ETV Bharat / city

ভোট পরবর্তী সংঘর্ষ, উত্তেজনা দুর্গাপুরে - west burdwan

ভোট পরবর্তী সংঘর্ষে উত্তেজনা ছড়াল দুর্গাপুরের 39 নম্বর ওয়ার্ডের আশিস নগর ও বিদ্যাসাগর পল্লিতে । আক্রমণ ও পালটা আক্রমণের জেরে দু'পক্ষের মোট 4 থেকে 5 জন আহত । আজ সকালেও এলাকার কাউন্সিলর শশাঙ্ক শেখর মণ্ডলের অপসারণের দাবিতে পুলিশের সামনে দফায় দফায় বিক্ষোভ দেখায় স্থানীয়রা ।

আক্রান্ত ব্যক্তি
author img

By

Published : May 2, 2019, 11:12 AM IST

Updated : May 2, 2019, 2:06 PM IST

দুর্গাপুর, 2 মে : "আপনারা কেউ ভোট দিতে যাবেন না । ভোট দিতে গেলেই কিন্তু বিপত্তি ।" ভোটের আগে দুর্গাপুর পৌরসভার 39 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শশাঙ্ক শেখর মণ্ডল এমনই হুঁশিয়ারি দিয়েছিলেন বলে অভিযোগ । 29 এপ্রিল ছিল এই কেন্দ্রে নির্বাচন । তার আগে ওই কাউন্সিলর আশিস নগর, বিদ্যাসাগর পল্লির বাসিন্দাদের এই হুমকি দিচ্ছিলেন । তবে তাঁর হুমকি কার্যত উপেক্ষা করে ভোট দিতে গেছিল স্থানীয়রা । অভিযোগ, এর জেরে গতরাতে শশাঙ্কবাবুর নেতৃত্বে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় তাণ্ডব চালায় । হামলা চালায় বিরোধীদের বাড়িতে । এরপরই স্থানীয়রাও পালটা কাউন্সিলর ও তাঁর সঙ্গীদের বাড়িতে হামলা চালায় । এই ঘটনায় গতরাতে শাসক ও বিরোধী দলের মোট 4-5 জন আহত হন । আহতরা দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।

ভিডিয়োয় দেখুন

অভিযোগ, স্থানীয় CPI(M) নেতা বিবেকানন্দ মল্লিকের বাড়িতে চড়াও হন কাউন্সিলর ও তাঁর সঙ্গীরা । তবে বিবেকানন্দকে বাড়িতে না পেয়ে তাঁর দাদাকে বেধড়ক মারধর করা হয় । বেশ কয়েকজন বিরোধী দলের কর্মীদের বাড়িতেও তাণ্ডব চালায় তারা । এর পরই এলাকার স্থানীয় বাসিন্দারা ওই কাউন্সিলর এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে সরব হয় । ক্ষিপ্ত এলাকাবাসী কাউন্সিলর শশাঙ্কবাবু এবং তাঁর 11 জন সঙ্গীর বাড়িতে পালটা হামলা চালায় । তাদের বাড়িতে ঢুকে ভাঙচুর করে । স্থানীয়দের আক্রমণে ভয়ে গা ঢাকা দেন শশাঙ্কবাবু ও তাঁর সঙ্গীরা । তবে তৃণমূলের তরফে অভিযোগ, গতরাতে শশাঙ্কবাবু ও তাঁর সঙ্গীদের বাড়িতে একযোগে আক্রমণ চালিয়েছে BJP ও CPI(M) । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় কোক ওভেন থানার পুলিশ । পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় এলাকাবাসী ।

গতরাতের ঘটনার রেশ ধরেই আজ সকালে ফের উত্তপ্ত হয়ে ওঠে 39 নম্বর ওয়ার্ড । পুলিশের কাছে এলাকার সাধরণ মানুষের দাবি, ওই কাউন্সিলরের আর প্রয়োজন নেই । তাঁকে যেন এলাকায় ঢুকতে দেওয়া না হয় । এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে । তবে পুলিশের সামনেই চলছে দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন ।

দুর্গাপুর, 2 মে : "আপনারা কেউ ভোট দিতে যাবেন না । ভোট দিতে গেলেই কিন্তু বিপত্তি ।" ভোটের আগে দুর্গাপুর পৌরসভার 39 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শশাঙ্ক শেখর মণ্ডল এমনই হুঁশিয়ারি দিয়েছিলেন বলে অভিযোগ । 29 এপ্রিল ছিল এই কেন্দ্রে নির্বাচন । তার আগে ওই কাউন্সিলর আশিস নগর, বিদ্যাসাগর পল্লির বাসিন্দাদের এই হুমকি দিচ্ছিলেন । তবে তাঁর হুমকি কার্যত উপেক্ষা করে ভোট দিতে গেছিল স্থানীয়রা । অভিযোগ, এর জেরে গতরাতে শশাঙ্কবাবুর নেতৃত্বে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় তাণ্ডব চালায় । হামলা চালায় বিরোধীদের বাড়িতে । এরপরই স্থানীয়রাও পালটা কাউন্সিলর ও তাঁর সঙ্গীদের বাড়িতে হামলা চালায় । এই ঘটনায় গতরাতে শাসক ও বিরোধী দলের মোট 4-5 জন আহত হন । আহতরা দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।

