ETV Bharat / city

কাঁকসায় বিকল ট্রেলারে ধাক্কা ট্রাকের, মৃত 2

2 নং জাতীয় সড়কে ট্রেলারের সঙ্গে পিঁয়াজবোঝাই মিনি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয় । দুর্ঘটনায় 2 জন মারা যান । 1 জন গুরুতর আহত হন । আহত দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছেন ।

Kankasa road accident
কাঁকসায় দুর্ঘটনার জেরে মৃত 2
author img

By

Published : Jan 19, 2020, 2:13 PM IST

কাঁকসা, 19 জানুয়ারি: বিকল ট্রেলারের সঙ্গে পিঁয়াজবোঝাই মিনি ট্রাকের সংঘর্ষ ৷ রবিবার সকালে বিহা বিরুডিহার এই দুর্ঘটনায় প্রাণ হারালেন দু'জন ৷ পথ দুর্ঘটনায় মৃত্যু হয় দুজনের । একজন গুরুতরভাবে আহত হয়েছেন । মৃতদের মধ্যে একজনের নাম চন্দ্রশেখর সিং (35) । তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা । ট্রেলারের খালাসির কাজ করতেন চন্দ্রশেখর ৷ দুর্ঘটনায় মৃত অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি এখনও ৷

কাঁকসা এলাকার বিহা বিরুডিহাতে দু' নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে । কাঁকসা থানার পুলিশ দু'টি গাড়ি বাজেয়াপ্ত করেছে । প্রাথমিকভাবে অনুমান, ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে । জাতীয় সড়কে আজ সকালে বিকল ট্রেলার দাঁড়িয়ে ছিল । ট্রেলারের পাশে কাজ করছিলেন খালাসি । সেই সময় ট্রেলারের পিছনে ধাক্কা মারে একটি মিনি ট্রাকটি ৷

3 জনকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । চিকিৎসকরা ট্রেলারের খালাসি এবং ট্রাকের চালককে মৃত বলে ঘোষণা করেন । আরও এক মৃতের নাম এখনও জানা সম্ভব হয়নি । গুরুতরভাবে আহতের নাম সনৎ মাল । তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

কাঁকসা, 19 জানুয়ারি: বিকল ট্রেলারের সঙ্গে পিঁয়াজবোঝাই মিনি ট্রাকের সংঘর্ষ ৷ রবিবার সকালে বিহা বিরুডিহার এই দুর্ঘটনায় প্রাণ হারালেন দু'জন ৷ পথ দুর্ঘটনায় মৃত্যু হয় দুজনের । একজন গুরুতরভাবে আহত হয়েছেন । মৃতদের মধ্যে একজনের নাম চন্দ্রশেখর সিং (35) । তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা । ট্রেলারের খালাসির কাজ করতেন চন্দ্রশেখর ৷ দুর্ঘটনায় মৃত অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি এখনও ৷

কাঁকসা এলাকার বিহা বিরুডিহাতে দু' নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে । কাঁকসা থানার পুলিশ দু'টি গাড়ি বাজেয়াপ্ত করেছে । প্রাথমিকভাবে অনুমান, ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে । জাতীয় সড়কে আজ সকালে বিকল ট্রেলার দাঁড়িয়ে ছিল । ট্রেলারের পাশে কাজ করছিলেন খালাসি । সেই সময় ট্রেলারের পিছনে ধাক্কা মারে একটি মিনি ট্রাকটি ৷

3 জনকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । চিকিৎসকরা ট্রেলারের খালাসি এবং ট্রাকের চালককে মৃত বলে ঘোষণা করেন । আরও এক মৃতের নাম এখনও জানা সম্ভব হয়নি । গুরুতরভাবে আহতের নাম সনৎ মাল । তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

Intro:জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা বিকল ট্রেলারের পিছনে ধাক্কা মারে একটি পেঁয়াজবোঝাই মিনি ট্রাক। সেই সময় বিকল ট্রেলারের নিচে কাজ করছিল খালাসী। সেই খালাসী এবং পেঁয়াজবোঝাই মিনি ট্রাকের চালকসহ মৃত দুজন, আহত আরও এক।কাঁকসা থানা এলাকার বিহা বিরুডিহাতে দুই নম্বর জাতীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত এবং মৃতদেহগুলি দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে অনুমান ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে। বিকল ট্রেলারের মৃত খালাসীর নাম চন্দ্রশেখর সিং,কিন্তু পিঁয়াজ বোঝাই গাড়ির মৃত চালকের নাম পাওয়া যায়নি।ওই গাড়ির আহত খালাসি যিনি দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তার নাম সনত মাল।জাতিয় সড়কের বিরুডিহা মোড়ে পানাগড় থেকে আসানসোল গামী লেনে এই দুর্ঘটনা ঘটে।পুলিশ দুটি গাড়ি বাজেয়াপ্ত করে কাঁকসা থানায় নিয়ে যায়।।Body:চConclusion:গ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.