ETV Bharat / city

পুরস্কার হিসেবে সবুজ সাথীর সাইকেল, শুরু বিতর্ক

নেতাজির জন্মদিন উপলক্ষ্যে ম্যারাথন দৌড়ে প্রতিযোগিতার আয়োজন করে দুর্গাপুর-ফরিদপুর ব্লক কর্তৃপক্ষ ৷ সেই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান যিনি দখল করেন তাঁকে দেওয়া হয় সবুজসাথির সাইকেল ৷ যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷

cycle
পুরস্কার দেওয়া সাইকেল
author img

By

Published : Jan 23, 2020, 3:09 PM IST

Updated : Jan 23, 2020, 3:30 PM IST

দুর্গাপুর, 23 জানুয়ারি: নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তীতে ম্যারাথন দৌড়ে প্রথম স্থানাধিকারীকে দেওয়া হল সবুজ সাথী প্রকল্পের সাইকেল ৷ আর এরপরেই শুরু হয়েছে বিতর্ক ৷ দুর্গাপুর-ফরিদপুর ব্লকের পঞ্চায়েত সমিতির এই কাজে উঠছে একাধিক প্রশ্ন ৷ আইনানুগ ব্যবস্থা গ্রহনের কথা জানালেন BDO ৷

নেতাজীর 124তম জন্মজয়ন্তীতে দুর্গাপুর-ফরিদপুর ব্লক পঞ্চায়েত সমিতি আজ 124জন প্রতিযোগীকে নিয়ে ম্যারাথন দৌড়ের আয়োজন করে । সরপি মোড় থেকে লাউদোহা BDO অফিস পর্যন্ত এই প্রতিযোগিতা হয় । প্রতিযোগীতায় প্রথম হয় বিদ্যুৎ বাগদী । তাকে প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় সবুজ সাথী প্রকল্পের একটি সাইকেল । আর এখানেই বিতর্কের শুরু । প্রশ্ন উঠেছে স্কুলের পড়ুয়াদের জন্য বরাদ্দ সাইকেল কীভাবে পুরস্কার হিসেবে দেওয়া হল? কারণ এই সাইকেল হিসেব করে আসে শুধুমাত্র স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য ৷ তাহলে কোন কোন ছাত্র-ছাত্রী বঞ্চিত হয়েছে এই প্রকল্প থেকে ?

শুনুন BDO ও পঞ্চায়েত সমিতির সভাপতি ও পুরস্কার প্রাপকের বক্তব্য

দুর্গাপুর-ফরিদপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতি হেমব্রম অবশ্য স্বীকার করেছেন, ঠিক হয়নি এই কাজ । অন্যদিকে ব্লকের BDO মৃণালকান্তি বাগচী বলেন, "এই ঘটনার জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে । BJP নেতা জীতেন চট্টোপাধ্যায়ের বক্তব্য, "ঘটনায় প্রমাণিত সাইকেল নিয়ে কত দুর্নীতি হচ্ছে । জনগণের টাকায় কেনা সাইকেল নিয়ে যে কী চলছে তা এই ঘটনাতেই প্রমাণিত ।

দুর্গাপুর, 23 জানুয়ারি: নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তীতে ম্যারাথন দৌড়ে প্রথম স্থানাধিকারীকে দেওয়া হল সবুজ সাথী প্রকল্পের সাইকেল ৷ আর এরপরেই শুরু হয়েছে বিতর্ক ৷ দুর্গাপুর-ফরিদপুর ব্লকের পঞ্চায়েত সমিতির এই কাজে উঠছে একাধিক প্রশ্ন ৷ আইনানুগ ব্যবস্থা গ্রহনের কথা জানালেন BDO ৷

