ETV Bharat / city

Durgapur INTTUC : সমস্ত কারখানার আইএনটিটিইউসির ইউনিট কমিটিতে বদল আনা হবে : অভিজিৎ ঘটক - Paschim Bardhaman INTTUC unit committee to be changed

অন্তর্দ্বন্দ্ব ঠেকাতে ইউনিট কমিটিতে বদল আনার কথা বললেন পশ্চিম বর্ধমান আইএনটিটিইউসি'র সভাপতি অভিজিৎ ঘটক (Paschim Bardhaman INTTUC unit committee to be changed) ৷

Durgapur INTTUC News
আইএনটিটিইউসির ইউনিট কমিটিতে বদল আনা হবে
author img

By

Published : May 13, 2022, 12:13 PM IST

দুর্গাপুর, 13 মে : শিল্পনগরী দুর্গাপুরের কারখানাগুলির আইএনটিটিইউসি'র ইউনিট কমিটিতে বদল আনা হবে বলে জানালেন পশ্চিম বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ ঘটক ৷ শ্রমিক সংগঠনের অন্তর্ন্দ্বন্দ্ব মেটাতেই এই পদক্ষেপ (Paschim Bardhaman INTTUC unit committee to be changed) ৷

2011-তে দুর্গাপুরের দু'টি আসনে জয়লাভ করে জোড়াফুল শিবির ৷ রাজনৈতিক পালাবদলের প্রভাবে শিল্পশহর দুর্গাপুরের সমস্ত রাষ্ট্রায়ত্ত, রাজ্য সরকারের ও বেসরকারি কলকারখানাগুলিতে শ্রমিক সংগঠনের রাশ সিটুর হাত থেকে চলে যায় আইএনটিটিইউসি'র হাতে । কিন্তু তারপর বিভিন্ন কারখানার আইএনটিটিইউসি'র কমিটিগুলিই ঠিকা শ্রমিক সংগঠনের সমস্ত কাজকর্ম করতে থাকে । কারখানাগুলিতে বিস্তর অভিযোগ উঠতে থাকে । শ্রমিক বঞ্চনা, ঠিকাদারদের সঙ্গে আঁতাত, বহিরাগত শ্রমিকদের কারখানায় নিয়োগ-সহ বহু দুর্নীতির অভিযোগ ওঠে । তার ফলস্বরূপই 2016-তে বিধানসভা নির্বাচনে দুর্গাপুরের দু'টি আসনেই শাসকদলের প্রার্থীরা পরাজিত হন । তারপর লোকসভা নির্বাচনেও দুর্গাপুরে বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া প্রায় 80 হাজার ভোটে লিড পান এবং জয়লাভ করেন ।

শিল্পশহর দুর্গাপুরে শাসকদলের শ্রমিক সংগঠনের নেতাদের বিরুদ্ধে খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিতেও দেখা গিয়েছিল । প্রভাত চট্টোপাধ্যায়, বিশ্বনাথ পাড়িয়ালদের সময়কালে বেশ কিছু অভিযোগ উঠে এসেছিল ৷ দলের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছিল, ভোটে ভরাডুবির কারণ শ্রমিক নেতাদের অন্তর্দ্বন্দ্ব ৷ আইএনটিটিএইসি'র জেলা সভাপতির পরিবর্তন হলেও কিন্তু বিভিন্ন কলকারখানাগুলিতে নেতাদের অনুগামীরাই ঠিকা শ্রমিক সংগঠনের সমস্ত কাজকর্ম বহাল রেখেছে ৷ এরপরে পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিইউসি'র সভাপতি করা হয় অভিজিৎ ঘটককে । তিনি এবং আইএনটিটিইউসি'র রাজ্য সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কমিটির নাম প্রকাশ করেন বৃহস্পতিবার ।

