ETV Bharat / city

দুর্গাপুরে একই পরিবারের 6 জন কোরোনায় আক্রান্ত - একই পরিবারের মোট ছয়জন কোরোনাতে আক্রান্ত

দুর্গাপুর স্টেশন বাজারে একই পরিবারে 6 জন কোরোনাতে আক্রান্ত হয়েছেন ৷

covid-19
একই পরিবারের মোট ছয়জন কোরোনাতে আক্রান্ত
author img

By

Published : Jun 17, 2020, 1:07 AM IST

দুর্গাপুর ,16 জুন: দুর্গাপুর স্টেশন বাজারের ব্যবসায়ীর পরে এবার ওই একই পরিবারের আরও পাঁচজন কোরোনাতে আক্রান্ত হলেন। ওই ব্যবসায়ীর বাড়ি যে এলাকায় সেই করঙ্গপাড়া সহ দুর্গাপুর স্টেশনবাজার বন্ধ বলে ঘোষণা।


দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার স্টেশন বাজারের একটি বস্ত্র বিপণির অন্যতম কর্ণধার কোরোনাতে আক্রান্ত হওয়ার ঘটনার পরে মঙ্গলবার তাঁর পরিবারের আরও পাঁচজনের সোয়াব পরীক্ষার রিপোর্টে পজ়িটিভ বলে জানা গিয়েছে । স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে 5 জনকে নিয়ে যাওয়া হল দুর্গাপুরের মলানদিঘিতে কোভিড হাসপাতালে । সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী ওই ব্যবসায়ীর পরিবারের পাঁচজনকেও কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । ওই বস্ত্র বিপণিতে কাজ করেন কমপক্ষে 30 জন কর্মী। তাঁদেরও সোয়াব পরীক্ষা করা হয়েছে । তাঁদেরও আপাতত হোম কোয়ারানটাইনে থাকার কথা জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

এই ঘটনার জেরে মঙ্গলবার বিকেল থেকেই দুর্গাপুর স্টেশন বাজার বন্ধ করে দেন ব্যবসায়ীরা । এলাকায় মাইকিং করে জানিয়ে দেওয়া হয় আপাতত বন্ধ থাকবে দুর্গাপুর স্টেশন বাজার। শুধু তাই নয় ওই ব্যবসায়ী এবং অধিকাংশ কর্মীদের বাড়ি করঙ্গপাড়া এলাকায় । সেখানকার বাসিন্দা দুর্গাপুরের কংগ্রেস বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল এবং দুর্গাপুর নগর নিগমের কাউন্সিলর তথা আইনজীবী দেবব্রত সাঁই জানান, "আমরা আমাদের এলাকার বাসিন্দাদের বলে দিয়েছি কেউ যেন বাইরে না যান । এবং বহিরাগত যাতে কেউ এই এলাকায় প্রবেশ করতে না পারেন তা দেখতে পুলিশের কাছে আর্জি জানিয়েছি।" মঙ্গলবার রাতে ওভেন থানার পুলিশ স্টেশন বাজার ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয়। শুধুমাত্র ওষুধের দোকান খোলা থাকবে বলে জানানো হয়েছে ব্যবসায়ীদের পক্ষ থেকে ।

স্থানীয়দের আশঙ্কা, এই 6 জন ছাড়াও এলাকায় আরও অনেকে কোরোনায় আক্রান্ত হতে পারেন । কারণ, যে দোকানের কর্ণধার প্রথম কোরোনাতো আক্রান্ত হন সেই দোকানে বহু গ্রাহকের এতদিন পর্যন্ত যাতায়াত ঘটেছে । প্রশাসনের তরফে এখন কী ব্যবস্থা নেওয়া হয়, সেদিকে তাকিয়ে স্থানীয়রা ।

দুর্গাপুর ,16 জুন: দুর্গাপুর স্টেশন বাজারের ব্যবসায়ীর পরে এবার ওই একই পরিবারের আরও পাঁচজন কোরোনাতে আক্রান্ত হলেন। ওই ব্যবসায়ীর বাড়ি যে এলাকায় সেই করঙ্গপাড়া সহ দুর্গাপুর স্টেশনবাজার বন্ধ বলে ঘোষণা।


দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার স্টেশন বাজারের একটি বস্ত্র বিপণির অন্যতম কর্ণধার কোরোনাতে আক্রান্ত হওয়ার ঘটনার পরে মঙ্গলবার তাঁর পরিবারের আরও পাঁচজনের সোয়াব পরীক্ষার রিপোর্টে পজ়িটিভ বলে জানা গিয়েছে । স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে 5 জনকে নিয়ে যাওয়া হল দুর্গাপুরের মলানদিঘিতে কোভিড হাসপাতালে । সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী ওই ব্যবসায়ীর পরিবারের পাঁচজনকেও কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । ওই বস্ত্র বিপণিতে কাজ করেন কমপক্ষে 30 জন কর্মী। তাঁদেরও সোয়াব পরীক্ষা করা হয়েছে । তাঁদেরও আপাতত হোম কোয়ারানটাইনে থাকার কথা জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

এই ঘটনার জেরে মঙ্গলবার বিকেল থেকেই দুর্গাপুর স্টেশন বাজার বন্ধ করে দেন ব্যবসায়ীরা । এলাকায় মাইকিং করে জানিয়ে দেওয়া হয় আপাতত বন্ধ থাকবে দুর্গাপুর স্টেশন বাজার। শুধু তাই নয় ওই ব্যবসায়ী এবং অধিকাংশ কর্মীদের বাড়ি করঙ্গপাড়া এলাকায় । সেখানকার বাসিন্দা দুর্গাপুরের কংগ্রেস বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল এবং দুর্গাপুর নগর নিগমের কাউন্সিলর তথা আইনজীবী দেবব্রত সাঁই জানান, "আমরা আমাদের এলাকার বাসিন্দাদের বলে দিয়েছি কেউ যেন বাইরে না যান । এবং বহিরাগত যাতে কেউ এই এলাকায় প্রবেশ করতে না পারেন তা দেখতে পুলিশের কাছে আর্জি জানিয়েছি।" মঙ্গলবার রাতে ওভেন থানার পুলিশ স্টেশন বাজার ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয়। শুধুমাত্র ওষুধের দোকান খোলা থাকবে বলে জানানো হয়েছে ব্যবসায়ীদের পক্ষ থেকে ।

স্থানীয়দের আশঙ্কা, এই 6 জন ছাড়াও এলাকায় আরও অনেকে কোরোনায় আক্রান্ত হতে পারেন । কারণ, যে দোকানের কর্ণধার প্রথম কোরোনাতো আক্রান্ত হন সেই দোকানে বহু গ্রাহকের এতদিন পর্যন্ত যাতায়াত ঘটেছে । প্রশাসনের তরফে এখন কী ব্যবস্থা নেওয়া হয়, সেদিকে তাকিয়ে স্থানীয়রা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.