ETV Bharat / city

ট্রাকের ধাক্কায় মৃত্যু পুলিশকর্মীর - police died by road accident in asansol

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের DCP হেডকোয়ার্টারের আবাসনে নিরাপত্তারক্ষী পথ দুর্ঘটনায় মারা যান । মৃত পুলিশ কর্মীর নাম প্রকাশ কর্মকার । কেন্দা মোড়ে একটি ট্রাক এসে পিছন থেকে তাঁর বাইকে ধাক্কা মারে ।

police died
ট্রাকের ধাক্কায় মৃত পুলিশ
author img

By

Published : Jan 7, 2020, 2:05 PM IST

দুর্গাপুর, 7 জানুয়ারি: মঙ্গলবার সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশ কর্মীর । দুর্গাপুরের ঘটনা । মৃত পুলিশকর্মীর নাম প্রকাশ কর্মকার (30) । তিনি জামুড়িয়ার বাসিন্দা ছিলেন । তিনি আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের DCP হেডকোয়ার্টারের আবাসনে নিরাপত্তারক্ষী হিসেবে কর্তব্যরত ছিলেন ।

কাজ শেষ করে রানিগঞ্জ থেকে বাড়ি ফিরছিলেন ওই পুলিশকর্মী । ফেরার পথে কেন্দা মোড়ে তাঁর বাইকে একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দেয় । বাইক নিয়ে রাস্তায় লুটিয়ে পড়েন প্রকাশবাবু । তবে স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে ধরতে পারেননি ।

দ্রুত ওই পুলিশকর্মীকে স্থানীয়রা উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । আপাতত ময়নাতদন্তের জন্য তাঁর দেহ হাসপাতালেই রাখা হয়েছে ।

দুর্গাপুর, 7 জানুয়ারি: মঙ্গলবার সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশ কর্মীর । দুর্গাপুরের ঘটনা । মৃত পুলিশকর্মীর নাম প্রকাশ কর্মকার (30) । তিনি জামুড়িয়ার বাসিন্দা ছিলেন । তিনি আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের DCP হেডকোয়ার্টারের আবাসনে নিরাপত্তারক্ষী হিসেবে কর্তব্যরত ছিলেন ।

কাজ শেষ করে রানিগঞ্জ থেকে বাড়ি ফিরছিলেন ওই পুলিশকর্মী । ফেরার পথে কেন্দা মোড়ে তাঁর বাইকে একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দেয় । বাইক নিয়ে রাস্তায় লুটিয়ে পড়েন প্রকাশবাবু । তবে স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে ধরতে পারেননি ।

দ্রুত ওই পুলিশকর্মীকে স্থানীয়রা উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । আপাতত ময়নাতদন্তের জন্য তাঁর দেহ হাসপাতালেই রাখা হয়েছে ।

Intro:দুর্গাপুরঃ পথ দুর্ঘটনায় মৃত্যু এক পুলিশ কর্মীর। রাণীগঞ্জ থেকে জামুড়িয়া দিকে যাওয়ার সময় একটি ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় বাইকে থাকা এই পুলিশকর্মীর। দ্রুতই পুলিশকর্মীকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য তার দেহ রাখা হয়েছে।
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনাটের ডিসিপি(হেডকোয়ার্টার)এর আবাসনে নিরাপত্তারক্ষী হিসেবে কর্তব্যরত ছিল প্রকাশ কর্মকার(৩০ বছর)নামের এই হোম গার্ড। মঙ্গলবার সকালে রাণীগঞ্জ থেকে জামুড়িয়ার দিকে বাইক নিয়ে যাওয়ার সময় কেন্দা মোড়ে একটি ট্রাক পিছন থেকে ধাক্কা মারে। বাইক নিয়ে রাস্তায় লুটিয়ে পড়ে এই হোমগার্ড কর্মী। স্থানীয়রা দেখতে পেয়ে তাকে দ্রুত পুলিশের সহায়তায় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক ট্রাকটি ধরা পড়েনি।দেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে রাখা হয়েছে।।।Body:গConclusion:হ

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.