দুর্গাপুর, 1 এপ্রিল : বেআইনি কয়লা কাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই ৷ তারমধ্যেই 3টি বেআইনি কয়লা বোঝাই গাড়ি আটক করল দুর্গাপুর কাঁকসা থানার পুলিশ ৷ বেআইনি কয়লা পাচারের অভিযোগে 3টি লরির চালককে গ্রেফতার করেছে পুলিশ (Illegal Coal Seized in Durgapur)৷
জানা গিয়েছে, 2 নম্বর জাতীয় সড়কে রাতে অভিযান চালিয়ে কাঁকসায় তিনটি জায়গা থেকে কয়লা বোঝাই করা 3টি লরি আটক করেছে । লরির চালকদের জিজ্ঞাসাবাদ করে বৈধ কাগজ না থাকায় 3টি কয়লা বোঝাই লরি আটক করা হয় । গ্রেফতার করা হয় 3 জন লরি চালককে । ধৃতরা হল গলসির বাসিন্দা গফুর শেখ, আসানসোল কুলটির বাসিন্দা রামকুমার সাউ ও বাঁকুড়ার বাসিন্দা উত্তম গোরেকে ।
আরও পড়ুন: কে এই কয়লা মাফিয়া লালা ?
পুলিশ সূত্রে খবর, দুর্গাপুরের বেনাচিতি এলাকার বাসিন্দা এক কয়লা মাফিয়া এই কয়লা পাচারের সঙ্গে জড়িত । এই কয়লা মাফিয়ার সঙ্গে রাজনৈতিক যোগ রয়েছে বলেও জানা যাচ্ছে । কয়লার কালো কারবারের সঙ্গে জড়িত এই কয়লা মাফিয়া নিজের স্বার্থে বারবার রাজনৈতিক শিবির পরিবর্তন করেছে বলেও দেখা গিয়েছে । পুলিশ এই গাড়ির চালকদের জিজ্ঞাসাবাদ করে এই কয়লা মাফিয়াকে বিরুদ্ধে তথ্য জোগাড় করতে চাইছে ৷