ETV Bharat / city

TMC Protest for Fuel Price Hike : জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ দুর্গাপুরে, রাস্তার উপরেই লুচি ভাজলেন তৃণমূল কর্মীরা - পেট্রল ডিজেলের মূল্যবৃদ্ধি

পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল তৃণমূল নেতাকর্মীরা (Road Block by TMC for Protest of Fuel Price Hike in Durgapur) ৷ আজ দুর্গাপুরে মুচিপাড়া-বাঁকুড়া রাজ্যসড়ক অবরোধে নেতৃত্ব দেন 29নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনীল চট্টোপাধ্যায় ৷

Road Block by TMC for Protest of Fuel Price Hike in Durgapur
Road Block by TMC for Protest of Fuel Price Hike in Durgapur
author img

By

Published : May 22, 2022, 3:55 PM IST

দুর্গাপুর, 22 মে : পেট্রল-ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে পথ অবরোধ তৃণমূলের (Road Block by TMC for Protest of Fuel Price Hike in Durgapur) ৷ দুর্গাপুর পৌরনিগমের বরো চেয়ারম্যান তথা 29 নং ওয়ার্ডে কাউন্সিলর সুনীল চট্টোপাধ্যায়ের নেতৃত্বে মুচিপাড়া-বাঁকুড়া রাজ্যসড়ক অবরোধ করে স্থানীয় তৃণমূল কর্মীরা ৷

রবিবার সকালে দুর্গাপুরের 29 নম্বর ওয়ার্ড তৃণমূলের তরফে দুর্গাপুরের সগরভাঙ্গায় মুচিপাড়া-বাঁকুড়া রাজ্যসড়কের মাঝের মোড়ে অবরোধ করা হয় ৷ প্রায় 15 মিনিট পথ অবরোধ করে এই বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা ৷ পেট্রল-ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে হওয়া অবরোধ-বিক্ষোভে নেতৃত্ব দেন দুর্গাপুরের বরো চেয়ারম্যান সুনীল চট্টোপাধ্যায় ৷ প্রতিবাদ কর্মসূচিতে রাস্তার উপরেই উনুন ধরিয়ে লুচি ভাজেন তৃণমূল কর্মীরা ৷

আরও পড়ুন : Fuel Price Excise Duty Reduced : মোদি সরকারের শুল্ক কমানোর ঘোষণায় ফের সস্তা হচ্ছে পেট্রল-ডিজেল

এই অবরোধের জেরে মুচিপাড়া-বাঁকুড়া রাজ্যসড়কে ব্যাপক যানজট তৈরি হয় ৷ কোকওভেন থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে দিলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয় ৷ শাসকদলের এই পথ অবরোধ করে প্রতিবাদ কর্মসূচীর সমালোচনা করেন বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই ৷

আরও পড়ুন : Kunal on BJP : পেট্রল ড্রিজেলের দাম কমলে 'জয় শ্রীরাম' বলতে রাজি; মন্তব্য কুণালের

দুর্গাপুর, 22 মে : পেট্রল-ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে পথ অবরোধ তৃণমূলের (Road Block by TMC for Protest of Fuel Price Hike in Durgapur) ৷ দুর্গাপুর পৌরনিগমের বরো চেয়ারম্যান তথা 29 নং ওয়ার্ডে কাউন্সিলর সুনীল চট্টোপাধ্যায়ের নেতৃত্বে মুচিপাড়া-বাঁকুড়া রাজ্যসড়ক অবরোধ করে স্থানীয় তৃণমূল কর্মীরা ৷

রবিবার সকালে দুর্গাপুরের 29 নম্বর ওয়ার্ড তৃণমূলের তরফে দুর্গাপুরের সগরভাঙ্গায় মুচিপাড়া-বাঁকুড়া রাজ্যসড়কের মাঝের মোড়ে অবরোধ করা হয় ৷ প্রায় 15 মিনিট পথ অবরোধ করে এই বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা ৷ পেট্রল-ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে হওয়া অবরোধ-বিক্ষোভে নেতৃত্ব দেন দুর্গাপুরের বরো চেয়ারম্যান সুনীল চট্টোপাধ্যায় ৷ প্রতিবাদ কর্মসূচিতে রাস্তার উপরেই উনুন ধরিয়ে লুচি ভাজেন তৃণমূল কর্মীরা ৷

আরও পড়ুন : Fuel Price Excise Duty Reduced : মোদি সরকারের শুল্ক কমানোর ঘোষণায় ফের সস্তা হচ্ছে পেট্রল-ডিজেল

এই অবরোধের জেরে মুচিপাড়া-বাঁকুড়া রাজ্যসড়কে ব্যাপক যানজট তৈরি হয় ৷ কোকওভেন থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে দিলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয় ৷ শাসকদলের এই পথ অবরোধ করে প্রতিবাদ কর্মসূচীর সমালোচনা করেন বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই ৷

আরও পড়ুন : Kunal on BJP : পেট্রল ড্রিজেলের দাম কমলে 'জয় শ্রীরাম' বলতে রাজি; মন্তব্য কুণালের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.