ইটিভি ভারতের মুখোমুখি পশ্চিম বর্ধমান আইএনটিটিইউসি'র সভাপতি অভিজিৎ ঘটক

দুর্গাপুরের সিধু কানু ইন্ডোর স্টেডিয়ামে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেন পশ্চিম বর্ধমান জেলার শ্রমিক সংগঠনের জেলা সভাপতি অভিজিৎ ঘটক । 50 জনের পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠিত হয়েছে । জেলা সভাপতি পদে ফের রইলেন অভিজিৎ ঘটক । সহ-সভাপতি 10 জন, কোষাধ্যক্ষ 1 জন । সম্পাদক ও কমিটি সদস্যদের নাম ঘোষণা হল । সরকারি ও বেসরকারি সমস্ত কারখানার শ্রমিক সংগঠন নতুন করে কিছুদিনের মধ্যেই তৈরি হবে বলেও জানান অভিজিৎ ঘটক । শ্রমিকদের যাতে কোনও সমস্যা না হয় তার জন্য সমস্ত রকমভাবে তৎপর জেলা তৃণমূল শ্রমিক সংগঠন । যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠছে কারখানার তোলাবাজির, তাঁদের বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে বলে জানান আইএনটিটিইউসি'র জেলা সভাপতি ।

তবে এই জেলা কমিটির কোথাও প্রভাত চট্টোপাধ্যায়, বিশ্বনাথ পাড়িয়ালের নাম নেই ৷ অথচ তাঁদের অনুগামীরাই বিভিন্ন কলকারখানায় ঠিকা শ্রমিক সংগঠনের মাথা । তাহলে নতুন করে সেইসব কলকারখানাগুলিতে ইউনিট কমিটিতে বদল আনতে গেলেই যে শাসকদলের অন্দরের দ্বন্দ্বে আগুন জ্বলবে তাও কিন্তু আলোচ্য বিষয় । সামনেই দুর্গাপুর নগর নিগমের নির্বাচন । আর তার আগে যদি শাসকদলের শ্রমিক সংগঠনের দখলদারি নিয়ে রাজনৈতিক হিংসা ছড়ায় বিভিন্ন ওয়ার্ডে তাহলে বিরোধীদের পোয়া বারো হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল । আর এইসব কারখানাগুলিতে যেভাবে দুই প্রাক্তন আইএনটিটিইউসি'র জেলা সভাপতির একাধিপত্য রয়েছে তা সরিয়ে নতুনদের জায়গা করে দেওয়া যে কঠিন তা একেবারেই দিনের আলোর মত স্পষ্ট । তাই আবারও দুর্গাপুর শহরের বেশ কিছু ওয়ার্ড অশান্ত হতে পারে বলে আশঙ্কা অভিজ্ঞদের ৷

আরও পড়ুন : Factory Workers Protest : আট বছর ধরে বাড়েনি বেতন, পানাগড়ের সিমেন্ট কারখানায় শ্রমিক বিক্ষোভ

দুর্গাপুর, 13 মে : শিল্পনগরী দুর্গাপুরের কারখানাগুলির আইএনটিটিইউসি'র ইউনিট কমিটিতে বদল আনা হবে বলে জানালেন পশ্চিম বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ ঘটক ৷ শ্রমিক সংগঠনের অন্তর্ন্দ্বন্দ্ব মেটাতেই এই পদক্ষেপ (Paschim Bardhaman INTTUC unit committee to be changed) ৷

2011-তে দুর্গাপুরের দু'টি আসনে জয়লাভ করে জোড়াফুল শিবির ৷ রাজনৈতিক পালাবদলের প্রভাবে শিল্পশহর দুর্গাপুরের সমস্ত রাষ্ট্রায়ত্ত, রাজ্য সরকারের ও বেসরকারি কলকারখানাগুলিতে শ্রমিক সংগঠনের রাশ সিটুর হাত থেকে চলে যায় আইএনটিটিইউসি'র হাতে । কিন্তু তারপর বিভিন্ন কারখানার আইএনটিটিইউসি'র কমিটিগুলিই ঠিকা শ্রমিক সংগঠনের সমস্ত কাজকর্ম করতে থাকে । কারখানাগুলিতে বিস্তর অভিযোগ উঠতে থাকে । শ্রমিক বঞ্চনা, ঠিকাদারদের সঙ্গে আঁতাত, বহিরাগত শ্রমিকদের কারখানায় নিয়োগ-সহ বহু দুর্নীতির অভিযোগ ওঠে । তার ফলস্বরূপই 2016-তে বিধানসভা নির্বাচনে দুর্গাপুরের দু'টি আসনেই শাসকদলের প্রার্থীরা পরাজিত হন । তারপর লোকসভা নির্বাচনেও দুর্গাপুরে বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া প্রায় 80 হাজার ভোটে লিড পান এবং জয়লাভ করেন ।

