ETV Bharat / city

দুর্গাপুরের বেনাচিতিতে বাঘের আতঙ্ক - durgapur

গতরাতে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের সেন্ট্রাল স্টোরে দু'টি বাঘকে নাকি দেখতে পান পাহারার দায়িত্বে থাকা CISF কর্মীরা । ঘটনাস্থানে পৌঁছালেও এই বিষয়ে মুখ খোলেনি দুর্গাপুর পুলিশ ও বনকর্মীরা। অপরদিকে গতকাল বিকাল থেকে সেন্ট্রাল স্টোরের মধ্যে থাকা এক পরিবারের তিনটি ছাগল নিরুদ্দেশ ।

two tigers in steel plant
বাঘের আতঙ্ক
author img

By

Published : Feb 5, 2020, 12:53 PM IST

Updated : Feb 6, 2020, 12:43 AM IST

দুর্গাপুর, 5 ফেব্রুয়ারি: বেনাচিতি বাজারে দুর্গাপুর ইস্পাত কারখানার সেন্ট্রাল স্টোরে বাঘের আতঙ্ক ছড়িয়েছে । খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ও বনকর্মীরা ঘটনাস্থানে আসেন ।

গতকাল গভীর রাতে স্টিল প্ল্যান্টের সেন্ট্রাল স্টোর চত্ত্বরে দুটি বাঘকে নাকি দেখতে পান পাহারার দায়িত্বে থাকা CISF কর্মীরা । গতকাল বিকাল থেকে ওই স্থানে থাকা 3 টি ছাগল নিরুদ্দেশ । সকালে খবরটি ছড়িয়ে পড়ে। সঙ্গে ছড়ায় আতঙ্কও ।

সকালে খবর পেয়ে ঘটনাস্থানে আসে দুর্গাপুর থানার পুলিশ ও বনকর্মীরা । সঙ্গে ছিলেন CISF-এর আধিকারিকরাও । তবে বাঘ দেখা গেছে কি না তা নিয়ে পুলিশ, বনবিভাগ এবং CISF-এর আধিকারিকরা এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানায়নি ।

যদিও এই এলাকায় বাঘ কীভাবে আসবে তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে স্থানীয় বাসিন্দাদের একাংশ । আবার অন্যদিকে সেন্ট্রাল স্টোরের ভিতরে থাকা একটি পরিবারে পোষা তিনটি ছাগল গতকাল বিকাল থেকে নিরুদ্দেশ । সবমিলিয়ে দুর্গাপুরের শিল্প শহরে বাঘের আতঙ্ক আরও বেড়ে গেল ।

বেনাচিতিতে বাঘের আতঙ্ক

উল্লেখ্য, সেন্ট্রাল স্টোরটি বেনাচিতি থেকে উত্তরপল্লী এলাকা জুড়ে প্রায় 10-12 বিঘা জমির উপর গড়ে ওঠে । দীর্ঘদিন ধরে স্থানটি সাফাই না করায় গভীর জংলা জায়গায় পরিণত হয়েছে । ওই জংলা জায়গার পাশেই কয়েকটি পরিবার বসতি স্থাপন করে । সেখান থেকেই ছাগল নিরুদ্দেশ হয় । তাই আরও বেশি করে স্থানীয়দের মধ্যে বাঘের আতঙ্কের দানা বাঁধছে ।

দুর্গাপুর, 5 ফেব্রুয়ারি: বেনাচিতি বাজারে দুর্গাপুর ইস্পাত কারখানার সেন্ট্রাল স্টোরে বাঘের আতঙ্ক ছড়িয়েছে । খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ও বনকর্মীরা ঘটনাস্থানে আসেন ।

গতকাল গভীর রাতে স্টিল প্ল্যান্টের সেন্ট্রাল স্টোর চত্ত্বরে দুটি বাঘকে নাকি দেখতে পান পাহারার দায়িত্বে থাকা CISF কর্মীরা । গতকাল বিকাল থেকে ওই স্থানে থাকা 3 টি ছাগল নিরুদ্দেশ । সকালে খবরটি ছড়িয়ে পড়ে। সঙ্গে ছড়ায় আতঙ্কও ।

