ETV Bharat / city

Durgapur SBSTC Strike: 7 দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে এসবিএসটিসির অস্থায়ী কর্মীরা - এসবিএসটিসি

দুর্গাপুরে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অস্থায়ী কর্মীদের বিক্ষোভের জেরে বন্ধ পরিষেবা (Durgapur SBSTC Strike) ৷ মূলত, গত 10 বছর ধরে অস্থায়ী হিসাবে কাজ করে আসা কর্মীদের স্থায়ী করার দাবিতে এই বিক্ষোভ ও কর্মবিরতি শুরু হয়েছে (Durgapur SBSTC Temporary Workers Called Strike) ৷

Durgapur SBSTC Temporary Workers Called Strike for Their Demands
Durgapur SBSTC Temporary Workers Called Strike for Their Demands
author img

By

Published : Sep 21, 2022, 11:48 AM IST

দুর্গাপুর, 21 সেপ্টেম্বর: সাত দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ করে দিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার (এসবিএসটিসি) অস্থায়ী কর্মীরা (Durgapur SBSTC Strike) ৷ বুধবার দুর্গাপুর ট্রাঙ্করোড বাস ডিপোর কর্মীরা অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ করে বিক্ষোভ শুরু করেছে (Durgapur SBSTC Temporary Workers Called Strike) ৷ এই বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি ৷

দুর্গাপুর ট্রাঙ্করোডে এসবিএসটিসি’র বাস ডিপোতে প্রায় 200 জন অস্থায়ী কর্মী রয়েছেন ৷ তাঁদের মূল দাবি, 2012-13 সালের মধ্যে যে সব কর্মীরা অস্থায়ীভাবে কাজে যোগ দিয়েছিলেন, তাঁদের দ্রুত স্থায়ীভাবে নিয়োগ করতে হবে ৷ পাশাপাশি, সম কাজে সম বেতন প্রদান ৷ অস্থায়ী কর্মীদের কাজের সময় 26 দিন করতে হবে ৷ সমবেতনে ছুটি মঞ্জুর করতে হবে কর্তৃপক্ষকে ৷ ছাঁটাই করা অস্থায়ী কর্মীদের পুনর্বহালের দাবিও জানানো হয়েছে ৷ প্রতিবছর বেতনবৃদ্ধির মতো একাধিক দাবিও রয়েছে এই অস্থায়ী কর্মীদের ৷

7 দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে এসবিএসটিসির অস্থায়ী কর্মীরা

আরও পড়ুন: জ্বালানি খরচ বাড়লেও ভাড়া বৃদ্ধি হয়নি, উত্তর দিনাজপুরে বন্ধ হতে পারে বেসরকারি বাস

দুর্গাপুরের ট্রাঙ্করোড ডিপো থেকে দক্ষিণবঙ্গের প্রায় 100টি রুটের বাস চলাচল করে ৷ কর্মী বিক্ষোভের জেরে সেই বাস পরিষেবা পুরোপুরি বন্ধ (Bus Strike) হয়ে গিয়েছে ৷ আর তাঁদের দাবি মানা না হলে, পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে আইএনটিটিইউসি’র তরফে ৷ এই পরিস্থিতিতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ ৷ নিত্যযাত্রী থেকে দূরপাল্লার বাসের যাত্রী সমস্যায় পড়েছেন সকলেই ৷

দুর্গাপুর, 21 সেপ্টেম্বর: সাত দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ করে দিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার (এসবিএসটিসি) অস্থায়ী কর্মীরা (Durgapur SBSTC Strike) ৷ বুধবার দুর্গাপুর ট্রাঙ্করোড বাস ডিপোর কর্মীরা অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ করে বিক্ষোভ শুরু করেছে (Durgapur SBSTC Temporary Workers Called Strike) ৷ এই বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি ৷

দুর্গাপুর ট্রাঙ্করোডে এসবিএসটিসি’র বাস ডিপোতে প্রায় 200 জন অস্থায়ী কর্মী রয়েছেন ৷ তাঁদের মূল দাবি, 2012-13 সালের মধ্যে যে সব কর্মীরা অস্থায়ীভাবে কাজে যোগ দিয়েছিলেন, তাঁদের দ্রুত স্থায়ীভাবে নিয়োগ করতে হবে ৷ পাশাপাশি, সম কাজে সম বেতন প্রদান ৷ অস্থায়ী কর্মীদের কাজের সময় 26 দিন করতে হবে ৷ সমবেতনে ছুটি মঞ্জুর করতে হবে কর্তৃপক্ষকে ৷ ছাঁটাই করা অস্থায়ী কর্মীদের পুনর্বহালের দাবিও জানানো হয়েছে ৷ প্রতিবছর বেতনবৃদ্ধির মতো একাধিক দাবিও রয়েছে এই অস্থায়ী কর্মীদের ৷

7 দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে এসবিএসটিসির অস্থায়ী কর্মীরা

আরও পড়ুন: জ্বালানি খরচ বাড়লেও ভাড়া বৃদ্ধি হয়নি, উত্তর দিনাজপুরে বন্ধ হতে পারে বেসরকারি বাস

দুর্গাপুরের ট্রাঙ্করোড ডিপো থেকে দক্ষিণবঙ্গের প্রায় 100টি রুটের বাস চলাচল করে ৷ কর্মী বিক্ষোভের জেরে সেই বাস পরিষেবা পুরোপুরি বন্ধ (Bus Strike) হয়ে গিয়েছে ৷ আর তাঁদের দাবি মানা না হলে, পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে আইএনটিটিইউসি’র তরফে ৷ এই পরিস্থিতিতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ ৷ নিত্যযাত্রী থেকে দূরপাল্লার বাসের যাত্রী সমস্যায় পড়েছেন সকলেই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.