কলকাতা, 26 ফেব্রুয়ারি: ভোটের দিনক্ষণ এখনও পর্যন্ত ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে ভোটের দামামা ইতিমধ্যেই বেড়ে গিয়েছে। জায়গায় জায়গায় শুরু হয়েছে রুট মার্চ। পানাগড়ে আজ রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী।
নির্বাচনের জন্য রাজনৈতিক তাপউত্তাপ স্পষ্ট রাজ্যে । ইতিমধ্যে এ রাজ্যে কেন্দ্রীয় বাহিনী এসেছে । শুরু হয়েছে জেলায় জেলায় রুট মার্চ । বৃহস্পতিবার দুর্গাপুরে 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে উপস্থিত হয় । দুর্গাপুর মহকুমার 8টি থানা এলাকাতে কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করবে বলে জানা গিয়েছে ।
আরও পড়ুন: স্মৃতির সরণী বেয়ে আজ বঙ্গ-সফরে রাজনাথও
আজ কাঁকসা থানার পানাগড়ে শুরু হল রুটমার্চ । কাঁকসা থানা থেকে পানাগড় বাজার পর্যন্ত রুটমার্চ হয় ।