ETV Bharat / city

Illegal Liquor Seized : দুর্গাপুরে বেআইনি হোটেল থেকে উদ্ধার অসংখ্য মদের বোতল, গ্রেফতার 1 - গ্রেফতার 1

সোমবার রাতে দু'নম্বর জাতীয় সড়কের পাশে একটি বেআইনি হোটেল থেকে অসংখ্য মদের বোতল উদ্ধার হল (Illegal Liquor Seized in Durgapur) ৷ পুলিশ একজনকে গ্রেফতার করেছে ৷

illegal-liquor-seized-in-durgapur
Illegal Liquor Seized : দুর্গাপুরে বেআইনি হোটেল থেকে উদ্ধার অসংখ্য মদের বোতল, গ্রেফতার 1
author img

By

Published : May 10, 2022, 5:17 PM IST

দুর্গাপুর, 10 মে : হাঁসফাঁস করা গরমে সরকারি অনুমোদনপ্রাপ্ত মদের দোকানে মিলছে না বিয়ার । ওই পানীয়র কালাবাজারি হচ্ছে বলেও অভিযোগ উঠেছে ৷ ঠিক সেই সময় দুর্গাপুরের নিউটাউনশিপ থানার পুলিশ দু'নম্বর জাতীয় সড়কের পাশে বেআইনিভাবে সরকারি জমিতে গজিয়ে ওঠা হোটেল থেকে উদ্ধার করল বহু বিয়ারের বোতল-সহ মদের বোতল (Illegal Liquor Seized in Durgapur) ।

পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে দু'নম্বর জাতীয় সড়কের পাশে এবিএল সংলগ্ন একটি হোটেল থেকে 81 বোতল বিয়ার এবং 11 বোতল দেশি মদ উদ্ধার করা হয় । গ্রেফতার করা হয় ছোটু মোহন্ত নামে এক যুবককে । আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর প্রবুদ্ধ মুখোপাধ্যায় মঙ্গলবার জানান, ধারাবাহিকভাবে এই অভিযান চলবে । অবৈধভাবে মদ বিক্রির দায়ে গ্রেফতার হওয়া ছোটু মোহন্ত নামের ওই যুবককে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় । তবে আদালত কী নির্দেশ দিল, তা শেষ পর্যন্ত জানা যায়নি ৷

এদিকে বিয়ার যখন বাজারের অনুমোদনপ্রাপ্ত মদের দোকানে অমিল, ব্ল্যাকে বিক্রি হচ্ছে বিয়ারের বোতল, তখন এই হোটেলগুলিতে কারা কিভাবে এই বিয়ারের যোগান দিচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠছে এবার । আবগারি দফতরের নজরদারি নিয়েও প্রশ্ন উঠতে শুরু হয়েছে । তাহলে কি কারও যোগসাজশে চড়া দামে বিয়ারপ্রেমীদের কাছে বিয়ার পৌঁছানোর কাজ চলছে । বাড়তি মুনাফার টাকা কি তাহলে ভাগ হচ্ছে ?

আরও পড়ুন : Durgapur Robbery : প্রাক্তন রেলকর্মীর বাড়িতে ডাকাতি, লক্ষাধিক টাকা ও সোনার গয়না লুঠের অভিযোগ

দুর্গাপুর, 10 মে : হাঁসফাঁস করা গরমে সরকারি অনুমোদনপ্রাপ্ত মদের দোকানে মিলছে না বিয়ার । ওই পানীয়র কালাবাজারি হচ্ছে বলেও অভিযোগ উঠেছে ৷ ঠিক সেই সময় দুর্গাপুরের নিউটাউনশিপ থানার পুলিশ দু'নম্বর জাতীয় সড়কের পাশে বেআইনিভাবে সরকারি জমিতে গজিয়ে ওঠা হোটেল থেকে উদ্ধার করল বহু বিয়ারের বোতল-সহ মদের বোতল (Illegal Liquor Seized in Durgapur) ।

পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে দু'নম্বর জাতীয় সড়কের পাশে এবিএল সংলগ্ন একটি হোটেল থেকে 81 বোতল বিয়ার এবং 11 বোতল দেশি মদ উদ্ধার করা হয় । গ্রেফতার করা হয় ছোটু মোহন্ত নামে এক যুবককে । আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর প্রবুদ্ধ মুখোপাধ্যায় মঙ্গলবার জানান, ধারাবাহিকভাবে এই অভিযান চলবে । অবৈধভাবে মদ বিক্রির দায়ে গ্রেফতার হওয়া ছোটু মোহন্ত নামের ওই যুবককে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় । তবে আদালত কী নির্দেশ দিল, তা শেষ পর্যন্ত জানা যায়নি ৷

এদিকে বিয়ার যখন বাজারের অনুমোদনপ্রাপ্ত মদের দোকানে অমিল, ব্ল্যাকে বিক্রি হচ্ছে বিয়ারের বোতল, তখন এই হোটেলগুলিতে কারা কিভাবে এই বিয়ারের যোগান দিচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠছে এবার । আবগারি দফতরের নজরদারি নিয়েও প্রশ্ন উঠতে শুরু হয়েছে । তাহলে কি কারও যোগসাজশে চড়া দামে বিয়ারপ্রেমীদের কাছে বিয়ার পৌঁছানোর কাজ চলছে । বাড়তি মুনাফার টাকা কি তাহলে ভাগ হচ্ছে ?

আরও পড়ুন : Durgapur Robbery : প্রাক্তন রেলকর্মীর বাড়িতে ডাকাতি, লক্ষাধিক টাকা ও সোনার গয়না লুঠের অভিযোগ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.