সকালে খবর পেয়ে ঘটনাস্থানে আসে দুর্গাপুর থানার পুলিশ ও বনকর্মীরা । সঙ্গে ছিলেন CISF-এর আধিকারিকরাও । তবে বাঘ দেখা গেছে কি না তা নিয়ে পুলিশ, বনবিভাগ এবং CISF-এর আধিকারিকরা এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানায়নি ।

যদিও এই এলাকায় বাঘ কীভাবে আসবে তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে স্থানীয় বাসিন্দাদের একাংশ । আবার অন্যদিকে সেন্ট্রাল স্টোরের ভিতরে থাকা একটি পরিবারে পোষা তিনটি ছাগল গতকাল বিকাল থেকে নিরুদ্দেশ । সবমিলিয়ে দুর্গাপুরের শিল্প শহরে বাঘের আতঙ্ক আরও বেড়ে গেল ।

বেনাচিতিতে বাঘের আতঙ্ক

উল্লেখ্য, সেন্ট্রাল স্টোরটি বেনাচিতি থেকে উত্তরপল্লী এলাকা জুড়ে প্রায় 10-12 বিঘা জমির উপর গড়ে ওঠে । দীর্ঘদিন ধরে স্থানটি সাফাই না করায় গভীর জংলা জায়গায় পরিণত হয়েছে । ওই জংলা জায়গার পাশেই কয়েকটি পরিবার বসতি স্থাপন করে । সেখান থেকেই ছাগল নিরুদ্দেশ হয় । তাই আরও বেশি করে স্থানীয়দের মধ্যে বাঘের আতঙ্কের দানা বাঁধছে ।

Intro:দুর্গাপুর বেনাচিতি বাজারে দুর্গাপুর ইস্পাত কারখানা সেন্ট্রাল স্টোরে বাঘ আতঙ্ক। সকাল থেকেই উৎসুক মানুষের ভিড় দুর্গাপুর থানা এলাকার বেনাচিতি প্রান্তিকাতে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এর সেন্ট্রাল স্টোর রয়েছে। এখানে দুর্গাপুর ইস্পাত কারখানার বহু সামগ্রী থাকে।নিরাপত্তার দায়ীত্মে থাকে সি আই এস এফ। নিরাপত্তার মধ্যে রাখা হয় দুর্গাপুর ইস্পাত কারখানার সামগ্রী। মঙ্গলবার গভীর রাত্রে এই সেন্ট্রাল স্টোরে একজোড়া বাঘ ঢুকেছে এমন খবর সি আই এস এফ এর পক্ষ থেকে জানানো হয়।সেই খবর সকালে ছড়িয়ে পড়ে বিদ্যুৎ গতিতে।বুধবার সকাল হতেই সেই খবর ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায় এবং তারপরে শয়ে শয়ে মানুষ এসে ভিড় করেন সেন্ট্রাল স্টোরের সামনে। ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার পুলিশ, সিআইএসএফ এর উচ্চপদস্থ আধিকারিক এবং বনবিভাগের কর্মীরা। এই মুহূর্তে বেলা বাড়ার সাথে সাথে বাঘ দেখার জন্য উৎসুক মানুষের ভিড় বাড়ছে। স্পষ্ট করে কেউ কিছু না জানলেও যেটা জানা যাচ্ছে গতকাল রাতে সিআইএসএফ এর পক্ষ থেকে রাতপাহারার দায়ীত্মে যে কর্মীরা ছিলেন তারাই নাকি এই বাঘ ঢুকেছে বলে জানায়।এই সেন্ট্রাল স্টোরের ভেতরে ঘন জঙ্গল রয়েছে।ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হয়নি।চলছে বাঘের খোঁজ।যদিও এই ঘিঞ্জি বাজার এলাকায় যে বাঘ ঢুকতে পারবে না তাও বলছেন।অনেকেই।Body:হConclusion:হ
Last Updated : Feb 6, 2020, 12:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.