ETV Bharat / city

Fire Arms Recovered in Pandaveswar : উপনির্বাচনের আগে পাণ্ডবেশ্বরে 6টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজ-সহ গ্রেফতার 1 - Six Fire Arms Recovered with Huge Amount of Bullets in Pandaveswar

আসানসোল লোকসভা উপনির্বাচনের আগে 6টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজ-সহ গ্রেফতার হল এক দুষ্কৃতী (Six Fire Arms Recovered with Huge Amount of Bullets in Pandaveswar) ৷ একটি বেসরকারি সিকিউরিটি এজেন্সির কর্মীর বাড়ি থেকে ওই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে ৷

Six Fire Arms Recovered with Huge Amount of Bullets in Pandaveswar
Six Fire Arms Recovered with Huge Amount of Bullets in Pandaveswar
author img

By

Published : Mar 28, 2022, 5:23 PM IST

দুর্গাপুর, 28 মার্চ : বিপুল পরিমাণে বেআইনি আগ্নেয়াস্ত্র-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল দুর্গাপুরের পাণ্ডবেশ্বর থানার পুলিশ (Six Fire Arms Recovered with Huge Amount of Bullets in Pandaveswar) ৷ আসানসোলের উপনির্বাচনের আগে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর অভিযোগ, ধৃত ব্যাক্তি বিজেপির লোক ৷ যদিও সেই অভিযোগ অস্বীকার করে বিজেপির পাল্টা দাবি, ধৃত দুষ্কৃতী শাসকদলের ছত্রছায়ায় কাজ করছিল ৷

গোপন সূত্রে খবর পেয়ে, দুর্গাপুরের পাণ্ডবেশ্বর থানার পুলিশ ডালুরবাঁধ 8নং পিট এলাকা থেকে সিকিউরিটি এজেন্সির এক কর্মীর বাড়ি থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করে ৷ সঞ্জয় মোদি নামে ওই ব্যক্তির বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে প্রায় 70 রাউন্ড কার্তুজ ও 6টি দেশি পাইপগান উদ্ধার করে ৷ পুলিশ সঞ্জয় মোদিকে জিজ্ঞাসাবাদ করে এই বিপুল আগ্নেয়াস্ত্র কী কারণে মজুত করা হয়েছিল, আর এর পিছনে কারা রয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ ৷

আসানসোল দুর্গাপুর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার তাহিত আনোয়ার জানান, পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ৷ এর জন্য ধৃত সঞ্জয় মোদিকে জিজ্ঞাসবাদ করে অপরাধচক্রের মূলচক্রী পর্যন্ত পৌঁছনোর চেষ্টা করছে ৷

আরও পড়ুন : Human Traffickers Arrest in Khagraghar : আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার মানবপাচার চক্রের সঙ্গে যুক্ত বিহারের 2 দুষ্কৃতী

পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, ‘‘ধৃত ওই ব্যক্তি গত বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে কাজ করেছেন ৷ এর নেপথ্যে যারা আছে তাদেরকে অবিলম্বে খুঁজে বের করার জন্য আমি পুলিশের কাছে অনুরোধ করব ।’’ অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে অভিযোগ আসানসোল লোকসভার উপনির্বাচনের আগে সন্ত্রাস তৈরি করতে তৃণমূল এই অস্ত্র মজুত করেছিল ৷

দুর্গাপুর, 28 মার্চ : বিপুল পরিমাণে বেআইনি আগ্নেয়াস্ত্র-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল দুর্গাপুরের পাণ্ডবেশ্বর থানার পুলিশ (Six Fire Arms Recovered with Huge Amount of Bullets in Pandaveswar) ৷ আসানসোলের উপনির্বাচনের আগে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর অভিযোগ, ধৃত ব্যাক্তি বিজেপির লোক ৷ যদিও সেই অভিযোগ অস্বীকার করে বিজেপির পাল্টা দাবি, ধৃত দুষ্কৃতী শাসকদলের ছত্রছায়ায় কাজ করছিল ৷

গোপন সূত্রে খবর পেয়ে, দুর্গাপুরের পাণ্ডবেশ্বর থানার পুলিশ ডালুরবাঁধ 8নং পিট এলাকা থেকে সিকিউরিটি এজেন্সির এক কর্মীর বাড়ি থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করে ৷ সঞ্জয় মোদি নামে ওই ব্যক্তির বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে প্রায় 70 রাউন্ড কার্তুজ ও 6টি দেশি পাইপগান উদ্ধার করে ৷ পুলিশ সঞ্জয় মোদিকে জিজ্ঞাসাবাদ করে এই বিপুল আগ্নেয়াস্ত্র কী কারণে মজুত করা হয়েছিল, আর এর পিছনে কারা রয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ ৷

আসানসোল দুর্গাপুর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার তাহিত আনোয়ার জানান, পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ৷ এর জন্য ধৃত সঞ্জয় মোদিকে জিজ্ঞাসবাদ করে অপরাধচক্রের মূলচক্রী পর্যন্ত পৌঁছনোর চেষ্টা করছে ৷

আরও পড়ুন : Human Traffickers Arrest in Khagraghar : আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার মানবপাচার চক্রের সঙ্গে যুক্ত বিহারের 2 দুষ্কৃতী

পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, ‘‘ধৃত ওই ব্যক্তি গত বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে কাজ করেছেন ৷ এর নেপথ্যে যারা আছে তাদেরকে অবিলম্বে খুঁজে বের করার জন্য আমি পুলিশের কাছে অনুরোধ করব ।’’ অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে অভিযোগ আসানসোল লোকসভার উপনির্বাচনের আগে সন্ত্রাস তৈরি করতে তৃণমূল এই অস্ত্র মজুত করেছিল ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.