নেতাজীর 124তম জন্মজয়ন্তীতে দুর্গাপুর-ফরিদপুর ব্লক পঞ্চায়েত সমিতি আজ 124জন প্রতিযোগীকে নিয়ে ম্যারাথন দৌড়ের আয়োজন করে । সরপি মোড় থেকে লাউদোহা BDO অফিস পর্যন্ত এই প্রতিযোগিতা হয় । প্রতিযোগীতায় প্রথম হয় বিদ্যুৎ বাগদী । তাকে প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় সবুজ সাথী প্রকল্পের একটি সাইকেল । আর এখানেই বিতর্কের শুরু । প্রশ্ন উঠেছে স্কুলের পড়ুয়াদের জন্য বরাদ্দ সাইকেল কীভাবে পুরস্কার হিসেবে দেওয়া হল? কারণ এই সাইকেল হিসেব করে আসে শুধুমাত্র স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য ৷ তাহলে কোন কোন ছাত্র-ছাত্রী বঞ্চিত হয়েছে এই প্রকল্প থেকে ?

শুনুন BDO ও পঞ্চায়েত সমিতির সভাপতি ও পুরস্কার প্রাপকের বক্তব্য

দুর্গাপুর-ফরিদপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতি হেমব্রম অবশ্য স্বীকার করেছেন, ঠিক হয়নি এই কাজ । অন্যদিকে ব্লকের BDO মৃণালকান্তি বাগচী বলেন, "এই ঘটনার জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে । BJP নেতা জীতেন চট্টোপাধ্যায়ের বক্তব্য, "ঘটনায় প্রমাণিত সাইকেল নিয়ে কত দুর্নীতি হচ্ছে । জনগণের টাকায় কেনা সাইকেল নিয়ে যে কী চলছে তা এই ঘটনাতেই প্রমাণিত ।

Intro:নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তীতে ম্যারাথন দৌড়ে কিভাবে প্রথম স্থানাধিকারীকে পুরষ্কার স্বরুপ দেওয়া হল সবুজ সাথী প্রকল্পের সাইকেল?বিতর্ক দুর্গাপুর-ফরিদপুর ব্লকের পঞ্চায়েত সমিতির এই কাজে?আইনানুগ ব্যাবস্থা গ্রহনের কথা জানালেন বিডিও।।

আজ দেশজুড়ে বিভিন্নভাবে পালিত হচ্ছে নেতাজীর ১২৪ তম জন্মজয়ন্তী।দুর্গাপুর-ফরিদপুর ব্লক পঞ্চায়েত সমিতির উদ্যোগে আজ ১২৪ জন প্রতিযোগী কে নিয়ে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়।সরপী মোড় থেকে লাউদোহা বিডিও অফিস পর্যন্ত এই দৌড় প্রতিযোগিতা হয়।ম্যারাথন দৌড়ে প্রথম হয় বিদ্যুৎ বাগদী। তাকে প্রথম পুরষ্কার হিসাবে দেওয়া হয় সবুজ সাথী প্রকল্পের একটি সাইকেল।আর এখানেই দেখা দিয়েছে বিতর্ক।স্কুলের পড়ুয়াদের জন্য বরাদ্দ সাইকেল কিভাবে দেওয়া হল?তাহলে কোন ছাত্র-ছাত্রী বঞ্চিত হবে এতে?কারন এই সাইকেল হিসাব করে আসে।তাহলে এই সাইকেল কিভাবে দেওয়া হল?দুর্গাপুর-ফরিদপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতি হেমব্রম অবশ্য স্বীকার করেছেন ঠিক হয়নি এই কাজ।অন্যদিকে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের বিডিও মৃণালকান্তি বাগচি বলেন, এরকম ঘটনার জন্য আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।বিজেপি নেতা জীতেন চ্যাটার্জি এই ঘটনা সম্পর্কে বলেন, এতে প্রমানিত এরকম সাইকেল নিয়ে কত দুর্নীতি হচ্ছে।জনগনের টাকায় কেনা সাইকেল নিয়ে যে কি চলছে তা এই ঘটনাতে প্রমানিত।।Body:গConclusion:গ
Last Updated : Jan 23, 2020, 3:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.