ETV Bharat / city

সামাজিক দূরত্ব না মেনেই বই বিলি দুর্গাপুরে - দুর্গাপুর থানা

বেনাচিতি বাজারে যে দোকানের মাধ্যমে এই ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের বই দেওয়া-নেওয়া হয়, সেই দোকানের সামনে আজ দুপুর 12 টা থেকে লম্বা লাইন ।

ছবি
ছবি
author img

By

Published : May 6, 2020, 7:36 PM IST

দুর্গাপুর, 6 মে : প্রশাসনিক অনুমোদন ছাড়াই দুর্গাপুরের বেনাচিতি রোডের এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে বই বিলির ছবি সামনে এসেছিল গতকাল । লকডাউন অমান্য করে , সামাজিক দূরত্বকে না মেনে অভিভাবকদের গাদাগাদি করা ভিড় চোখে পড়েছিল । পরিস্থিতি সামাল দিতে ছুটে আসতে হয় দুর্গাপুর থানার পুলিশকে । বই দেওয়া বন্ধ রাখা হয়েছিল সাময়িকভাবে । বেনাচিতি বাজারে যে দোকানের মাধ্যমে এই ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের বই দেওয়া-নেওয়া হয়, সেই দোকানের সামনে আজ দুপুর 12 টা থেকে লম্বা লাইন ।

দুর্গাপুর মহকুমা প্রশাসনের প্রধান অনির্বাণ কোলে বেসরকারি স্কুলের এইভাবে বই দেওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করেছিলেন ।

আজ আবার বেনাচিতি বাজারের স্টিল মার্কেট এলাকায় দীর্ঘ প্রায় কয়েক'শো মিটার দূর পর্যন্ত লাইন দেখা যায় । কিন্তু পরে অভিভাবকরা জানতে পারেন মাত্র 175 জনের হাতে টোকেন দেওয়া আছে স্কুলের পক্ষ থেকে । এই 175 জন বইয়ের জন্য এই দোকানে আগে টাকা জমা দেবেন এবং তারপরেই এই দোকান থেকে দেওয়া টোকেন নিয়ে তাঁরা আবার যাবেন স্কুলে । সেখান থেকে মিলবে পাঠ্যপুস্তক । ক্ষোভে ফেটে পড়েন টোকেন পাননি এমন অভিভাবকরা ।

অন্যদিকে এই বইয়ের দোকানের মালিক রঘুনাথ চট্টোপাধ্যায় বলেন, " স্কুল আমাকে এই বিষয়ে কিছু জানায়নি । আমি হঠাৎ দেখলাম মানুষ এসে লাইনে দাঁড়িয়ে পড়লেন । আমি পুলিশকে জানিয়েছি । এত মানুষকে সামাল দেবার ক্ষমতা আমার নেই ।"

দুর্গাপুর, 6 মে : প্রশাসনিক অনুমোদন ছাড়াই দুর্গাপুরের বেনাচিতি রোডের এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে বই বিলির ছবি সামনে এসেছিল গতকাল । লকডাউন অমান্য করে , সামাজিক দূরত্বকে না মেনে অভিভাবকদের গাদাগাদি করা ভিড় চোখে পড়েছিল । পরিস্থিতি সামাল দিতে ছুটে আসতে হয় দুর্গাপুর থানার পুলিশকে । বই দেওয়া বন্ধ রাখা হয়েছিল সাময়িকভাবে । বেনাচিতি বাজারে যে দোকানের মাধ্যমে এই ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের বই দেওয়া-নেওয়া হয়, সেই দোকানের সামনে আজ দুপুর 12 টা থেকে লম্বা লাইন ।

দুর্গাপুর মহকুমা প্রশাসনের প্রধান অনির্বাণ কোলে বেসরকারি স্কুলের এইভাবে বই দেওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করেছিলেন ।

আজ আবার বেনাচিতি বাজারের স্টিল মার্কেট এলাকায় দীর্ঘ প্রায় কয়েক'শো মিটার দূর পর্যন্ত লাইন দেখা যায় । কিন্তু পরে অভিভাবকরা জানতে পারেন মাত্র 175 জনের হাতে টোকেন দেওয়া আছে স্কুলের পক্ষ থেকে । এই 175 জন বইয়ের জন্য এই দোকানে আগে টাকা জমা দেবেন এবং তারপরেই এই দোকান থেকে দেওয়া টোকেন নিয়ে তাঁরা আবার যাবেন স্কুলে । সেখান থেকে মিলবে পাঠ্যপুস্তক । ক্ষোভে ফেটে পড়েন টোকেন পাননি এমন অভিভাবকরা ।

অন্যদিকে এই বইয়ের দোকানের মালিক রঘুনাথ চট্টোপাধ্যায় বলেন, " স্কুল আমাকে এই বিষয়ে কিছু জানায়নি । আমি হঠাৎ দেখলাম মানুষ এসে লাইনে দাঁড়িয়ে পড়লেন । আমি পুলিশকে জানিয়েছি । এত মানুষকে সামাল দেবার ক্ষমতা আমার নেই ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.