ETV Bharat / city

Durgapur Bus Accident : দুর্গাপুরে বাস দুর্ঘটনা, আহত 20 যাত্রী - Durgapur Bus Accident

মঙ্গলবার সকালে দুর্গাপুরগামী দু‘ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবোঝাই বাস (Fatal bus Accident takes place in National Highway 2) । ঘটনায় আহত হন প্রায় 20 জন যাত্রী ৷

Durgapur Bus Accident
দুর্গাপুরে ভয়ানক বাস দুর্ঘটনা, আহত প্রায় ২০ জন যাত্রী
author img

By

Published : Jan 4, 2022, 11:01 AM IST

Updated : Jan 4, 2022, 12:37 PM IST

দুর্গাপুর, 4 জানুয়ারি : সড়ক দুর্ঘটনার কবলে যাত্রীবোঝাই বাস (Fatal bus Accident takes place in National Highway 2) । মঙ্গলবার সকালে পানাগড়ে দুর্গাপুরগামী দু‘নম্বর জাতীয় সড়কের উপর ওই বেসরকারি বাসটি ভুল রুট ধরে যাওয়ার সময় একটি কন্টেনারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় । সংঘর্ষে আহত হন প্রায় 20 জন যাত্রী । স্থানীয়দের তৎপরতায় তাঁদের উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয় ৷

যাত্রীদের অভিযোগ, বাসটি ভুল রুট ধরে যাওয়ার ফলেই ঘটছে এই দুর্ঘটনা ৷ পুলিশ ঘুষ নিয়ে এই বাসগুলিকে ছেড়ে দেয় বলেও অভিযোগ করেন তাঁরা ৷ তাঁরা আরও জানান, বাসে ছিলেন প্রায় 50-60 জন যাত্রী ৷ যার মধ্যে আহত হয়েছেন প্রায় 18 থেকে 20 জন ৷ পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর আহতদের ছেড়ে দেওয়া হয় ৷

বাস দুর্ঘটনায় আহত 20 জন যাত্রী

আরও পড়ুন:বছরের প্রথম সকালে কুলপিতে দুর্ঘটনার কবলে পিকনিকের গাড়ি, আহত কমপক্ষে 15

দুর্ঘটনার ফলে দুর্গাপুরগামী 2 নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে পড়ে ৷ এরপর ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে বুদবুদ থানার পুলিশ ৷

দুর্গাপুর, 4 জানুয়ারি : সড়ক দুর্ঘটনার কবলে যাত্রীবোঝাই বাস (Fatal bus Accident takes place in National Highway 2) । মঙ্গলবার সকালে পানাগড়ে দুর্গাপুরগামী দু‘নম্বর জাতীয় সড়কের উপর ওই বেসরকারি বাসটি ভুল রুট ধরে যাওয়ার সময় একটি কন্টেনারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় । সংঘর্ষে আহত হন প্রায় 20 জন যাত্রী । স্থানীয়দের তৎপরতায় তাঁদের উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয় ৷

যাত্রীদের অভিযোগ, বাসটি ভুল রুট ধরে যাওয়ার ফলেই ঘটছে এই দুর্ঘটনা ৷ পুলিশ ঘুষ নিয়ে এই বাসগুলিকে ছেড়ে দেয় বলেও অভিযোগ করেন তাঁরা ৷ তাঁরা আরও জানান, বাসে ছিলেন প্রায় 50-60 জন যাত্রী ৷ যার মধ্যে আহত হয়েছেন প্রায় 18 থেকে 20 জন ৷ পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর আহতদের ছেড়ে দেওয়া হয় ৷

বাস দুর্ঘটনায় আহত 20 জন যাত্রী

আরও পড়ুন:বছরের প্রথম সকালে কুলপিতে দুর্ঘটনার কবলে পিকনিকের গাড়ি, আহত কমপক্ষে 15

দুর্ঘটনার ফলে দুর্গাপুরগামী 2 নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে পড়ে ৷ এরপর ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে বুদবুদ থানার পুলিশ ৷

Last Updated : Jan 4, 2022, 12:37 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.