ETV Bharat / city

হিন্দু হলেই দেশের নাগরিক, দেখাতে হবে না কাগজ, চেহারা দেখেই চেনা যাবে : সায়ন্তন - NPR

BJP নেতা সায়ন্তন বসু বলেন, "হিন্দু হলেই যে ভারতের নাগরিক হবেন, এ'টা বলতে আমার মোটেই কুণ্ঠা নেই ৷ সেক্ষেত্রে কোনও কাগজপত্র দেখাতে হবে না ৷ চেহারা দেখে বোঝা যাবে আপনি হিন্দু ৷"

Sayantan Basu
সায়ন্তন বসু
author img

By

Published : Jan 24, 2020, 4:50 AM IST

Updated : Jan 25, 2020, 12:29 AM IST

দুর্গাপুর, 24 জানুয়ারি : হিন্দু হলেই দেশের নাগরিক ৷ সেক্ষেত্রে কাগজও দেখাতে হবে না ৷ গতকাল দুর্গাপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন BJP নেতা সায়ন্তন বসু ৷ নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে BJP-র একটি জনসভায় যোগ দিতে দুর্গাপুরে গেছিলেন তিনি ৷

নাগরিকত্ব সংশোধনী আইন প্রসঙ্গে সায়ন্তনবাবু বলেন, "আপনি হিন্দু হলেই ভারতের নাগরিক ৷ এ'টা ধরে রাখতে পারেন ৷ এনিয়ে সন্দেহের কিছু নেই ৷ হিন্দু এমনিতেই ভারতের নাগরিক ৷ যারা অত্যাচারিত হয়ে এসেছেন তারাও নাগরিক ৷ হিন্দু হলেই যে ভারতের নাগরিক হবেন, এ'টা বলতে আমার মোটেই কুণ্ঠা নেই ৷ সেক্ষেত্রে কোনও কাগজপত্র দেখাতে হবে না ৷ চেহারা দেখে বোঝা যাবে আপনি হিন্দু ৷"

হিন্দু হলেই নাগরিক, দেখাতে হবে না কাগজ বললেন BJP নেতা সায়ন্তন বসু

সেইসঙ্গে CAA, NRC, NPR ইশুতে রাজ্যের শাসকদলসহ CPI(M) এবং কংগ্রেসকে একযোগে আক্রমণ করেন ৷ বলেন, "মিথ্যা কথা বলছে ওরা ৷ NPR-এ বাবা, মা-র জন্মস্থান, জন্ম তারিখ অপশনাল ৷ কিন্তু ওরা বলছে বাধ্যতামূলক ৷ NRC হলে সবাইকে তাড়িয়ে দেওয়া হবে এমন কোনও প্রস্তাব ভারত সরকার কোথাও দেয়নি ৷ CAA হিন্দু উদ্বাস্তু বাঙালি পরিবারগুলির জন্য ৷ আজ ওদের একজন নেতা বলেছেন নেতাজি থাকলে CAA, NRC হত না ৷ এতো মূর্খ ৷ নেতাজি থাকলে তো দেশটা ভাগও হত না ৷ আর দেশটা যদি ভাগ না হত তাহলে CAA-এর প্রয়োজন কোথায় ছিল ৷ "

ক'দিন আগে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল BJP-কে গরুদের দল বলে কটাক্ষ করেছিলেন ৷ এ প্রসঙ্গে সায়ন্তনবাবু বলেন, "আমরা কৃতজ্ঞ যে তারা আমাদের এই সার্টিফিকেট দিয়েছে ৷ অনুব্রত মণ্ডল সম্পর্কে লোকের ধারণা তিনি ক্রিমিনাল ৷ আমরা অন্তত ক্রিমিনালদের দল নই ৷ আমরা গোরুদের দল হতে রাজি আছি ৷ কিন্তু পাকিস্তানের এজেন্ট বা ক্রিমিনালদের দল হতে রাজি নই ৷ "

দুর্গাপুর, 24 জানুয়ারি : হিন্দু হলেই দেশের নাগরিক ৷ সেক্ষেত্রে কাগজও দেখাতে হবে না ৷ গতকাল দুর্গাপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন BJP নেতা সায়ন্তন বসু ৷ নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে BJP-র একটি জনসভায় যোগ দিতে দুর্গাপুরে গেছিলেন তিনি ৷

