ETV Bharat / city

নারী নির্যাতন রুখতে অভিনব যন্ত্র কলেজের পড়ুয়াদের - অভিনব যন্ত্র

তামার তার দিয়ে তৈরি একটি জ্যাকেট, একটি সার্কিট বোর্ড, ও একটি হাত ঘড়ির মতো কারের একটি ডিভাইস দিয়ে তৈরি এই তাক লাগানো প্রযুক্তি ৷ এই যন্ত্রটিতে আছে দুটি সুইচ ৷ সুইচে হাত পড়লেই থানায় ওই মহিলার লাইভ লোকেশন সমেত বিপদ সংকেত পৌঁছে যাবে ৷ পাশাপাশি ওই মহিলার বাড়িতেও পৌঁছে যাবে একই বার্তা ৷

women Security
ইঞ্জিনিয়ারিং পড়ুয়া
author img

By

Published : Jan 29, 2020, 12:02 AM IST

Updated : Jan 29, 2020, 2:09 AM IST

দুর্গাপুর, 28 জানুয়ারি : প্রতিনিয়ত বেড়ে চলেছে মহিলাদের উপর নির্যাতন, ধর্ষণের মতো ঘটনা ৷ ভারতে প্রতি 15 মিনিটে একজন মহিলা ধর্ষণের শিকার হন ৷ 2018 সালের ন্যাশনাল ক্রাইম রেকর্ডের রিপোর্টে উঠে এসেছে এমন তথ্য ৷ মহিলাদের সুরক্ষার কথা ভেবে অনেকে অনেক পন্থা গ্রহণ করেছে ৷ তৈরি হয়েছে বিভিন্ন যন্ত্র ৷ এমনই এক অভিনব যন্ত্র তৈরি করে নজির গড়ল দুর্গাপুরের বেসরকারি ইনঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়ারা ৷

যন্ত্রটির নাম "বেটি পেহেনাও বেটি বাঁচাও ৷" তামার তার দিয়ে তৈরি একটি জ্যাকেট, একটি সার্কিট বোর্ড, ও একটি হাত ঘড়ির মতো আকারের একটি ডিভাইস দিয়ে তৈরি এই যন্ত্র ৷ এই যন্ত্রটিতে আছে দুটি সুইচ ৷ একটি যন্ত্রটিকে চালু করার কাজ করে ৷ অন্যটি যন্ত্রটিকে বন্ধ করতে কাজে লাগে ৷ একটি সুইচে হাত পড়লেই কাছের থানায় ওই মহিলার লাইভ লোকেশন সমেত বিপদ সংকেত পৌঁছে দেবে এই যন্ত্র ৷ ওই মহিলার বাড়িতেও পৌঁছে যাবে একই ম্যাসেজ ৷ পাশাপাশি জ্যাকেটে লাগানো ক্যামেরার মাধ্যমে লাইভ ভিডিয়ো পৌঁছে যাবে থানায় ৷ সম্পূর্ণ ব্যাটারির চালিত এই যন্ত্রটি তৈরি করতে প্রায় আট মাস লেগেছে বলে জানিয়েছেন কলেজের ছাত্র শঙ্খশুভ্র৷

এতেই শেষ হচ্ছে না এই যন্ত্রের কেরামতি ৷ যতক্ষণ না পর্যন্ত পুলিশ বা ওই মহিলার পরিবারের লোকজন ঘটনাস্থানে পৌঁছাচ্ছে ততক্ষণ যাতে মহিলা সুরক্ষিত থাকে সেই বিষয়েও সুনিশ্চিত করবে এই যন্ত্র ৷ তামার তার দিয়ে তৈরি ওই জ্যাকেট যতক্ষণ পর্যন্ত ওই মহিলার শরীরে থাকবে ততক্ষণ পর্যন্ত তার শরীরে কেউ স্পর্শ করতে পারবে না বলেও দাবি করছে ওই কলেজের পড়ুয়ারা ৷ তাঁদের কথা মতো জ্যাকেট পরা অবস্থায় কেউ যদি ওই মহিলার শরীরে হাত দেওয়ার চেষ্টা করে তাহলেই লাগবে হাই ভোল্টেজ বিদ্যুতের ঝটকা ৷ কিন্তু ওই জ্যাকেট যিনি পরবেন তার যাতে বৈদ্যুতিক ঝটকা না লাগে তার ব্যবস্থা করা আছে ওই জ্যাকেটে ৷ আর তাতেই স্বাভাবিক ভাবে ওই মহিলার শরীর স্পর্শ করতে কিছুটা হলেও ভয় পাবে দুষ্কৃতীরা৷

