ETV Bharat / city

দুর্গাপুরে জলের দাবিতে পথ অবরোধ

দীর্ঘদিন ধরে জলের সঙ্কটে ভুগছেন দুর্গাপুরের ইচ্ছাপুর পঞ্চায়েতের সরপী মোড়ের বাসিন্দারা ৷ অবশেষে তাঁরা পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন ৷

people blocked road for water problem at durgapur
দুর্গাপুরে জলের দাবিতে পথ অবরোধ
author img

By

Published : Apr 29, 2021, 2:44 PM IST

দুর্গাপুর, 29 এপ্রিল: পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে চলল বিক্ষোভ । লাউদোহা থানার ইচ্ছাপুর পঞ্চায়েতের সরপী মোড় এলাকার ঘটনা ।

পানীয় জলের দাবিতে বৃহস্পতিবার বেলা 10:30 থেকে প্রায় ঘণ্টাখানেক সরপী মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় অফিস পাড়ার মহিলাদের একাংশ । পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ ওঠে । অবরোধকারীদের অভিযোগ , এলাকায় জনস্বাস্থ্য কারিগরি দফতরের (পিএইচই) কল থাকলেও দু-তিন মাস সেই কলে জল আসছে না । গ্রীষ্ম শুরু হতে এলাকায় পুকুর, কুয়োর জলস্তর শুকিয়ে গিয়েছে । কলে জল না পড়ায় সমস্যায় পড়েছেন বাসিন্দারা । দূর এলাকা থেকে জল আনতে হচ্ছে । বিষয়টি স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনকে জানানো সত্ত্বেও সুরাহা হয়নি সমস্যার । তাই এ দিন রাস্তা অবরোধ করা হয় বলে জানান বিক্ষোভকারীরা ।

অবরোধের জেরে দীর্ঘক্ষণ রাস্তায় যানজট তৈরি হয় । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পিএইচই আধিকারিক কৌশিক মণ্ডল । তিনি অবরোধকারীদের সঙ্গে কথা বলেন । দু-তিন দিনের মধ্যে জলের সমস্যা মিটে যাবে বলে আশ্বাস দেন তিনি । এরপরে ওঠে অবরোধ ।

আরও পড়ুন: লাঠি, হকি স্টিক, চ্যালা কাঠ... শেষ দফায় অশান্ত কলকাতা

অবরোধে বাসিন্দারা

এ দিকে দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সন্দীপ বন্দ্যোপাধ্যায় জানান, আগে এলাকায় জল সরবরাহ পর্যাপ্ত ছিল । কিন্তু সম্প্রতি বাড়ি-বাড়ি কলের সংযোগ দেওয়ার পর সমস্যা তৈরি হয় । ভোটের আচরণবিধি থাকায় ট্যাঙ্কারে করে জল সরবরাহ বন্ধ রয়েছে । আচরণবিধি উঠলে সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দেন তিনি ।

দুর্গাপুর, 29 এপ্রিল: পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে চলল বিক্ষোভ । লাউদোহা থানার ইচ্ছাপুর পঞ্চায়েতের সরপী মোড় এলাকার ঘটনা ।

পানীয় জলের দাবিতে বৃহস্পতিবার বেলা 10:30 থেকে প্রায় ঘণ্টাখানেক সরপী মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় অফিস পাড়ার মহিলাদের একাংশ । পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ ওঠে । অবরোধকারীদের অভিযোগ , এলাকায় জনস্বাস্থ্য কারিগরি দফতরের (পিএইচই) কল থাকলেও দু-তিন মাস সেই কলে জল আসছে না । গ্রীষ্ম শুরু হতে এলাকায় পুকুর, কুয়োর জলস্তর শুকিয়ে গিয়েছে । কলে জল না পড়ায় সমস্যায় পড়েছেন বাসিন্দারা । দূর এলাকা থেকে জল আনতে হচ্ছে । বিষয়টি স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনকে জানানো সত্ত্বেও সুরাহা হয়নি সমস্যার । তাই এ দিন রাস্তা অবরোধ করা হয় বলে জানান বিক্ষোভকারীরা ।

অবরোধের জেরে দীর্ঘক্ষণ রাস্তায় যানজট তৈরি হয় । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পিএইচই আধিকারিক কৌশিক মণ্ডল । তিনি অবরোধকারীদের সঙ্গে কথা বলেন । দু-তিন দিনের মধ্যে জলের সমস্যা মিটে যাবে বলে আশ্বাস দেন তিনি । এরপরে ওঠে অবরোধ ।

আরও পড়ুন: লাঠি, হকি স্টিক, চ্যালা কাঠ... শেষ দফায় অশান্ত কলকাতা

অবরোধে বাসিন্দারা

এ দিকে দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সন্দীপ বন্দ্যোপাধ্যায় জানান, আগে এলাকায় জল সরবরাহ পর্যাপ্ত ছিল । কিন্তু সম্প্রতি বাড়ি-বাড়ি কলের সংযোগ দেওয়ার পর সমস্যা তৈরি হয় । ভোটের আচরণবিধি থাকায় ট্যাঙ্কারে করে জল সরবরাহ বন্ধ রয়েছে । আচরণবিধি উঠলে সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.