ETV Bharat / city

TMC Protest Against GST: মুড়ি থেকে জিএসটি প্রত্যাহারের দাবিতে দুর্গাপুরে তৃণমূলের বিক্ষোভ

author img

By

Published : Jul 24, 2022, 2:49 PM IST

Updated : Jul 24, 2022, 3:30 PM IST

21 জুলাইয়ের মঞ্চ থেকে জিএসটির বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার মুড়িতে জিএসটি বসানোর বিরুদ্ধে প্রতিবাদে সরব হলেন তৃণমূল সমর্থকরা (TMC Protest Against GST) ৷

TMC Protest Against GST
জিএসটি-র প্রতিবাদে বিক্ষোভ তৃণমূলের

দুর্গাপুর, 24 জুলাই: ‘আমাদের মুড়ি ফিরিয়ে দাও না হলে বিজেপি বিদায় নাও ।’ জিএসটি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একুশের জনসভায় সোচ্চার হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই মুড়ি বিতরণ করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিনব আন্দোলনে নামেন দুর্গাপুরের তৃণমূল নেতৃত্ব (TMC Protest Against GST) ৷

এবার মুড়ির ওপর জিএসটি-র কথা উল্লেখ করে শিল্পাঞ্চলে মুড়ি বিতরণ করে প্রতিবাদে সামিল হল তৃণমূল (TMC Protest Against GST)। কয়েকদিন আগে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর লাগু হয়েছে জিএসটি। এরই প্রতিবাদে দুর্গাপুরের ইস্পাত নগরীর সেকেন্ডারি এলাকায় 9নং ওয়ার্ডের বেশ কিছু তৃণমূল নেতৃত্ব চপ মুড়ি বিতরণ করে পথ চলতি মানুষকে। গলায় ঠোঙার মালা পরেও শুরু হয় আন্দোলন ।

জিএসটি প্রত্যাহারের দাবিতে দুর্গাপুরে তৃণমূলের বিক্ষোভ

অভিযোগ, মুড়িতে জিএসটি বসিয়ে পেটে মারার চক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার। জি এস টি লাগু হয়েছে গুড় থেকে শুর করে দইয়ের উপরও। জিএসটি বসায় মুড়ির দাম বাড়তে পারে বলে আশঙ্কা ।

আরও পড়ুন : আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও ! একুশের মঞ্চে জিএসটি-প্রতিবাদ মমতার

মুড়ির উপর এভাবে জিএসটির বসানোয় চরম সমস্যার মুখে পড়তে হবে বলে আশঙ্কা করছে নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত সকলেই । স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানান অবিলম্বে জিএসটি বাতিল করতে হবে। না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ার দেন তিনি ।

দুর্গাপুর, 24 জুলাই: ‘আমাদের মুড়ি ফিরিয়ে দাও না হলে বিজেপি বিদায় নাও ।’ জিএসটি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একুশের জনসভায় সোচ্চার হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই মুড়ি বিতরণ করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিনব আন্দোলনে নামেন দুর্গাপুরের তৃণমূল নেতৃত্ব (TMC Protest Against GST) ৷

এবার মুড়ির ওপর জিএসটি-র কথা উল্লেখ করে শিল্পাঞ্চলে মুড়ি বিতরণ করে প্রতিবাদে সামিল হল তৃণমূল (TMC Protest Against GST)। কয়েকদিন আগে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর লাগু হয়েছে জিএসটি। এরই প্রতিবাদে দুর্গাপুরের ইস্পাত নগরীর সেকেন্ডারি এলাকায় 9নং ওয়ার্ডের বেশ কিছু তৃণমূল নেতৃত্ব চপ মুড়ি বিতরণ করে পথ চলতি মানুষকে। গলায় ঠোঙার মালা পরেও শুরু হয় আন্দোলন ।

জিএসটি প্রত্যাহারের দাবিতে দুর্গাপুরে তৃণমূলের বিক্ষোভ

অভিযোগ, মুড়িতে জিএসটি বসিয়ে পেটে মারার চক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার। জি এস টি লাগু হয়েছে গুড় থেকে শুর করে দইয়ের উপরও। জিএসটি বসায় মুড়ির দাম বাড়তে পারে বলে আশঙ্কা ।

আরও পড়ুন : আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও ! একুশের মঞ্চে জিএসটি-প্রতিবাদ মমতার

মুড়ির উপর এভাবে জিএসটির বসানোয় চরম সমস্যার মুখে পড়তে হবে বলে আশঙ্কা করছে নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত সকলেই । স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানান অবিলম্বে জিএসটি বাতিল করতে হবে। না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ার দেন তিনি ।

Last Updated : Jul 24, 2022, 3:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.