নারী সুরক্ষায় অভিনব যন্ত্র বানিয়ে তাক লাগালো ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা

সম্প্রতি ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সাইন্স ফেস্টিভ্যাল (IISF) ও আরও বেশ কয়েকটি সংস্থার তরফে এই যন্ত্রটির জন্য পুরষ্কৃত করা হয়েছে ৷ ওই ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রিক্যাল বিভাগের সৈকত চৌধুরি, শঙ্খশুভ্র মিত্র, দেবজ্যোতি ঘোষাল, ও বিনিতা দামাই এই চার জন মিলে তৈরি করেছে এই যন্ত্রটি৷ সম্পূর্ণ প্রজেক্টটি তত্ত্বাবধান করেন ওই কলেজের ইলেকট্রিকাল ও কমিউনিকেশন বিভাগের অধ্যাপক সমীর বসাক ৷ সেক্ষেত্রে এই যন্ত্র অনেকটাই মনোবল বাড়াবে বলে মনে করছে কলেজের ছাত্র-ছাত্রীরা ।

দুর্গাপুর, 28 জানুয়ারি : প্রতিনিয়ত বেড়ে চলেছে মহিলাদের উপর নির্যাতন, ধর্ষণের মতো ঘটনা ৷ ভারতে প্রতি 15 মিনিটে একজন মহিলা ধর্ষণের শিকার হন ৷ 2018 সালের ন্যাশনাল ক্রাইম রেকর্ডের রিপোর্টে উঠে এসেছে এমন তথ্য ৷ মহিলাদের সুরক্ষার কথা ভেবে অনেকে অনেক পন্থা গ্রহণ করেছে ৷ তৈরি হয়েছে বিভিন্ন যন্ত্র ৷ এমনই এক অভিনব যন্ত্র তৈরি করে নজির গড়ল দুর্গাপুরের বেসরকারি ইনঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়ারা ৷

যন্ত্রটির নাম "বেটি পেহেনাও বেটি বাঁচাও ৷" তামার তার দিয়ে তৈরি একটি জ্যাকেট, একটি সার্কিট বোর্ড, ও একটি হাত ঘড়ির মতো আকারের একটি ডিভাইস দিয়ে তৈরি এই যন্ত্র ৷ এই যন্ত্রটিতে আছে দুটি সুইচ ৷ একটি যন্ত্রটিকে চালু করার কাজ করে ৷ অন্যটি যন্ত্রটিকে বন্ধ করতে কাজে লাগে ৷ একটি সুইচে হাত পড়লেই কাছের থানায় ওই মহিলার লাইভ লোকেশন সমেত বিপদ সংকেত পৌঁছে দেবে এই যন্ত্র ৷ ওই মহিলার বাড়িতেও পৌঁছে যাবে একই ম্যাসেজ ৷ পাশাপাশি জ্যাকেটে লাগানো ক্যামেরার মাধ্যমে লাইভ ভিডিয়ো পৌঁছে যাবে থানায় ৷ সম্পূর্ণ ব্যাটারির চালিত এই যন্ত্রটি তৈরি করতে প্রায় আট মাস লেগেছে বলে জানিয়েছেন কলেজের ছাত্র শঙ্খশুভ্র৷

