দুর্গাপুর, 8 জুন : রেণু খাতুনের হাতের কবজি কাটার ঘটনায়, তাঁর স্বামী কি ভাড়াটে খুনি নিয়োগ করেছিলেন ? পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়ার পর অভিযুক্ত শের মহম্মদ শেখ নাকি এমনটাই জানিয়েছেন (Sher Muhammad Hired Supari Killers to Cut Renu Khatun Wrist) ৷ সেই সঙ্গে এ দিন বেসরকারি হাসপাতালের শয্যা থেকেই স্বামী, শ্বশুর-শাশুড়ি এবং অন্য দুই অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন রেণু খাতুন ৷
কেতুগ্রাম হাসপাতালে নার্সিংয়ের চাকরি পাওয়া রেণু খাতুনের ডান হাতের কবজি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্বামী শের মহম্মদ শেখের বিরুদ্ধে ৷ সেই ঘটনায় পালিয়েও শেষ রক্ষা হয়নি ৷ গতকাল রাতে পূর্ব বর্ধমান থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ ৷ দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে মঙ্গলবার বিকালে রেণুকে দেখতে যান, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় ৷
আরও পড়ুন : Husband cuts Wife Wrist Update : পালিয়েও শেষরক্ষা হল না ! স্ত্রী'র কবজি কাটার ঘটনায় গ্রেফতার স্বামী
তার কয়েকঘণ্টার মধ্যে রাতে গ্রেফতার হন শের মহম্মদ শেখ ৷ পুলিশ সূত্রে খবর, শের মহম্মদ জানিয়েছে রেণুর কবজি কাটতে দু’জনকে ভাড়া করে এনেছিলেন তিনি ৷ প্রথমে জানা গিয়েছিল, রেণুর কবজি কাটতে শের মহম্মদের দুই বন্ধু তাঁকে সাহায্য করেছিল ৷ কিন্তু, শের মহম্মদ গ্রেফতার হওয়ার পর নতুন তথ্য সামনে আসছে ৷ ফলে সবদিক খতিয়ে দেখে বাকি দুই অভিযুক্তের খোঁজ শুরু করেছে পুলিশ ৷