ETV Bharat / city

Durgapur Acid Attack : দুর্গাপুরে মহিলাকে অ্যাসিড ছুড়ে চম্পট যুবকের - অ্যাসিড হামলা

বাড়ির বাইরেই মহিলাকে অ্যাসিড ছুড়ে চম্পট দিল যুবক ৷ সোমবার ঘটনাটি ঘটে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে ৷ আক্রান্ত মহিলা দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

man throws acid to woman in Durgapur
Durgapur Acid Attack : মহিলাকে অ্যাসিড ছুড়ে চম্পট দিল যুবক
author img

By

Published : Sep 6, 2021, 8:53 PM IST

দুর্গাপুর, 6 সেপ্টেম্বর : রং নম্বরের সূত্র ধরে আলাপ হওয়া যুবকের সঙ্গে বন্ধুত্ব করে বিপাকে মহিলা ৷ অভিযোগ, অচেনা ওই যুবকের বিয়ের প্রস্তাবে সাড়া না দেওয়ায় তাঁর উপর অ্যাসিড হামলা করে চম্পট দেয় অভিযুক্ত ৷ সোমবারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে ৷

আরও পড়ুন : Acid attack in Kolkata : কলকাতায় অ্যাসিড হামলায় জখম 4

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত মহিলা দুর্গাপুরের বি-জোনের আইনস্টাইন এলাকার বাসিন্দা ৷ তিনি স্বামী পরিত্যক্তা ৷ তাঁর দাবি, বছর খানেক আগে কলকাতার এক যুবকের সঙ্গে আলাপ হয় তাঁর ৷ মোবাইলে মহিলাকে ওই যুবক জানায়, তার নাম রফিক মণ্ডল ৷ মহিলার দাবি, বেশ কিছুদিন কথাবার্তা চলার পর রফিক তাঁকে বিয়ের প্রস্তাব দেয় ৷ কিন্তু মহিলা তাতে আপত্তি জানান ৷

এরপর এদিন (সোমবার) হঠাৎই মহিলাকে ফোন করে ওই যুবক। সে মহিলাকে জানায়, তাঁর সঙ্গে দেখা করতে চায় ৷ সে নাকি মহিলার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে ৷ একথা বিশ্বাস হয়নি ওই মহিলার ৷ তবুও তিনি বাড়ির বাইরে এসে যুবকের সন্ধান করেন ৷ অভিযোগ, ঠিক সেই সময়েই তাঁর দিকে অ্যাসিড ছুড়ে পালায় রফিক ৷

আরও পড়ুন : টোটোয় মদ বিক্রির প্রতিবাদ করায় অ্যাসিড হামলা, আক্রান্ত গৃহবধূ

মহিলার চেঁচামিচিতে ছুটে আসেন প্রতিবেশীরা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশও ৷ সকলে মিলে মহিলাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান ৷ পরে সেখানেই ভর্তি করা হয় তাঁকে ৷ ঘটনাস্থলে যান দুর্গাপুরে এসিপি ধ্রুবজ্যোতি মুখোপাধ্য়ায়ও ৷ ঘটনার তদন্ত চলছে ৷ অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ ৷

দুর্গাপুর, 6 সেপ্টেম্বর : রং নম্বরের সূত্র ধরে আলাপ হওয়া যুবকের সঙ্গে বন্ধুত্ব করে বিপাকে মহিলা ৷ অভিযোগ, অচেনা ওই যুবকের বিয়ের প্রস্তাবে সাড়া না দেওয়ায় তাঁর উপর অ্যাসিড হামলা করে চম্পট দেয় অভিযুক্ত ৷ সোমবারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে ৷

আরও পড়ুন : Acid attack in Kolkata : কলকাতায় অ্যাসিড হামলায় জখম 4

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত মহিলা দুর্গাপুরের বি-জোনের আইনস্টাইন এলাকার বাসিন্দা ৷ তিনি স্বামী পরিত্যক্তা ৷ তাঁর দাবি, বছর খানেক আগে কলকাতার এক যুবকের সঙ্গে আলাপ হয় তাঁর ৷ মোবাইলে মহিলাকে ওই যুবক জানায়, তার নাম রফিক মণ্ডল ৷ মহিলার দাবি, বেশ কিছুদিন কথাবার্তা চলার পর রফিক তাঁকে বিয়ের প্রস্তাব দেয় ৷ কিন্তু মহিলা তাতে আপত্তি জানান ৷

এরপর এদিন (সোমবার) হঠাৎই মহিলাকে ফোন করে ওই যুবক। সে মহিলাকে জানায়, তাঁর সঙ্গে দেখা করতে চায় ৷ সে নাকি মহিলার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে ৷ একথা বিশ্বাস হয়নি ওই মহিলার ৷ তবুও তিনি বাড়ির বাইরে এসে যুবকের সন্ধান করেন ৷ অভিযোগ, ঠিক সেই সময়েই তাঁর দিকে অ্যাসিড ছুড়ে পালায় রফিক ৷

আরও পড়ুন : টোটোয় মদ বিক্রির প্রতিবাদ করায় অ্যাসিড হামলা, আক্রান্ত গৃহবধূ

মহিলার চেঁচামিচিতে ছুটে আসেন প্রতিবেশীরা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশও ৷ সকলে মিলে মহিলাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান ৷ পরে সেখানেই ভর্তি করা হয় তাঁকে ৷ ঘটনাস্থলে যান দুর্গাপুরে এসিপি ধ্রুবজ্যোতি মুখোপাধ্য়ায়ও ৷ ঘটনার তদন্ত চলছে ৷ অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.