ETV Bharat / city

SAIL : দুর্গাপুর ইস্পাত কারখানায় ধর্মঘটকে কেন্দ্র করে আইএনটিটিইউসি-র গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে - INTTUC

মমতা বন্দ্যোপাধ্যায়ের বারণ সত্ত্বেও দুর্গাপুর ইস্পাত কারখানায় ধর্মঘটে সামিল হতে চলেছে আইএনটিটিইউসি-র একটি গোষ্ঠী ৷ সংগঠনের অপর গোষ্ঠী তার বিরোধিতায় নেমেছে ৷ মঙ্গলবার দুর্গাপুরে প্রকাশ্যে এল শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷

প্রকাশ্যে আইএনটিটিইউসি-র গোষ্ঠীদ্বন্দ্ব
প্রকাশ্যে আইএনটিটিইউসি-র গোষ্ঠীদ্বন্দ্ব
author img

By

Published : Jun 29, 2021, 11:34 AM IST

দুর্গাপুর, 29 জুন : তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দল ফের প্রকাশ্যে ৷ দুর্গাপুর ইস্পাত কারখানায় আইএনটিটিইউসির (INTTUC) একটি সংগঠন ধর্মঘটের সমর্থন জানিয়ে তাতে যোগ দিল আর অপর সংগঠন তার বিরোধিতায় নেমেছে ৷ শিল্পনগরীতে এই নিয়েই শুরু হয়েছে তরজা ৷

সম্মানজনক বেতন চুক্তির দাবিতে বুধবার দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক ধর্মঘটের ডাক দিয়েছে রাজ্যের শাসক দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-সহ সাতটি সংগঠন । মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বারণ সত্ত্বেও নজিরবিহীনভাবে আইএনটিটিইউসির একটি গোষ্ঠী এই ধর্মঘটে সামিল হয়েছে । মঙ্গলবার যখন 7টি শ্রমিক সংগঠন একযোগে দুর্গাপুর ইস্পাত কারখানার গেটে অনশন অবস্থান করল, ঠিক তখনই পাশেই রাজ্যের শাসক দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র অন্য একটি গোষ্ঠী ধর্মঘটের বিরোধিতায় পথে নামল ।

মঙ্গলবার দুর্গাপুর ইস্পাত কারখানার সামনে প্রকাশ্যে এল আইএনটিটিইউসি-র দুই গোষ্ঠীর দ্বন্দ্ব ৷

আইএনটিটিইউসি নেতা স্নেহাশিস ঘোষ বলেন, 'দীর্ঘ প্রায় সাড়ে চার বছর ধরে বেতন চুক্তি নিয়ে টালবাহানা করছে কারখানা কর্তৃপক্ষ। তাই বাধ্য হয়ে আমরা এই কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আমরা শ্রমিকদেরকে স্বতঃস্ফূর্তভাবে ধর্মঘট পালন করার অনুরোধ করছি।' অন্যদিকে এই কারখানারই অপর গোষ্ঠীর আইএনটিটিইউসি নেতা জয়ন্ত রক্ষিত বলেন, ''2009 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই রাজ্যে কোনও কর্মদিবস নষ্ট হয়নি । তাই ধর্মঘট আমরা মানছি না । যদি শ্রমিকদের সমস্যা থাকে তা আলাপ আলোচনার মধ্য দিয়েই সিদ্ধান্ত নিতে হবে । আইএনটিটিইউসি সর্বভারতীয় সভানেত্রী দোলা সেনও আমাদের এই নির্দেশই দিয়েছেন ।'

রাত পোহালেই ধর্মঘট ৷ তার আগের দিনই দুর্গাপুর ইস্পাত কারখানার গেটের বাইরে শাসক দলের শ্রমিক সংগঠনের দুই গোষ্ঠীর এই লড়াই যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়াল । এই ঘটনার মধ্যে দিয়ে এদিন শিল্পনগরীতে শাসকদলের শ্রমিক সংগঠনের গোষ্ঠীকোন্দল একেবারে প্রকাশ্যে এল ৷

আরও পড়ুন : SAIL: সেইল বাঁচাতে একসুরে সরব তৃণমূল-সিপিআই(এম)

দুর্গাপুর, 29 জুন : তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দল ফের প্রকাশ্যে ৷ দুর্গাপুর ইস্পাত কারখানায় আইএনটিটিইউসির (INTTUC) একটি সংগঠন ধর্মঘটের সমর্থন জানিয়ে তাতে যোগ দিল আর অপর সংগঠন তার বিরোধিতায় নেমেছে ৷ শিল্পনগরীতে এই নিয়েই শুরু হয়েছে তরজা ৷

সম্মানজনক বেতন চুক্তির দাবিতে বুধবার দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক ধর্মঘটের ডাক দিয়েছে রাজ্যের শাসক দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-সহ সাতটি সংগঠন । মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বারণ সত্ত্বেও নজিরবিহীনভাবে আইএনটিটিইউসির একটি গোষ্ঠী এই ধর্মঘটে সামিল হয়েছে । মঙ্গলবার যখন 7টি শ্রমিক সংগঠন একযোগে দুর্গাপুর ইস্পাত কারখানার গেটে অনশন অবস্থান করল, ঠিক তখনই পাশেই রাজ্যের শাসক দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র অন্য একটি গোষ্ঠী ধর্মঘটের বিরোধিতায় পথে নামল ।

মঙ্গলবার দুর্গাপুর ইস্পাত কারখানার সামনে প্রকাশ্যে এল আইএনটিটিইউসি-র দুই গোষ্ঠীর দ্বন্দ্ব ৷

আইএনটিটিইউসি নেতা স্নেহাশিস ঘোষ বলেন, 'দীর্ঘ প্রায় সাড়ে চার বছর ধরে বেতন চুক্তি নিয়ে টালবাহানা করছে কারখানা কর্তৃপক্ষ। তাই বাধ্য হয়ে আমরা এই কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আমরা শ্রমিকদেরকে স্বতঃস্ফূর্তভাবে ধর্মঘট পালন করার অনুরোধ করছি।' অন্যদিকে এই কারখানারই অপর গোষ্ঠীর আইএনটিটিইউসি নেতা জয়ন্ত রক্ষিত বলেন, ''2009 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই রাজ্যে কোনও কর্মদিবস নষ্ট হয়নি । তাই ধর্মঘট আমরা মানছি না । যদি শ্রমিকদের সমস্যা থাকে তা আলাপ আলোচনার মধ্য দিয়েই সিদ্ধান্ত নিতে হবে । আইএনটিটিইউসি সর্বভারতীয় সভানেত্রী দোলা সেনও আমাদের এই নির্দেশই দিয়েছেন ।'

রাত পোহালেই ধর্মঘট ৷ তার আগের দিনই দুর্গাপুর ইস্পাত কারখানার গেটের বাইরে শাসক দলের শ্রমিক সংগঠনের দুই গোষ্ঠীর এই লড়াই যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়াল । এই ঘটনার মধ্যে দিয়ে এদিন শিল্পনগরীতে শাসকদলের শ্রমিক সংগঠনের গোষ্ঠীকোন্দল একেবারে প্রকাশ্যে এল ৷

আরও পড়ুন : SAIL: সেইল বাঁচাতে একসুরে সরব তৃণমূল-সিপিআই(এম)

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.