কাঁকসা, 27 ফেব্রুয়ারি: জঙ্গলে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল পশ্চিম বর্ধমানের কাঁকসা থানার বনকাটি এলাকায় ৷ অভিযুক্ত যুবক গ্রেপ্তার ৷
সাতকাহনিয়া ও 11 মাইল জঙ্গলের মাঝে ওই নাবালিকার বাড়ি ৷ তার বাবা ও মা ক'দিন ধরেই অসুস্থ ৷ তাঁদের পক্স হয়েছে । সামনেই মেয়ের পরীক্ষা । তাই বাড়িতে না থেকে রাজ্য সড়কের পাশে তাঁদের যে দোকান রয়েছে, সেখানেই ছিলেন তাঁরা ৷ ফলে বাড়িতে ওই নাবালিকা একাই ছিল ৷ অভিযোগ, মঙ্গলবার রাতে বাড়ির বাইরে বের হতেই তার মুখে কাপড় চাপা দিয়ে 11 মাইল জঙ্গলের ভিতরে নিয়ে যায় তিন যুবক ৷ জঙ্গলে নিয়ে গিয়ে শেখ আসাদুল নামে এক যুবক তাকে ধর্ষণ করে । ধর্ষণের পর ইট, পাথর দিয়ে তার মুখে ও মাথায় একাধিকবার আঘাত করা হয় বলেও অভিযোগ ৷ আঘাতের জেরে জ্ঞান হারায় সে ৷ পর দিন ভোরে জ্ঞান ফিরলে বাড়ি ফিরে আসে ৷ মা-বাবাকে বিষয়টি জানায় ৷ পরে তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয় ৷ গতরাতে পরিবারের তরফে কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ৷ গতরাতেই আসাদুলকে গ্রেপ্তার করে পুলিশ ৷
নির্যাতিতা তার বয়ানে জানিয়েছে, সাতকাহানিয়ার বাসিন্দা আসাদুল প্রায়ই তার নম্বরে ফোন ও মেসেজ করে উত্যক্ত করত । পুলিশ সূত্রে খবর, আসাদুলের সঙ্গে নির্যাতিতার যোগাযোগ ছিল । নির্যাতিতার বক্তব্য, পরে সে মোবাইলে আসাদুলকে ব্লক করে দিয়েছিল ৷ যদিও ওই নাবালিকার মায়ের বক্তব্য, তিনি জানতেন না আসাদুলের সঙ্গে তাঁর মেয়ের কোনও সম্পর্ক ছিল কি না ৷ তবে দু'জনে মোবাইলে কথা বলত সেটা তিনি জানতেন ৷ বাধাও দিয়েছিলেন ৷ আর তার জেরেই এই ঘটনা ।
আজ আসাদুলকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে তোলা হলে তার পাঁচদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক ৷