ভিডিয়োয় দেখুন

অভিযোগ, স্থানীয় CPI(M) নেতা বিবেকানন্দ মল্লিকের বাড়িতে চড়াও হন কাউন্সিলর ও তাঁর সঙ্গীরা । তবে বিবেকানন্দকে বাড়িতে না পেয়ে তাঁর দাদাকে বেধড়ক মারধর করা হয় । বেশ কয়েকজন বিরোধী দলের কর্মীদের বাড়িতেও তাণ্ডব চালায় তারা । এর পরই এলাকার স্থানীয় বাসিন্দারা ওই কাউন্সিলর এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে সরব হয় । ক্ষিপ্ত এলাকাবাসী কাউন্সিলর শশাঙ্কবাবু এবং তাঁর 11 জন সঙ্গীর বাড়িতে পালটা হামলা চালায় । তাদের বাড়িতে ঢুকে ভাঙচুর করে । স্থানীয়দের আক্রমণে ভয়ে গা ঢাকা দেন শশাঙ্কবাবু ও তাঁর সঙ্গীরা । তবে তৃণমূলের তরফে অভিযোগ, গতরাতে শশাঙ্কবাবু ও তাঁর সঙ্গীদের বাড়িতে একযোগে আক্রমণ চালিয়েছে BJP ও CPI(M) । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় কোক ওভেন থানার পুলিশ । পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় এলাকাবাসী ।

গতরাতের ঘটনার রেশ ধরেই আজ সকালে ফের উত্তপ্ত হয়ে ওঠে 39 নম্বর ওয়ার্ড । পুলিশের কাছে এলাকার সাধরণ মানুষের দাবি, ওই কাউন্সিলরের আর প্রয়োজন নেই । তাঁকে যেন এলাকায় ঢুকতে দেওয়া না হয় । এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে । তবে পুলিশের সামনেই চলছে দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন ।

Intro:""আপনারা কেউ ভোট দিতে যাবেন না। ভোট দিতে গেলেই কিন্তু বিপত্তি""- এমন ভাবেই দুর্গাপুর পুরসভার 39 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শশাঙ্ক শেখর মন্ডল তার ওয়ার্ডের আশীষ নগর, বিদ্যাসাগর পল্লীর বাসিন্দাদের কে হুমকি দিয়েছিলেন। নির্বাচনে মানুষ কিন্তু স্থানীয় তৃণমূল কাউন্সিলরের কথা না মেনেই ভোট দিতে গিয়েছিলেন। আর সেই অপরাধের জন্যই বুধবার রাত থেকেই কাউন্সিলরের নেতৃত্বে টিএমসি কর্মীসমর্থকরা বিভিন্ন ভোটারদের বাড়িতে বাড়িতে তাণ্ডব চালায়।বিবেকানন্দ মল্লিক নামক এক সিপিআই(এম) নেতাকে বাড়িতে না পেয়ে তার দাদা কে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে এই কাউন্সিলর এর বিরুদ্ধে।বেশ কিছু বাড়িতে তাণ্ডব চালানোর পরে বিদ্যাসাগর পল্লী ও আশিস নগরের বাসিন্দারা কাউন্সিলরের এবং তার সঙ্গী দের এই দাদাগিরি বেশিক্ষণ মেনে নিতে পারেননি। পাল্টা প্রতিরোধ করেন এলাকার মানুষ। তারাও কাউন্সিলর শশাঙ্ক শেখর মন্ডলের এবং তার ১১ জন সঙ্গীর বাড়িতে হামলা চালায় তাদের বাড়িতে ঢুকেও ভাঙচুর চালায় এলাকাবাসী। ভয়ে গা ঢাকা দেয় কাউন্সিলর ও তার সঙ্গীরা।টিএমসি র অভিযোগ তাদের বাড়িতে বিজেপি ও সিপিআই(এম) একযোগে আক্রমণ চালায়।ঘটনাস্থলে কোক ওভেন থানার পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ।আজ সকাল থেকে ফের উত্তাল ৩৯ নম্বর ওয়ার্ড।এলাকার মানুষ দাবী করেছেন এই কাউন্সিলর কে দরকার নেই।তাকে এলাকায় ঢুকতে যেন না দেওয়া হয়।দুই পক্ষের এই সংঘাতের জেরে প্রায় ৪-৫ জন আহত।এলাকায় পুলিশ মোতায়েন থাকলেও দফায় দফায় চলছে বিক্ষোভ।Body:কপিConclusion:কপি
Last Updated : May 2, 2019, 2:06 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.