নাগরিকত্ব সংশোধনী আইন প্রসঙ্গে সায়ন্তনবাবু বলেন, "আপনি হিন্দু হলেই ভারতের নাগরিক ৷ এ'টা ধরে রাখতে পারেন ৷ এনিয়ে সন্দেহের কিছু নেই ৷ হিন্দু এমনিতেই ভারতের নাগরিক ৷ যারা অত্যাচারিত হয়ে এসেছেন তারাও নাগরিক ৷ হিন্দু হলেই যে ভারতের নাগরিক হবেন, এ'টা বলতে আমার মোটেই কুণ্ঠা নেই ৷ সেক্ষেত্রে কোনও কাগজপত্র দেখাতে হবে না ৷ চেহারা দেখে বোঝা যাবে আপনি হিন্দু ৷"

হিন্দু হলেই নাগরিক, দেখাতে হবে না কাগজ বললেন BJP নেতা সায়ন্তন বসু

সেইসঙ্গে CAA, NRC, NPR ইশুতে রাজ্যের শাসকদলসহ CPI(M) এবং কংগ্রেসকে একযোগে আক্রমণ করেন ৷ বলেন, "মিথ্যা কথা বলছে ওরা ৷ NPR-এ বাবা, মা-র জন্মস্থান, জন্ম তারিখ অপশনাল ৷ কিন্তু ওরা বলছে বাধ্যতামূলক ৷ NRC হলে সবাইকে তাড়িয়ে দেওয়া হবে এমন কোনও প্রস্তাব ভারত সরকার কোথাও দেয়নি ৷ CAA হিন্দু উদ্বাস্তু বাঙালি পরিবারগুলির জন্য ৷ আজ ওদের একজন নেতা বলেছেন নেতাজি থাকলে CAA, NRC হত না ৷ এতো মূর্খ ৷ নেতাজি থাকলে তো দেশটা ভাগও হত না ৷ আর দেশটা যদি ভাগ না হত তাহলে CAA-এর প্রয়োজন কোথায় ছিল ৷ "

ক'দিন আগে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল BJP-কে গরুদের দল বলে কটাক্ষ করেছিলেন ৷ এ প্রসঙ্গে সায়ন্তনবাবু বলেন, "আমরা কৃতজ্ঞ যে তারা আমাদের এই সার্টিফিকেট দিয়েছে ৷ অনুব্রত মণ্ডল সম্পর্কে লোকের ধারণা তিনি ক্রিমিনাল ৷ আমরা অন্তত ক্রিমিনালদের দল নই ৷ আমরা গোরুদের দল হতে রাজি আছি ৷ কিন্তু পাকিস্তানের এজেন্ট বা ক্রিমিনালদের দল হতে রাজি নই ৷ "

Intro:*হিন্দু হলেই ভারতীয় নাগরিক, লাগবেনা কোনো কাগজপত্র। চেহারা দেখেই বোঝা যায় কে হিন্দু। দুর্গাপুরে সিএএ সমর্থনে বিজেপির জনসভার পরে সাংবাদিকদের বললেন সায়ন্তন বসু।*

দুর্গাপুর : আপনি হিন্দু হলেই ভারতীয় নাগরিক লাগবেনা কোনো কাগজপত্র চেহারা দেখেই বোঝা যাচ্ছে হিন্দু দুর্গাপুরে বিজেপির জাগরণ যাত্রা যোগ দিতে এসে এমন কথাই বললেন বিজেপির রাজ্য কমিটির অন্যতম সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। সাম্প্রতিককালে কেন্দ্রীয় সরকারের পাস করা সিটিজেনশিপ আমেন্ডমেন্ট আইন নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। রাজ্যের শাসক দল যখন অনড় এই রাজ্যে কোনভাবেই নাগরিকত্ব সংশোধনী আইন বলবৎ করতে দেবে না তখন বিজেপির পক্ষ থেকেও মরিয়া এই আইনকে মানতে বাধ্য করানো। জেলায় জেলায় এই আইনের পক্ষে জনজাগরণ যাত্রা ডাক দিয়েছে রাজ্য বিজেপি। দুর্গাপুরের স্টেশন রোড থেকে শ্যামপুর-নডিহা প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত গণজাগরণ মিছিল আয়োজিত হয়। মিছিলের শেষে বিজেপির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন "আপনি হিন্দু হলেই আপনি ভারতীয় নাগরিক, আপনার কোন কাগজপত্র লাগবে না, চেহারা দেখলেই বোঝা যাবে কারা হিন্দু"।
নডিহা প্রাথমিক বিদ্যালয় ময়দানে এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক সঞ্জয় সিং এবং বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর।Body:GConclusion:G
Last Updated : Jan 25, 2020, 12:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.