দুর্গাপুর, 2 মে : "আপনারা কেউ ভোট দিতে যাবেন না । ভোট দিতে গেলেই কিন্তু বিপত্তি ।" ভোটের আগে দুর্গাপুর পৌরসভার 39 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শশাঙ্ক শেখর মণ্ডল এমনই হুঁশিয়ারি দিয়েছিলেন বলে অভিযোগ । 29 এপ্রিল ছিল এই কেন্দ্রে নির্বাচন । তার আগে ওই কাউন্সিলর আশিস নগর, বিদ্যাসাগর পল্লির বাসিন্দাদের এই হুমকি দিচ্ছিলেন । তবে তাঁর হুমকি কার্যত উপেক্ষা করে ভোট দিতে গেছিল স্থানীয়রা । অভিযোগ, এর জেরে গতরাতে শশাঙ্কবাবুর নেতৃত্বে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় তাণ্ডব চালায় । হামলা চালায় বিরোধীদের বাড়িতে । এরপরই স্থানীয়রাও পালটা কাউন্সিলর ও তাঁর সঙ্গীদের বাড়িতে হামলা চালায় । এই ঘটনায় গতরাতে শাসক ও বিরোধী দলের মোট 4-5 জন আহত হন । আহতরা দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।
অভিযোগ, স্থানীয় CPI(M) নেতা বিবেকানন্দ মল্লিকের বাড়িতে চড়াও হন কাউন্সিলর ও তাঁর সঙ্গীরা । তবে বিবেকানন্দকে বাড়িতে না পেয়ে তাঁর দাদাকে বেধড়ক মারধর করা হয় । বেশ কয়েকজন বিরোধী দলের কর্মীদের বাড়িতেও তাণ্ডব চালায় তারা । এর পরই এলাকার স্থানীয় বাসিন্দারা ওই কাউন্সিলর এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে সরব হয় । ক্ষিপ্ত এলাকাবাসী কাউন্সিলর শশাঙ্কবাবু এবং তাঁর 11 জন সঙ্গীর বাড়িতে পালটা হামলা চালায় । তাদের বাড়িতে ঢুকে ভাঙচুর করে । স্থানীয়দের আক্রমণে ভয়ে গা ঢাকা দেন শশাঙ্কবাবু ও তাঁর সঙ্গীরা । তবে তৃণমূলের তরফে অভিযোগ, গতরাতে শশাঙ্কবাবু ও তাঁর সঙ্গীদের বাড়িতে একযোগে আক্রমণ চালিয়েছে BJP ও CPI(M) । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় কোক ওভেন থানার পুলিশ । পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় এলাকাবাসী ।
গতরাতের ঘটনার রেশ ধরেই আজ সকালে ফের উত্তপ্ত হয়ে ওঠে 39 নম্বর ওয়ার্ড । পুলিশের কাছে এলাকার সাধরণ মানুষের দাবি, ওই কাউন্সিলরের আর প্রয়োজন নেই । তাঁকে যেন এলাকায় ঢুকতে দেওয়া না হয় । এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে । তবে পুলিশের সামনেই চলছে দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন ।