ETV Bharat / city

পুজোর মুখে সাইবার সেলের উদ্বোধন দুর্গাপুরে - সাইবার সেলের উদ্বোধন দুর্গাপুরে

আগে আসানসোলে যেতে হত সাইবার ক্রাইম সংক্রান্ত অভিযোগ জানাতে ৷ এখন দুর্গাপুরেই নতুন এই সাইবার সেলে অভিযোগ জানানো যাবে ৷ আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দপ্তরের নজরদারিতে কাজ করবে এই সাইবার ক্রাইম সেল ।

পুজোর মুখে সাইবার সেলের উদ্বোধন দুর্গাপুরে
পুজোর মুখে সাইবার সেলের উদ্বোধন দুর্গাপুরে
author img

By

Published : Oct 21, 2020, 9:17 PM IST

দুর্গাপুর, 21 অক্টোবর : এতদিন পর্যন্ত পশ্চিম বর্ধমানের আসানসোলে ছিল সাইবার থানা ৷ যে কারণে দুর্গাপুরের মানুষকে সাইবার ক্রাইমের অভিযোগ দায়ের করতে আসানসোলে যেতে হত ৷ কিন্তু আজ মহাপঞ্চমীর দিন দুর্গাপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল সাইবার সেলের ।

এখন থেকে দুর্গাপুরে কোনও সাইবার ক্রাইম হলে এই সেলে অভিযোগ দায়ের করা যাবে । আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দপ্তরের নজরদারিতে থাকবে এই সাইবার ক্রাইম সেল ।

পুজোর মুখে সাইবার সেলের উদ্বোধন দুর্গাপুরে

আজ দুর্গাপুর থানা সংলগ্ন এলাকায় সাইবার সেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন ৷ অনুষ্ঠানে ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাজি, আসানসোল ও দুর্গাপুরের মেয়র জিতেন্দ্র তিওয়ারি এবং দিলীপ অগস্থি, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল, DCP (পূর্ব ) অভিষেক গুপ্তা সহ অন্য পুলিশ আধিকারিকরা ৷

সাইবার সেলের উদ্বোধনের পর পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন সাংবাদিকদের বলেন, "দুর্গাপুরে অনেক সাইবার ক্রাইমের ঘটনা ঘটছিল । অপরাধ রুখতে এই সাইবার সেল তৈরি করা হল । অনেকে প্রতারিত হচ্ছেন । সোশাল মিডিয়ায় উত্তেজনামূলক অনেক কিছু পোস্ট করা হচ্ছিল । এবার সেইসব নিয়ন্ত্রণ করা যাবে । পাশাপাশি একটি ট্যাবলো আজ থেকে শহরের বিভিন্ন রাস্তায় ঘুরবে । এই ট্যাবলোতে লিফলেট দেওয়া আছে । সাইবার ক্রাইমের ফাঁদে যাতে কেউ পা না দেয় সেই সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হয়েছে এই লিফলেটে ।"

দুর্গাপুর, 21 অক্টোবর : এতদিন পর্যন্ত পশ্চিম বর্ধমানের আসানসোলে ছিল সাইবার থানা ৷ যে কারণে দুর্গাপুরের মানুষকে সাইবার ক্রাইমের অভিযোগ দায়ের করতে আসানসোলে যেতে হত ৷ কিন্তু আজ মহাপঞ্চমীর দিন দুর্গাপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল সাইবার সেলের ।

এখন থেকে দুর্গাপুরে কোনও সাইবার ক্রাইম হলে এই সেলে অভিযোগ দায়ের করা যাবে । আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দপ্তরের নজরদারিতে থাকবে এই সাইবার ক্রাইম সেল ।

পুজোর মুখে সাইবার সেলের উদ্বোধন দুর্গাপুরে

আজ দুর্গাপুর থানা সংলগ্ন এলাকায় সাইবার সেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন ৷ অনুষ্ঠানে ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাজি, আসানসোল ও দুর্গাপুরের মেয়র জিতেন্দ্র তিওয়ারি এবং দিলীপ অগস্থি, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল, DCP (পূর্ব ) অভিষেক গুপ্তা সহ অন্য পুলিশ আধিকারিকরা ৷

সাইবার সেলের উদ্বোধনের পর পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন সাংবাদিকদের বলেন, "দুর্গাপুরে অনেক সাইবার ক্রাইমের ঘটনা ঘটছিল । অপরাধ রুখতে এই সাইবার সেল তৈরি করা হল । অনেকে প্রতারিত হচ্ছেন । সোশাল মিডিয়ায় উত্তেজনামূলক অনেক কিছু পোস্ট করা হচ্ছিল । এবার সেইসব নিয়ন্ত্রণ করা যাবে । পাশাপাশি একটি ট্যাবলো আজ থেকে শহরের বিভিন্ন রাস্তায় ঘুরবে । এই ট্যাবলোতে লিফলেট দেওয়া আছে । সাইবার ক্রাইমের ফাঁদে যাতে কেউ পা না দেয় সেই সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হয়েছে এই লিফলেটে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.