দুর্গাপুর, 24 জুলাই: শ্রাবণেও বৃষ্টির দেখা নেই ৷ ধান চাষে জলের যোগান দিতে ডিভিসি সেচ ক্যানেলে ছাড়া হল জল ৷ দুর্গাপুর এলাকার দামোদরের দু’টি সেচ ক্যানেলের উপর নির্ভর করে চাষাবাদ হয় পূর্ব বর্ধমানের আউসগ্রাম, গলসি,বাঁকুড়ার বেশ কিছু অঞ্চল সহ বিস্তীর্ণ এলাকায় (DVC released water for agricultural purpose)।
আষাঢ় মাস শেষ শ্রাবণ শুরু হলেও দেখা নেই ভারী বৃষ্টির । চাষীরা ধান চাষ শুরু করলেও সেচের অভাবে ধানের বীজ মরতে শুরু করেছে ৷ জলের অভাবে কোথাও শুরু হয়নি ধান চাষ ৷ কয়েকদিন আগে ডিভিসি-র সঙ্গে একটি বৈঠক হয় । বৈঠকে সেচের কাজের জন্য জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয় । ডিভিসির এই সিদ্ধান্তে চাষীরা উপকৃত হবেন বলে মনে করছেন সেচ দফতরের আধিকারিকরা ৷
আরও পড়ুন: করোনা ও প্রাকৃতিক বিপর্যয় সত্ত্বেও রাজ্যে রেকর্ড আমন চাষ
সেচ দফতরের আধিকারিক সঞ্জয় মজুমদার জানান, বৃষ্টির 50 শতাংশ এখনো ঘাটতি আছে। ডিভিসির জল ছাড়া না হলে জলের ঘাটতি দেখা দেবে ৷ চাষের সুবিধার্থে 22 জুলাইের এক বৈঠকে ডিভিসি জানায় ৭০ হাজার একর ফিট জল সেচের কাজের জন্য ছাড়বে তারা । সেই জল দুর্গাপুর ব্যারেজে আসার পর 23 ও 24 জুলাই দুর্গাপুর ব্যারেজের দুটি সেচ ক্যানেল থেকে 6 হাজার কিউসেক করে জল সেচের জন্য ছাড়া হবে । এরপর দু’দিন 7 হাজার কিউসেক করে জল ছাড়া হবে সেচের কাজের জন্য ৷ এমটাই জানিয়েছন সেচ দফতরের আধিকারিকরা ।