ETV Bharat / city

Kalka Mail Molestation: কালকা মেলে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ এসএসবি জওয়ানের বিরুদ্ধে - কালকা মেলে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ এসএসবি জওয়ানের বিরুদ্ধে

রাতের ট্রেনে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ এসএসবি জওয়ানের বিরুদ্ধে (Girl Allegedly Molested by SSB Jawan at Kalka Mail in Durgapur) ৷ হাওড়া-কালকা মেলের ঘটনায় অভিযুক্ত জওয়ানকে গ্রেফতার করা হয়েছে ৷ ওই জওয়ান ট্রেনে মদ্যপ অবস্থায় ছিলেন বলেও অভিযোগ উঠেছে ৷

girl-allegedly-molests-by-ssb-jawan-at-kalka-mail-in-durgapur
girl-allegedly-molests-by-ssb-jawan-at-kalka-mail-in-durgapur
author img

By

Published : Jun 28, 2022, 2:30 PM IST

Updated : Jun 28, 2022, 3:01 PM IST

দুর্গাপুর, 28 জুন: রাতের কালকা মেলে এক যুবতীর শ্লীলতাহানি করার অভিযোগে উঠল এসএসবি জওয়ানের বিরুদ্ধে (Girl Allegedly Molested by SSB Jawan at Kalka Mail in Durgapur) ৷ দুর্গাপুর স্টেশনে নামার আগে ওই এসএসবি জওয়ান তাঁকে জড়িয়ে ধরেন বলে অভিযোগ ৷ এমনকী প্রতিবাদ করায় তাঁকে মারধর করা হয় বলে অণ্ডাল জিআরপি-তে অভিযোগ জানিয়েছেন তিনি ৷ অভিযুক্ত জওয়ানকে গ্রেফতার করা হয়েছে ৷

সোমবার রাতে হাওড়া স্টেশন থেকে কালকা মেলে দুর্গাপুরের উদ্দেশে রওনা দেন ওই যুবতী ৷ তিনি অভিযোগ করেছেন, ট্রেনের মধ্যে এক এসএসবি জওয়ান মদ্যপ অবস্থায় কেবল অন্তর্বাস পরে ঘুরে বেড়াচ্ছিলেন ৷ তাঁর শরীরের উপরের অংশে কোনও পোশাক ছিল না বলে অভিযোগ করেছেন যুবতী ৷ ট্রেন দুর্গাপুর স্টেশনে ঢোকার কিছুক্ষণ আগে তিনি দরজার কাছে এসে দাঁড়ান ৷ অভিযোগ, সেই সময় মদ্যপ ওই জওয়ান যুবতীকে জড়িয়ে ধরেন ৷ তিনি প্রতিবাদ করায় ওই জওয়ান তাঁকে মারধরও করেন বলে অভিযোগ ৷

আরও পড়ুন: পুলিশ পরিচয়ে মালদা মেডিক্যালে মহিলার শ্লীলতাহানি ! আটক এক

ট্রেনের মধ্যে চিৎকার শুনে আরপিএফ জওয়ানরা সেখানে পৌঁছন ৷ তাঁরাই যুবতীকে উদ্ধার করেন ৷ এর পর অভিযুক্ত এসএসবি জওয়ানকে অণ্ডাল জিআরপি-র হাতে তুলে দেয় আরপিএফ ৷ তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত যুবতী ৷ এই ঘটনায় আক্রান্ত যুবতী রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন, রাতের ট্রেনে কীভাবে ওই জওয়ান ঘুরে বেড়াচ্ছিলেন ? ট্রেনে আরপিএফ-এর নজরদারি থাকলে এই ঘটনা ঘটত না বলে দাবি করেছেন তিনি ৷ স্বাভাবিকভাবেই এই ঘটনায় রাতের দূরপাল্লার ট্রেনে যাত্রী নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠল ৷

দুর্গাপুর, 28 জুন: রাতের কালকা মেলে এক যুবতীর শ্লীলতাহানি করার অভিযোগে উঠল এসএসবি জওয়ানের বিরুদ্ধে (Girl Allegedly Molested by SSB Jawan at Kalka Mail in Durgapur) ৷ দুর্গাপুর স্টেশনে নামার আগে ওই এসএসবি জওয়ান তাঁকে জড়িয়ে ধরেন বলে অভিযোগ ৷ এমনকী প্রতিবাদ করায় তাঁকে মারধর করা হয় বলে অণ্ডাল জিআরপি-তে অভিযোগ জানিয়েছেন তিনি ৷ অভিযুক্ত জওয়ানকে গ্রেফতার করা হয়েছে ৷

সোমবার রাতে হাওড়া স্টেশন থেকে কালকা মেলে দুর্গাপুরের উদ্দেশে রওনা দেন ওই যুবতী ৷ তিনি অভিযোগ করেছেন, ট্রেনের মধ্যে এক এসএসবি জওয়ান মদ্যপ অবস্থায় কেবল অন্তর্বাস পরে ঘুরে বেড়াচ্ছিলেন ৷ তাঁর শরীরের উপরের অংশে কোনও পোশাক ছিল না বলে অভিযোগ করেছেন যুবতী ৷ ট্রেন দুর্গাপুর স্টেশনে ঢোকার কিছুক্ষণ আগে তিনি দরজার কাছে এসে দাঁড়ান ৷ অভিযোগ, সেই সময় মদ্যপ ওই জওয়ান যুবতীকে জড়িয়ে ধরেন ৷ তিনি প্রতিবাদ করায় ওই জওয়ান তাঁকে মারধরও করেন বলে অভিযোগ ৷

আরও পড়ুন: পুলিশ পরিচয়ে মালদা মেডিক্যালে মহিলার শ্লীলতাহানি ! আটক এক

ট্রেনের মধ্যে চিৎকার শুনে আরপিএফ জওয়ানরা সেখানে পৌঁছন ৷ তাঁরাই যুবতীকে উদ্ধার করেন ৷ এর পর অভিযুক্ত এসএসবি জওয়ানকে অণ্ডাল জিআরপি-র হাতে তুলে দেয় আরপিএফ ৷ তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত যুবতী ৷ এই ঘটনায় আক্রান্ত যুবতী রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন, রাতের ট্রেনে কীভাবে ওই জওয়ান ঘুরে বেড়াচ্ছিলেন ? ট্রেনে আরপিএফ-এর নজরদারি থাকলে এই ঘটনা ঘটত না বলে দাবি করেছেন তিনি ৷ স্বাভাবিকভাবেই এই ঘটনায় রাতের দূরপাল্লার ট্রেনে যাত্রী নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠল ৷

Last Updated : Jun 28, 2022, 3:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.