দুর্গাপুর, 12 জুন : বিশ্ব উষ্ণায়ন (global warming)-এর জেরে বাড়ছে তাপমাত্রা । আবহাওয়ার খামখেয়ালি পরিবর্তনের জেরে ঘটছে বিভিন্ন রোগের প্রাদূর্ভাব । এই সবের মূল কারণ বৃক্ষ নিধন ।
রাজ্যের মানুষকে সচেতন করতে এবং গাছ লাগানোর বার্তা পৌঁছে দিতে দুর্গাপুরের বেশ কিছু মহিলা এবং পুরুষ উদ্যোগ নেন সোশ্যাল মিডিয়ার গ্রুপ তৈরির । সোশ্যাল মিডিয়ার গ্রুপের নাম 'সবুজ সংসার' ৷ এই গ্রুপের পথ চলা শুরু হয়েছে 1 বছর হয়েছে ৷ তারই মধ্যে কয়েক হাজার সদস্য হয়ে গেছে । সবুজ সংসার-এর তরফে করা হয় বিভিন্ন গাছের আদান-প্রদান অনুষ্ঠান ৷ রবিবার বিকেলে সিটি সেন্টারের চতুরঙ্গ এলাকায় পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়ার 400 সদস্যদের নিয়ে করা হয় রকমারি গাছের আদান-প্রদান (tree exchange programme in Durgapur for environmental awareness)৷
সবুজ সংসার গ্রুপে যেমন রয়েছে সচেতন মানুষ, ঠিক তেমনই রয়েছে কিছু অসচেতন মানুষও ৷ তারাও আজ সচেতন হয়ে এই দিনের গাছ আদান-প্রদান কর্মসূচিতে অংশ নেন । এখন এই সদস্যদের লক্ষ ফ্ল্যাটের মধ্যে গাছ পৌঁছে দেওয়ার । জার্ভেরা, গোলাপ, কলমি লতা, চন্দ্রমল্লিকা, চম্পা, টগর,আম, জাম-সহ প্রায় 100 রকমের গাছের আদান-প্রদান হয় ।
এই গ্রুপের অ্যাডমিন সোনালী ভট্টাচার্য জানান, গাছের অভাব আর অট্টলিকার দাপটে ধ্বংস হচ্ছে পরিবেশ । আর পরিবেশকে বাঁচাতে তাদের এই প্রয়াস । অল্প জায়গায় যে গাছগুলি জন্মায়, সেই গাছগুলিই বেশি করে করা হয় আদান-প্রদান । ওই গ্রুপের ইচ্ছে ভবিষ্যতে ভারতবর্ষ জুড়ে এই বার্তা পৌঁছে দেওয়ার এবং দেশবাসীর মধ্যে গাছের আদানপ্রদানের ।