এতেই শেষ হচ্ছে না এই যন্ত্রের কেরামতি ৷ যতক্ষণ না পর্যন্ত পুলিশ বা ওই মহিলার পরিবারের লোকজন ঘটনাস্থানে পৌঁছাচ্ছে ততক্ষণ যাতে মহিলা সুরক্ষিত থাকে সেই বিষয়েও সুনিশ্চিত করবে এই যন্ত্র ৷ তামার তার দিয়ে তৈরি ওই জ্যাকেট যতক্ষণ পর্যন্ত ওই মহিলার শরীরে থাকবে ততক্ষণ পর্যন্ত তার শরীরে কেউ স্পর্শ করতে পারবে না বলেও দাবি করছে ওই কলেজের পড়ুয়ারা ৷ তাঁদের কথা মতো জ্যাকেট পরা অবস্থায় কেউ যদি ওই মহিলার শরীরে হাত দেওয়ার চেষ্টা করে তাহলেই লাগবে হাই ভোল্টেজ বিদ্যুতের ঝটকা ৷ কিন্তু ওই জ্যাকেট যিনি পরবেন তার যাতে বৈদ্যুতিক ঝটকা না লাগে তার ব্যবস্থা করা আছে ওই জ্যাকেটে ৷ আর তাতেই স্বাভাবিক ভাবে ওই মহিলার শরীর স্পর্শ করতে কিছুটা হলেও ভয় পাবে দুষ্কৃতীরা৷

নারী সুরক্ষায় অভিনব যন্ত্র বানিয়ে তাক লাগালো ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা

সম্প্রতি ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সাইন্স ফেস্টিভ্যাল (IISF) ও আরও বেশ কয়েকটি সংস্থার তরফে এই যন্ত্রটির জন্য পুরষ্কৃত করা হয়েছে ৷ ওই ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রিক্যাল বিভাগের সৈকত চৌধুরি, শঙ্খশুভ্র মিত্র, দেবজ্যোতি ঘোষাল, ও বিনিতা দামাই এই চার জন মিলে তৈরি করেছে এই যন্ত্রটি৷ সম্পূর্ণ প্রজেক্টটি তত্ত্বাবধান করেন ওই কলেজের ইলেকট্রিকাল ও কমিউনিকেশন বিভাগের অধ্যাপক সমীর বসাক ৷ সেক্ষেত্রে এই যন্ত্র অনেকটাই মনোবল বাড়াবে বলে মনে করছে কলেজের ছাত্র-ছাত্রীরা ।

Intro:*রাস্তায় মহিলাদের সুরক্ষা ও নিরাপদে যাতায়াতের কথা ভেবে এক ইলেকট্রনিক্স ডিভাইস তৈরী করে দুর্গাপুরের এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ছাত্রীরা। "বেটি পেহেনাও বেটি বাঁচাও" নামে এই ডিভাইস রাস্তায় দুস্কৃতিদের হাত থেকে মহিলাদের রক্ষা করবে।*
তামার তার দিয়ে তৈরি একটি জ্যাকেট, মোবাইলের কভারে মত একটা সার্কিট ও হাত ঘড়ির মত কব্জিতে থাকা এক ডিভাইস। এই ডিভাইসে থাকছে দুটো সুইচ। একটা সুইচ দাবলে বাড়িতে এবং লোকাল থানায় ম্যাসেজ যাবে সে বিপদের মুখে পড়েছে। যদি কেউ ঐ মহিলার গায়ে হাত দেয় তাহলে ঐ জ্যাকেটে উৎপন্ন বিদ্যুৎ এর শক লাগবে ঐ দুস্কৃতির শরীরে। এক ঝটকায় সরিয়ে নিতে হবে তার হাত ঐ মহিলার গায়ের থেকে। এই ডিভাইস IISF, RSTC, এবং BITN থেকে পুরষ্কৃত হয়েছে। এই কলেজের ইলেকট্রিক্যাল বিভাগের সৈকত চৌধুরী, শঙ্খ শুভ্র মিত্র, দেবজ্যোতি ঘোষাল এবং বিনিতা দামাই এই চার ছাত্র ছাত্রী মিলে ইলেকট্রনিক্স এবং কম্যুউনিকেসন বিভাগের শিক্ষক সমীর বসাকের তত্ত্বাবধানে তৈরী করে এই ডিভাইস। দেশে যেভাবে রাস্তায় মহিলাদের নিরাপত্তার অভাব দেখা যাচ্ছে তাতে এই ডিভাইস অনেকটাই সুরক্ষিত রাখবে বলে মনে করছে কলেজের ছাত্র ছাত্রীরা।

বাইট ঃঃ সমীর বসাক (ল্যাব ইন্সট্রাকটর) Body:হConclusion:হ
Last Updated : Jan 29, 2020, 2:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.