ETV Bharat / city

School Teacher Doing Private Tuition : লুকিয়ে টিউশন পড়াচ্ছিলেন স্কুল শিক্ষক, গৃহ শিক্ষক সমিতির সদ্যদের দেখে দৌড় - লুকিয়ে টিউশন পড়াচ্ছিলেন স্কুল শিক্ষক

সরকারি নিয়মকে তোয়াক্কা না-করে টিউশন পড়াচ্ছিলেন স্কুল শিক্ষক ৷ হঠাৎ হানা গৃহশিক্ষক সমিতির সদস্যদের ৷ পড়িমড়ি করে দৌড় স্কুল শিক্ষক সৌরভ বন্দ্যোপাধ্যায়ের (School Teacher Doing Private Tuition) ৷ অভিযোগ অস্বীকার করেছেন সৌরভবাবু ৷

School Teacher Doing Private Tuition
লুকিয়ে টিউশন পড়াচ্ছিলেন স্কুল শিক্ষক, গৃহ শিক্ষক সমিতির সদ্যদের দেখে দৌড়
author img

By

Published : May 27, 2022, 10:38 PM IST

হাবড়া, 27 মে : সরকারি নিয়ম না-মেনে বাড়িতে টিউশন পড়াচ্ছিলেন হাবড়া প্রফুল্লনগর হাইস্কুলের অংকের শিক্ষক । গৃহশিক্ষক কল্যাণ সমিতির সদস্যদের আসতে দেখে দৌড় শিক্ষক সৌরভ বন্দ্যোপাধ্যায়ের। শিক্ষকের এই অবস্থা দেখে চক্ষুশূল পড়ুয়াদের। শুক্রবার বিকালে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগণার হাবড়া স্টাফ কোয়ার্টার এলাকায়। অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষকের (School Teacher Doing Private Tuition ) ৷

জানা গিয়েছে, স্কুল শিক্ষকদের বাড়িতে টিউশন পড়ানোয় নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার ৷ সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বাড়িতে টিউশন পড়াছেন হাবড়ার বেশ কিছু স্কুল শিক্ষক । তাদের ধরতে মাঝেমধ্যেই শিক্ষকদের বাড়িতে হানা দেন গৃহশিক্ষক কল্যাণ সমিতির হাবড়া ইউনিটের সদস্যরা । শিক্ষকদের চিহ্নিত করে ফুলের দিয়ে সম্বর্ধনা দেন তাঁরা এবং টিউশন পড়াতে নিষেধ করেন। শুক্রবার এই সংগঠনের সদস্যরা হাবরা স্টাফ কোয়াটার এলাকায় সৌরভ বন্দ্যোপাধ্যায় টিউশন পড়ানোর খবর পেয়ে তাঁর বাড়িতে যান । উদ্দেশ্য ছিল শিক্ষককে গিয়ে ফুল দিয়ে সংবর্ধনা জানিয়ে টিউশন পড়াতে নিষেধ করবেন ৷

কিন্তু গৃহ শিক্ষক কল্যাণ সমিতির সদস্যরা বাড়িতে দেখেই পড়ুয়াদের ছেড়ে দৌড়তে শুরু করেন শিক্ষক সৌরভ বন্দ্যোপাধ্যায় । তাঁকে ধরতে ধাওয়া করেন গৃহশিক্ষক কল্যাণ সমিতির সদস্যরাও। কিছু পরেই তাঁকে ধরে ফেলেন গৃহশিক্ষক কল্যাণ সমিতির সদস্যরা ৷ অভিযুক্ত সৌরভ বন্দ্যোপাধ্যায় জানান তিনি গৃহশিক্ষকতা করছিলেন না ৷

গৃহ শিক্ষক সমিতির সদ্যদের দেখে দৌড়াচ্ছেন স্কুল শিক্ষক

আরও পড়ুন : SSC Recruitment Scam Case : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের কাছে হাজিরা পার্থর

