গোবরডাঙা, 11 ডিসেম্বর : স্মারকলিপি জমা দেওয়াকে কেন্দ্র করে এবিভিপি ও টিএমসিপির সদস্যদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত উত্তর 24 পরগনার গোবরডাঙার হিন্দু কলেজ । সংঘর্ষের জেরে মোট 10 জন জখম হয়েছে । পরে ঘটনাস্থানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হাবড়া ও গোবরডাঙা থানার পুলিশ ।
কয়েকদিন আগে ওই কলেজ চত্বরে এবিভিপির সমর্থক এক পড়ুয়াকে টিএমসিপির সমর্থকরা মারধর করেছিল বলে অভিযোগ । সেই ঘটনার প্রতিবাদেই আজ সকালে এবিভিপির সমর্থকরা মিছিল করে অধ্যক্ষের কাছে স্মারকলিপি জমা দিতে যাচ্ছিল । অভিযোগ, মিছিল কলেজ চত্বরে ঢুকতেই টিএমসিপির সমর্থকরা তাদের বাধা দেয় । এরপরই দু'পক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয় । পরে তা হাতাহাতিতে পরিণত হয় । লাঠি ও বাঁশ নিয়ে একে অপরের উপর চড়াও হয় তারা । সংঘর্ষের সময় 17টি বাইকে ভাঙচুর চালায় দুই দলের সমর্থকরা । পাশাপাশি কলেজের কয়েকটি ঘরেও ভাঙচুর চালানো হয় । এই সংঘর্ষের জেরে দু'পক্ষের মোট 10 জন জখম হয়েছে ।
চিকিৎসার জন্য আহতদের হাবড়া হাসপাতালে পাঠানো হয় । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হাবড়া ও গোবরডাঙা থানার পুলিশ । ঘটনার পর দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে ।