অপেক্ষা করার পর এদিন পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয় ৷ এরপরই তাঁরা এসে বাড়ির তালা খুলে দেন ৷

এদিকে বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় চন্দনকে শুক্রবার সশরীরে হাইকোর্টে হাজির হতে বলেন। কিন্তু তাঁর কোনও খোঁজ নেই ৷ প্রসঙ্গত, রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাসের "সৎ রঞ্জন" কাহিনী প্রকাশ্যে আশায় হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু হয়। পরে জানা যায়, কাহিনীর রঞ্জন হলেন বাগদার মামা ভাগ্নের চন্দন মণ্ডল।

আরও পড়ুন: 'চন্দন তুমি কার' ! বাগদায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.