দুর্গাপুর, 15 এপ্রিল : করোনার প্রভাব পড়ল নববর্ষ উৎসবে । দুর্গাপুরের ভিড়িঙ্গী কালীমন্দিরের অন্যান্য বছরের ভিড় ঠাসা ছবি উধাও । বেনচিতি বাজারেও দেখা গেল না চেনা ব্যস্ততা ৷ ব্যবসায়ীরা হালখাতার পুজো দিলেন নম-নম করে ৷
আজ বৃহস্পতিবার 1428 বঙ্গাব্দের প্রথম দিন ৷ এদিন সাধারণত দুর্গাপুরের ভিড়িঙ্গী কালীমন্দিরের পুজো দিতে লম্বা লাইন পরে ৷ শহরের বেনাচিতি বাজার সেজে ওঠে হালখাতা উৎসবে । এবার যেমন কালী মন্দিরেও দেখা গেল না তেমন ভিড়, তেমনই বেনাচিতি বাজারের ব্যবসায়ীরা হালখাতার পুজো দিয়ে নববর্ষের নিয়মটুকু পালন করলেন কেবল ।
আরও পড়ুন: মাস্কের আড়ালেই জমে উঠুক এবারের নববর্ষ
বেনাচিতি বাজারে সকালে ফুল-মালা, কলাগাছ বিক্রিও তেমন হল না ৷ মিষ্টির দোকানেও ভিড় তুলনায় অনেকটাই কম । মৎস্যপ্রিয় বাঙালিকে মাছের দোকানেও ভিড় করতে দেখা গেল না । ব্যবসায়ীদের আশা, বেলা বাড়লে বেনাচিতি বাজারে ভিড় বাড়বে ৷