এই প্রসঙ্গেই গৃহ শিক্ষক কল্যাণ সমিতির রাজ্য সহ-সম্পাদক অমিত দাস বলেন, "সরকারি নিয়ম অনুযায়ী কোনও সরকারি স্কুলের শিক্ষক টিউশন পড়াতে পারেন না । প্রতিবছর প্রত্যেক শিক্ষক ডিআই কে এই মর্মে একটি মুচলেকা দেন । তা সত্ত্বেও হাবড়া অশোকনগরের কিছু স্কুলশিক্ষক বেআইনিভাবে এই কাজ করছেন। আমরা বিভিন্ন সময় সেই সব শিক্ষককে সংবর্ধনা দিতে পৌঁছে যাই তাদের ঠিকানায়। কিন্তু সৌরভ বন্দ্যোপাধ্যায় নিজেই ভুল করেছে বুঝতে পেরে দৌড়ে পালিয়ে যায়।"

হাবড়া, 27 মে : সরকারি নিয়ম না-মেনে বাড়িতে টিউশন পড়াচ্ছিলেন হাবড়া প্রফুল্লনগর হাইস্কুলের অংকের শিক্ষক । গৃহশিক্ষক কল্যাণ সমিতির সদস্যদের আসতে দেখে দৌড় শিক্ষক সৌরভ বন্দ্যোপাধ্যায়ের। শিক্ষকের এই অবস্থা দেখে চক্ষুশূল পড়ুয়াদের। শুক্রবার বিকালে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগণার হাবড়া স্টাফ কোয়ার্টার এলাকায়। অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষকের (School Teacher Doing Private Tuition ) ৷

জানা গিয়েছে, স্কুল শিক্ষকদের বাড়িতে টিউশন পড়ানোয় নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার ৷ সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বাড়িতে টিউশন পড়াছেন হাবড়ার বেশ কিছু স্কুল শিক্ষক । তাদের ধরতে মাঝেমধ্যেই শিক্ষকদের বাড়িতে হানা দেন গৃহশিক্ষক কল্যাণ সমিতির হাবড়া ইউনিটের সদস্যরা । শিক্ষকদের চিহ্নিত করে ফুলের দিয়ে সম্বর্ধনা দেন তাঁরা এবং টিউশন পড়াতে নিষেধ করেন। শুক্রবার এই সংগঠনের সদস্যরা হাবরা স্টাফ কোয়াটার এলাকায় সৌরভ বন্দ্যোপাধ্যায় টিউশন পড়ানোর খবর পেয়ে তাঁর বাড়িতে যান । উদ্দেশ্য ছিল শিক্ষককে গিয়ে ফুল দিয়ে সংবর্ধনা জানিয়ে টিউশন পড়াতে নিষেধ করবেন ৷

কিন্তু গৃহ শিক্ষক কল্যাণ সমিতির সদস্যরা বাড়িতে দেখেই পড়ুয়াদের ছেড়ে দৌড়তে শুরু করেন শিক্ষক সৌরভ বন্দ্যোপাধ্যায় । তাঁকে ধরতে ধাওয়া করেন গৃহশিক্ষক কল্যাণ সমিতির সদস্যরাও। কিছু পরেই তাঁকে ধরে ফেলেন গৃহশিক্ষক কল্যাণ সমিতির সদস্যরা ৷ অভিযুক্ত সৌরভ বন্দ্যোপাধ্যায় জানান তিনি গৃহশিক্ষকতা করছিলেন না ৷

গৃহ শিক্ষক সমিতির সদ্যদের দেখে দৌড়াচ্ছেন স্কুল শিক্ষক

আরও পড়ুন : SSC Recruitment Scam Case : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের কাছে হাজিরা পার্থর

এই প্রসঙ্গেই গৃহ শিক্ষক কল্যাণ সমিতির রাজ্য সহ-সম্পাদক অমিত দাস বলেন, "সরকারি নিয়ম অনুযায়ী কোনও সরকারি স্কুলের শিক্ষক টিউশন পড়াতে পারেন না । প্রতিবছর প্রত্যেক শিক্ষক ডিআই কে এই মর্মে একটি মুচলেকা দেন । তা সত্ত্বেও হাবড়া অশোকনগরের কিছু স্কুলশিক্ষক বেআইনিভাবে এই কাজ করছেন। আমরা বিভিন্ন সময় সেই সব শিক্ষককে সংবর্ধনা দিতে পৌঁছে যাই তাদের ঠিকানায়। কিন্তু সৌরভ বন্দ্যোপাধ্যায় নিজেই ভুল করেছে বুঝতে পেরে দৌড়ে পালিয়ে যায়।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.