ETV Bharat / city

Mysterious Death: জাতীয় সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় মিলল অনলাইন সংস্থার কর্মীর দেহ - অনলাইন শপিং সংস্থার কর্মী

জাতীয় সড়কের সার্ভিস রোডের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হন অনলাইন শপিং সংস্থার কর্মী (online shopping company worker) ৷ পরে হাসপাতালে যাওয়ার সময় মৃত্যু হয় তাঁর (Mysterious Death) ৷ তদন্তের দাবি পরিবারের ৷

Mysterious death of online shopping company worker in Durgapur
Mysterious Death: জাতীয় সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় মিলল অনলাইন শপিং সংস্থার কর্মী
author img

By

Published : Sep 11, 2022, 10:05 PM IST

দুর্গাপুর, 11 সেপ্টেম্বর: জাতীয় সড়কের পাশ থেকে রহস্যজনকভাবে উদ্ধার হল অনলাইন শপিং সংস্থার কর্মীর দেহ (online shopping company worker) । রক্তাক্ত অবস্থায় পড়েছিল দেহটি ৷ পরে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় তাঁর (Mysterious Death) ৷ ঘটনায় তদন্তের দাবি জানিয়েছে মৃতের পরিবার । মৃত যুবকের নাম অতনু মুখোপাধ্যায় (Atanu Mukherjee) ৷ বয়স আনুমানিক 30 বছর । দুর্গাপুরের (Durgapur) বিজোনের ভারতী এলাকার বাসিন্দা তিনি ।

অতনুর পরিবারের দাবি, শনিবার সন্ধ্যা সাতটা নাগদ দুই বন্ধুর সঙ্গে বের হন তিনি । বন্ধুর বাইকে করে গিয়েছিলেন অতনু । অনলাইন সংস্থার আধিকারিকের সঙ্গেও দেখা করার কথা ছিল তাঁর ৷ রাত্রি ন'টার সময় অতনুর সঙ্গে শেষ কথা হয়েছিল পরিবারের । রাত দশটায় চেষ্টা করা হলে অতনুর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি । তার কিছুক্ষণ পরেই কোনও এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন ৷ তিনি জানান, আশঙ্কাজনক অবস্থায় ইন্দো-আমেরিকান মোড় সংলগ্ন জাতীয় সড়কের পাশ থেকে উদ্ধার করে দুর্গাপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে অতনুকে । তাঁর পরিবারের লোকজন দুর্গাপুর মহকুমা হাসপাতালে পৌঁছনোর পর অতনুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা ।

জাতীয় সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় মিলল অনলাইন শপিং সংস্থার কর্মী

আরও পড়ুন: ডাইনি অপবাদে মারধর, পোড়ানোর চেষ্টা, আতঙ্কে গ্রামছাড়া আদিবাসী পরিবার

অতনুর পরিবারের অভিযোগ, এই ঘটনার পর থেকে অতনুর দুই বন্ধু সুমন চক্রবর্তী ও জিৎ চট্টোপাধ্যায়কে পাওয়া যাচ্ছিল না বলেও অভিযোগ । যাদের ঘিরে দানা বাঁধছে রহস্য । রবিবার অতনুর বন্ধু সুমন চক্রবর্তী দাবি করেন, তিনি সিটি সেন্টারের একটি বেসরকারি শপিং মলে ছিলেন । সেখানেই তাঁর বন্ধু অতনুর সঙ্গে দেখা হয় । সুমনের গাড়ি নিয়েই অতনু ওই অনলাইন সংস্থার আধিকারিকের বাড়িতে যায় । তারপরে এই ঘটনা ঘটে বলে তাঁর দাবি । যদিও অতনুর বন্ধুর দাবি মানতে নারাজ পরিবার । পুরো ঘটনা খতিয়ে দেখতে তদন্ত নেমেছে নিউ টাউনশিপ থানার পুলিশ ।

দুর্গাপুর, 11 সেপ্টেম্বর: জাতীয় সড়কের পাশ থেকে রহস্যজনকভাবে উদ্ধার হল অনলাইন শপিং সংস্থার কর্মীর দেহ (online shopping company worker) । রক্তাক্ত অবস্থায় পড়েছিল দেহটি ৷ পরে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় তাঁর (Mysterious Death) ৷ ঘটনায় তদন্তের দাবি জানিয়েছে মৃতের পরিবার । মৃত যুবকের নাম অতনু মুখোপাধ্যায় (Atanu Mukherjee) ৷ বয়স আনুমানিক 30 বছর । দুর্গাপুরের (Durgapur) বিজোনের ভারতী এলাকার বাসিন্দা তিনি ।

অতনুর পরিবারের দাবি, শনিবার সন্ধ্যা সাতটা নাগদ দুই বন্ধুর সঙ্গে বের হন তিনি । বন্ধুর বাইকে করে গিয়েছিলেন অতনু । অনলাইন সংস্থার আধিকারিকের সঙ্গেও দেখা করার কথা ছিল তাঁর ৷ রাত্রি ন'টার সময় অতনুর সঙ্গে শেষ কথা হয়েছিল পরিবারের । রাত দশটায় চেষ্টা করা হলে অতনুর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি । তার কিছুক্ষণ পরেই কোনও এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন ৷ তিনি জানান, আশঙ্কাজনক অবস্থায় ইন্দো-আমেরিকান মোড় সংলগ্ন জাতীয় সড়কের পাশ থেকে উদ্ধার করে দুর্গাপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে অতনুকে । তাঁর পরিবারের লোকজন দুর্গাপুর মহকুমা হাসপাতালে পৌঁছনোর পর অতনুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা ।

জাতীয় সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় মিলল অনলাইন শপিং সংস্থার কর্মী

আরও পড়ুন: ডাইনি অপবাদে মারধর, পোড়ানোর চেষ্টা, আতঙ্কে গ্রামছাড়া আদিবাসী পরিবার

অতনুর পরিবারের অভিযোগ, এই ঘটনার পর থেকে অতনুর দুই বন্ধু সুমন চক্রবর্তী ও জিৎ চট্টোপাধ্যায়কে পাওয়া যাচ্ছিল না বলেও অভিযোগ । যাদের ঘিরে দানা বাঁধছে রহস্য । রবিবার অতনুর বন্ধু সুমন চক্রবর্তী দাবি করেন, তিনি সিটি সেন্টারের একটি বেসরকারি শপিং মলে ছিলেন । সেখানেই তাঁর বন্ধু অতনুর সঙ্গে দেখা হয় । সুমনের গাড়ি নিয়েই অতনু ওই অনলাইন সংস্থার আধিকারিকের বাড়িতে যায় । তারপরে এই ঘটনা ঘটে বলে তাঁর দাবি । যদিও অতনুর বন্ধুর দাবি মানতে নারাজ পরিবার । পুরো ঘটনা খতিয়ে দেখতে তদন্ত নেমেছে নিউ টাউনশিপ থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.