শিল্পশহর দুর্গাপুরে শাসকদলের শ্রমিক সংগঠনের নেতাদের বিরুদ্ধে খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিতেও দেখা গিয়েছিল । প্রভাত চট্টোপাধ্যায়, বিশ্বনাথ পাড়িয়ালদের সময়কালে বেশ কিছু অভিযোগ উঠে এসেছিল ৷ দলের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছিল, ভোটে ভরাডুবির কারণ শ্রমিক নেতাদের অন্তর্দ্বন্দ্ব ৷ আইএনটিটিএইসি'র জেলা সভাপতির পরিবর্তন হলেও কিন্তু বিভিন্ন কলকারখানাগুলিতে নেতাদের অনুগামীরাই ঠিকা শ্রমিক সংগঠনের সমস্ত কাজকর্ম বহাল রেখেছে ৷ এরপরে পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিইউসি'র সভাপতি করা হয় অভিজিৎ ঘটককে । তিনি এবং আইএনটিটিইউসি'র রাজ্য সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কমিটির নাম প্রকাশ করেন বৃহস্পতিবার ।

ইটিভি ভারতের মুখোমুখি পশ্চিম বর্ধমান আইএনটিটিইউসি'র সভাপতি অভিজিৎ ঘটক

দুর্গাপুরের সিধু কানু ইন্ডোর স্টেডিয়ামে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেন পশ্চিম বর্ধমান জেলার শ্রমিক সংগঠনের জেলা সভাপতি অভিজিৎ ঘটক । 50 জনের পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠিত হয়েছে । জেলা সভাপতি পদে ফের রইলেন অভিজিৎ ঘটক । সহ-সভাপতি 10 জন, কোষাধ্যক্ষ 1 জন । সম্পাদক ও কমিটি সদস্যদের নাম ঘোষণা হল । সরকারি ও বেসরকারি সমস্ত কারখানার শ্রমিক সংগঠন নতুন করে কিছুদিনের মধ্যেই তৈরি হবে বলেও জানান অভিজিৎ ঘটক । শ্রমিকদের যাতে কোনও সমস্যা না হয় তার জন্য সমস্ত রকমভাবে তৎপর জেলা তৃণমূল শ্রমিক সংগঠন । যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠছে কারখানার তোলাবাজির, তাঁদের বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে বলে জানান আইএনটিটিইউসি'র জেলা সভাপতি ।

তবে এই জেলা কমিটির কোথাও প্রভাত চট্টোপাধ্যায়, বিশ্বনাথ পাড়িয়ালের নাম নেই ৷ অথচ তাঁদের অনুগামীরাই বিভিন্ন কলকারখানায় ঠিকা শ্রমিক সংগঠনের মাথা । তাহলে নতুন করে সেইসব কলকারখানাগুলিতে ইউনিট কমিটিতে বদল আনতে গেলেই যে শাসকদলের অন্দরের দ্বন্দ্বে আগুন জ্বলবে তাও কিন্তু আলোচ্য বিষয় । সামনেই দুর্গাপুর নগর নিগমের নির্বাচন । আর তার আগে যদি শাসকদলের শ্রমিক সংগঠনের দখলদারি নিয়ে রাজনৈতিক হিংসা ছড়ায় বিভিন্ন ওয়ার্ডে তাহলে বিরোধীদের পোয়া বারো হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল । আর এইসব কারখানাগুলিতে যেভাবে দুই প্রাক্তন আইএনটিটিইউসি'র জেলা সভাপতির একাধিপত্য রয়েছে তা সরিয়ে নতুনদের জায়গা করে দেওয়া যে কঠিন তা একেবারেই দিনের আলোর মত স্পষ্ট । তাই আবারও দুর্গাপুর শহরের বেশ কিছু ওয়ার্ড অশান্ত হতে পারে বলে আশঙ্কা অভিজ্ঞদের ৷

আরও পড়ুন : Factory Workers Protest : আট বছর ধরে বাড়েনি বেতন, পানাগড়ের সিমেন্ট কারখানায় শ্রমিক বিক্ষোভ

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.