ETV Bharat / city

দুর্গাপুরে পুলিশের নাকাচেকিং, সকাল 10টার পর অকারণ রাস্তায় বেরোলেই ধরপাকড়

আগামী 30 মে পর্যন্ত রাজ্যজুড়ে নানা বিধিনিষেধ কার্যকর করা হয় হয়েছে ৷ যা প্রত্য়েক রাজ্যবাসীকে মেনে চলতে হবে ৷ করোনা রুখতেই এই পদক্ষেপ করেছে প্রশাসন ৷ সরকারি নির্দেশিকা ঠিকঠাক মানা হচ্ছে কিনা, তা দেখতে দুর্গাপুরে চলছে পুলিশের নাকাচেকিং ৷

wb_dur_03_ trafic acp naka cheaking in Durgapur _7204345
দুর্গাপুরে পুলিশের নাকাচেকিং, সকাল 10 টার পর অকারণ রাস্তায় বেরোলেই ধরপাকড়
author img

By

Published : May 17, 2021, 3:22 PM IST

দুর্গাপুর, 17 মে : দুর্গাপুরের গান্ধি মোড় সংলগ্ন ফ্লাইওভারের নীচে পুলিশের নাকাচেকিং ৷ দুর্গাপুর থানার পুলিশের কড়া নজরদারি ৷ লকডাউন অমান্য করলেই দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হচ্ছে ৷

রবিবার থেকে রাজ্য়জুড়ে কার্যত লকডাউন শুরু হয়ছে ৷ বেলা 10টার পর সমস্ত কিছু বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার ৷ তাই বেলা 10টার পর থেকে লকডাউন অমান্য করলেই দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হচ্ছে ৷ রাস্তায় বেরোনো সকলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ যুৎসই জবাব দিতে না পারলেই তাঁদের আটক করেছে পুলিশ ৷

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (ট্রাফিক) তুহিন চক্রবর্তীর নেতৃত্বে এই নাকাচেকিং চলে সোমবার বেলা 10 টার পর থেকে ৷ মাইকিং করা হয় গোটা এলাকায় ৷ সমস্ত মানুষকে সচেতন থাকার বার্তা দেওয়া হয় ৷

আরও পড়ুন : কোচবিহারে বিধিনিষেধ মানতে কড়া পুলিশ প্রশাসন

পুলিশের সাফ কথা, আগামী 30 মে পর্যন্ত রাজ্যজুড়ে নানা বিধিনিষেধ কার্যকর করা হয় হয়েছে ৷ যা প্রত্য়েক রাজ্যবাসীকে মেনে চলতে হবে ৷ করোনা রুখতেই এই পদক্ষেপ করেছে প্রশাসন ৷ তাই কেউ যদিও এই নির্দেশিকা অমান্য করেন, তাহলে তাঁর বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইন মাফিক ব্যবস্থা নেওয়া হবে ৷ রাজ্য়ের নির্দেশিকা যাতে সঠিকভাবে মেনে চলা হয়, তা নিশ্চিত করতে লাগাতার নজরদারি চালাবে পুলিশ ৷

দুর্গাপুর, 17 মে : দুর্গাপুরের গান্ধি মোড় সংলগ্ন ফ্লাইওভারের নীচে পুলিশের নাকাচেকিং ৷ দুর্গাপুর থানার পুলিশের কড়া নজরদারি ৷ লকডাউন অমান্য করলেই দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হচ্ছে ৷

রবিবার থেকে রাজ্য়জুড়ে কার্যত লকডাউন শুরু হয়ছে ৷ বেলা 10টার পর সমস্ত কিছু বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার ৷ তাই বেলা 10টার পর থেকে লকডাউন অমান্য করলেই দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হচ্ছে ৷ রাস্তায় বেরোনো সকলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ যুৎসই জবাব দিতে না পারলেই তাঁদের আটক করেছে পুলিশ ৷

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (ট্রাফিক) তুহিন চক্রবর্তীর নেতৃত্বে এই নাকাচেকিং চলে সোমবার বেলা 10 টার পর থেকে ৷ মাইকিং করা হয় গোটা এলাকায় ৷ সমস্ত মানুষকে সচেতন থাকার বার্তা দেওয়া হয় ৷

আরও পড়ুন : কোচবিহারে বিধিনিষেধ মানতে কড়া পুলিশ প্রশাসন

পুলিশের সাফ কথা, আগামী 30 মে পর্যন্ত রাজ্যজুড়ে নানা বিধিনিষেধ কার্যকর করা হয় হয়েছে ৷ যা প্রত্য়েক রাজ্যবাসীকে মেনে চলতে হবে ৷ করোনা রুখতেই এই পদক্ষেপ করেছে প্রশাসন ৷ তাই কেউ যদিও এই নির্দেশিকা অমান্য করেন, তাহলে তাঁর বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইন মাফিক ব্যবস্থা নেওয়া হবে ৷ রাজ্য়ের নির্দেশিকা যাতে সঠিকভাবে মেনে চলা হয়, তা নিশ্চিত করতে লাগাতার নজরদারি চালাবে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.