দুর্গাপুর ,10 মে: বৈশাখের শেষে আবার কালবৈশাখি ও শিলাবৃষ্টির তাণ্ডব দুর্গাপুরে। রবিবার দুপুরের পর থেকেই কালো মেঘে আকাশ ঢেকে যায় ।সন্ধ্যা ঘনিয়ে আসার আগেই শুরু হয় প্রবল ঝড় তার সঙ্গে শিলাবৃষ্টি। রবিবার সকাল থেকেই ভ্যাপসা গরম ছিল শহরজুড়ে। কিন্তু বিকেলের পর থেকেই ঝড়-বৃষ্টির জেরে তাপমাত্রা কয়েক ডিগ্রি নিচে নেমে গেল।
বৈশাখ মাস জুড়ে একটানা ঝড় বৃষ্টির দাপট দুর্গাপুরে ।রবিবার কালো মেঘে আকাশ ঢেকে যায়। শুরু হয় কালবৈশাখির দাপট। কিছুক্ষণ পরেই ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি ।অল্প কিছুক্ষণ শিলাবৃষ্টিও হয়। দুর্গাপুরে এবার বৈশাখ মাস জুড়েই ঝড় বৃষ্টির দাপট দেখা গেল দীর্ঘ কয়েক দশক পর।
কালবৈশাখির দাপটের জেরে দুর্গাপুরের বহু জায়গায় গাছ পড়ে যায় রাস্তায় ।বেশকিছু ওয়ার্ডে কাঁচা বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। বহুদিন পর কালবৈশাখির এমন দাপট গোটা বৈশাখ মাস জুড়ে দেখল দুর্গাপুরের মানুষ।